বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়তে মনোযোগ দেবে আওয়ামী লীগ
২৪ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
দেশের চলমান পরিস্থিতিতে দেশের মানুষকে বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার দিকে মনোযোগ দেবে আওয়ামী লীগ। দলীয় সূত্রগুলো বলছে, যার কাজ ইতিমধ্যে শুরু করেছেন দলটির নেতারা। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের মধ্যে সরকারের পক্ষে জনমত গড়তে বেশ কিছু পদক্ষেপ নেবে দলটি। সেটার কাজও শুরু করেছে আওয়ামী লীগ। পাশাপাশি সহযোগী সংগঠনগুলো ও ঢাকা মহানগর আওয়ামী লীগকে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং ঐক্যব্ধ থাকতে নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের নেতা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমন্ডলী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী ছাড়াও সকল সহযোগী সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের নেতারা।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে রাজধানীর সকল পাড়ায়, মহল্লায় সতর্ক অবস্থান নিতে উপস্থিত সকলের প্রতি নির্দেশা দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। চলমান কারফিউয়ে মধ্যে অপরিচিত কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খবর দেওয়ার জন্য দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বাইরে কারফিউ চলার সময়ে যারা দিনমজুর কিন্তু কাজে যেতে পারে নি তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগ।
বৈঠক সূত্র জানিয়েছে, কারফিউ মেনে চলতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের নির্দেশনা দিয়েছেন দলটির নেতারা। বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে প্রত্যেক ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাদের মধ্যে নিজেদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দলের সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।
বৈঠকে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ইনকিলাবকে জানান, ‘বৈঠকে তেমন কোন আলোচনা হয় নি। তবে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ দিকে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় সারা দেশে চলমান কারফিউয়ের কারণে কাজে যেতে পারেন নি, সেই গরীব দিন মুজুরদের আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, যার নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার ঢাকার শ্যামলীর কলেজগেটের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে দিন মজুরদের মধ্যে খাদ্য বিতরণ করেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। অপর দিকে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া ধানমন্ডি-৩২ নম্বরেও স্বেচ্ছাসেবক লীগ দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে।
আওয়ামী লীগের তৃণমূল নেতারা জানিেেছ, গত কয়েক দিন থেকে ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দেশের চলমান পরিস্থিতিতে নির্দেশনা পেতে ভির করেছেন। দলীয় নেতারা তাদের সতর্ক অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাই দিয়েছেন।
আওয়ামী লীগের দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, কোটা ইস্যুতে আদালতের রায়ের পর থেকেই তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এই মুহুর্তে দলের গুরুত্বপূর্ণ কাজ ঐক্যবদ্ধ থাকা। সে বিষয়টিতেই মনোযোগ দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে সরকারের যে কার্ফু রয়েছে তা মেনে চলার নির্দেশনাই দলীয় নেতা-কর্মীদের দেওয়া হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, বৈঠকটি আলোচনার পরিসরে হয়েছে। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে সম্মিলিতভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছি। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের পাড়ায় মহল্লায় যাতে সতর্ক থাকে সেই নির্দেশনা দেয়া হয়েছে। যদি কোন নাশকতাকারী পাওয়া যায় সঙ্গে সঙ্গে যেন ধরে আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সোর্পদ্দ করে সেই নির্দেশনাও দেয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট