নারায়ণগঞ্জে ৮ মামলায় আসামি ৭০০০
২৪ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম
নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে জেলার ৫টি থানায় ৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে ৬টি এবং নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাহমুদুর রহমান ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওবায়েদ বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেন। ৮টি মামলায় প্রায় ৭ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে আসামির তালিকায় নারায়ণগঞ্জ জেলা, মহানগর, থানা ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মী রয়েছেন।
সোমবার রাতে মামলাগুলো দায়ের করা হয়। এরমধ্যে ফতুল্লা মডেল থানায় ৩টি, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২টি এবং সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করায় ১০ থেকে ১৩ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে মামলাটি করা হয়। মামলায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অপরদিকে পুলিশের ৬টি মামলায় নারায়ণগঞ্জ জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি’র অনেক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আড়াই সহস্রাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সবমিলিয়ে ৮টি মামলায় প্রায় ৭ হাজার জনকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার রাতে চিরুনি অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে নারায়ণগঞ্জ সদরে ১১, ফতুল্লায় ১০, সিদ্ধিরগঞ্জে ১২, সোনারগাঁয়ে ১১, আড়াইহাজারে ৮, রূপগঞ্জে ৭ ও বন্দরে ১৫ জন। পরে তাদের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।
এর আগে রোববার রাতে ১১৬ জনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৬টি এবং নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন থেকে ২টি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে আরও ৭৪ জনকে আটক করা হয়েছে বলে জানান।
তিনি আরও জানান, যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশের ১৪২টি পেট্রোল টিম সক্রিয় রয়েছে। টিমগুলো নারায়ণগঞ্জ-ঢাকা মহাসড়কের চাষাঢা থেকে সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আড়াইহাজারের পাঁচরুখি পর্যন্ত দায়িত্ব পালন করছে। এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের বাড়তি নজরদারির রয়েছে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বেড়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের হৈচৈ নিষেধ করায় আটঘরিয়া কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ