ক্ষেতেই নষ্ট কৃষকের ফসল
২৪ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
কারফিউর কারণে সরবরাহ ব্যবস্থা না থাকায় কৃষক তার কাঁচা করিচ, বেগুন, পটোল, কাঁকরোল, করলা, পেঁপে, কচুমুখি, লাউ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন জাতের শাকসবজি ক্ষেতে রেখে দিচ্ছে।
শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলনে সারাদেশে চলমান সহিংস পরিস্থিতি ও যোগাযোগ বিচ্ছিন্ন দেশ। আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন এবং পরবর্তীতে কারফিউ চলায় বিপর্যয়ের মুখে পড়েছে দেশের সবজি চাষি কৃষকরা। পণ্যর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় অনেক কৃষকের উৎপাদিত ফসল বিশেষ করে শাকসবজি ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি বাগানে নষ্ট হচ্ছে অনেক মৌসুমি ফলমুল। পথে পথে প্রতিবন্ধকতার কারণে বাজারে কমেছে বিভিন্ন নিত্যপণ্যের সরবারাহ। এতে শাকসবজিসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে আকাশ ছুঁয়েছে। কারফিউর মধ্যে কাঁচা করিচ ঠেকেছে ৬০০ টাকা কেজিতে।
পেপে ও পটল ছাড়া অধিকাংশ শবজির দামই ১০০ টাকা ছাড়িয়েছে। যদিও চাহিদা থাকা সত্তে¡ও কারফিউর কারণে সরবরাহ ব্যবস্থা না থাকায় কৃষক তার কাঁচা করিচ, বেগুন, পটোল, কাঁকরোল, করলা, পেঁপে, কচুমুখি, লাউ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন জাতের শাকসবজি ক্ষেতে রেখে দিচ্ছে। এতে করে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়ছে।
বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অন্যতম সবজি উৎপাদনের জেলা খুলনা, সিরাজগঞ্জ, বগুড়া, বৃহত্তর ময়মনসিংহ, বরিশালসহ অনেক জেলায় সবজি সরবরাহ ভেঙ্গে পড়েছে। পাইকারি কাঁচাবাজারে নেই পাইকার। যে কারণে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন যে সব বাজারে এক হাজার টন সবজি বেচাকেনা হতো এখন সেখানে পাইকারের অভাবে ৮-১০ টন সবজিও বিক্রি করাও সম্ভব হচ্ছে না বলে জানা যায়। দক্ষিণাঞ্চলের বৃহৎ কেসিসি পাইকারি কাঁচাবাজার মালিক সমিতির সম্পাদক মাঈনুল ইসলাম নাসির জানান, পথে পথে প্রতিবন্ধকতা, হামলা, লুটপাটের ভয়ে চাষিরা পণ্য নিয়ে বাজারে আসছে না। সেই সঙ্গে ক্রেতা না থাকায় বেচাকেনায় ধস নেমেছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় বিভিন্ন কাঁচামাল শাকসবজি আড়তেই পচতে শুরু করেছে বলে জানান তিনি। খুলনার ডুমুরিয়ার কৃষক হুমায়ুন কবির, রিজন মিয়াসহ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, তাদের ক্ষেতে কাঁচা মরিচ, লাউ, বেগুন ও পেঁপেসহ নানা রকমের সবজি রয়েছে। কারফিউর কারণে এসবের মধ্যে কাঁচা মরিচ, লাউ, বেগুন নিয়ে তারা বেশি সমস্যার মধ্যে রয়েছে। বাজারে পাইকার না থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে সবজি। এরমধ্যে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যায় না। এসব কারণে ক্ষেতেই সবজি পেকে যাচ্ছে এবং অনেক সবজি নষ্ট হওয়ার পথে রয়েছে।
সবজি উৎপাদন এলাকাখ্যাত বগুড়া। কারফিউর কারণে মহাস্থান হাটে কমেছে সরজির সরবরাহ। জানা যায়, কারফিউর কারণে বাজারে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সংখ্যা কমে গেছে। মহাস্থান হাট কাঁচা ও পাকা মাল আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, চলমান কারফিউর কারণে হাটে ক্রেতা-বিক্রেতা দুটাই কম। স্বাভাবিক সময়ে এই হাটে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক সবজির সরবরাহ থাকে কিন্তু এখন ৪-৫ ট্রাক হতে চাই না। কারণ হিসেবে তিনি জানান, এদিকে কারফিউ অন্যদিকে বাজারে পাইকার কম থাকায় চাষিরা হাটে সরজি কম আনছে।
বগুড়ার মহাস্থানগড় উপজেলার কৃষক আসলাম হোসেন বলেন, কারফিউর কারণে হাটে নেই পাইকার। আমরা যে সবজি হাটে নেই তার ঠিক দাম পাই না। তাই এখন আর সবজি ক্ষেত থেকে তুলছিনা। আমি লাউ আর কাঁচা মরিচ নিয়ে বিপদে আছি। এই অবস্থা দ্রæত ঠিক না হলে আমরা চাষিরা অনেক লোকসানে পড়বো।
এদিকে, নরসিংদীর মোনহরদীর লটকন বাগান মালিক লিটন আনোয়ার জানান, এখন লটকনের ভরা মৌসুম। এর মধ্যেই কারফিউর কারণে লটকনের চাহিদা ও দাম কমে গেছে। গাছ থেকে লকটন পাড়ার শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই গাছেই রেখে দিয়েছি। যদি পরিস্থিতি দ্রæত স্বাভাবিক না হয় তাহলে লটকন গাছেই নষ্ট হয়ে যাবে। এতে করে আমার মতো অনেক বাগান মালিক ক্ষতির শিকার হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উওোলন অব্যাহত
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ