রাজধানীতে গণপরিবহন সঙ্কট

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম

অফিস শুরু এবং শেষ হওয়ার সময় যানজট বেড়ে যায়, পরিস্থিতি স্বাভাবিক
হলে রাস্তায় গাড়ি নামানো হবে, সদরঘাট নৌ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ ৭ ঘণ্টা শিথিল করা হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই অফিস-আদালত এবং কাজে বের হয়েছেন নগরবাসী। একসঙ্গে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর কিছু কিছু সড়কে যানবাহনের চাপ রয়েছে। কোথাও আবার সড়ক ফাঁকা দেখা গেছে। কারফিউ শিথিলের মধ্যে গত বুধবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। এতে সাধারণ যাত্রীর সঙ্গে রাস্তায় বেড়েছে অফিসগামী মানুষের সংখ্যা। তবে সেই অনুপাতে দেখা মেলেনি গণপরিবহনের। কারফিউ পুরোপুরি তুলে না নেয়া এবং আন্দোলন সংক্রান্ত শঙ্কা থেকে এখনই রাস্তায় গাড়ি নামানোর ঝুঁকি নিচ্ছেন না অধিকাংশ পরিবহন মালিক।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পাঁচ ঘণ্টার জন্য পরিবহন পুল থেকে গাড়ি বের করছেন না তারা। এছাড়া এখনো সড়কের ঝুঁকিও কমেনি। ফলে পরিস্থিতি পুরো স্বাভাবিক হলে তবেই রাস্তায় গাড়ি নামানো হবে।

তবে সাধারণ যাত্রীরা বলছেন, ঢাকার রাস্তায় গণপরিবহন কম থাকলেও যানজট লেগেই রয়েছে কোনো কোনো সড়কে। অনেক সড়কে ট্রাফিক সিগন্যালে অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। এতো কম সংখ্যক গাড়ি চলাচল, ব্যক্তিগত ও অটোরিকশার কারণে এতো বেশি যানজট লেগে থাকার কথা না। ট্রাফিক পুলিশের যানবাহন দীর্ঘ সময় আটকে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে এমনটাই জানালেন অনেকে।
রাজধানীর বিভিন্ন রুটে খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, মতিঝিল, যাত্রাবাড়ী, নীলক্ষেত, শাহবাগ, কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, গুলশান রুটে গণপরিবহন নেই বললেই চলে। তবে সড়কে দেখা গেছে ব্যক্তিগত পরিবহন ও ছোট যানবাহন। যাত্রাবাড়ী-মালিবাগ রুটে স্বল্প সংখ্যক গণপরিহন দেখা গেছে। গণপরিবহন কম থাকায় রিকশা অথবা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

এছাড়া রাজধানীর অধিকাংশ সড়কে যানবাহনের পরিমাণ বেড়েছে। বিশেষ করে অফিস টাইম শুরু এবং শেষ হওয়ার পর যানজটের পরিমাণ অনেক বেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে লক্ষ্য করা গেছে যানজট। পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। বিকেল ৩টার মধ্যেই অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শেষ হয়েছে। অফিস শেষে কারফিউ শুরুর পূর্বে বাড়ি ফিরতে তাড়া ছিল অনেকেরই। রাজধানীর মহাখালী, বনানী, এয়ারপোর্ট, উত্তরা সড়কে গাড়ির চাপ দেখা যায়। তাছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম বন্ধ থাকায় প্রধান সড়কে গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ।

কথা হয় বনানী থেকে উত্তরাগামী বেসরকারি চাকরিজীবী আবদুল আলীম বলেন, বিকেল ৩টায় অফিস শেষ হতেই বাসার দিকে রওনা হয়েছি। প্রথমে বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অনেক বাসে যাত্রী বেশি থাকায় উঠতে পারিনি। পরে একটি বাসে কোনো রকমে উঠলেও সেটা এখন যানজটে আটকা। বাসায় কখনে পৌঁছাব জানি না।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল অনেকটা স্বরুপে ফিরেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংতার কারণে প্রায় এক সপ্তাহ ধরে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়েছিল। আবার মহাসড়কটি দিয়ে কিছু সংখ্যাক যান চলাচল শুরু হয়। গতকাল মহাসড়কে যান চলাচল বেড়েছে। দু-একদিনের মধ্যে যানবাহনের সংখ্যা আরও বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান।

মোহাম্মদপুর থেকে কলাবাগানে পায়ে হেঁটে কাজে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। তিনি বলেন, কারফিউয়ের মধ্যেও প্রতিদিন কাজ সীমিত আকারে চালিয়ে যাচ্ছি। ছোট কাজ হওয়ায় আমি নিজেও করছি। অটোরিকশায় উঠলেই নানা কারণ দেখিয়ে ভাড়া বেশি চায়। তাই হেঁটেই রওনা দিয়েছি। আরেক যাত্রী বলেন, কালও বাসা থেকে বের হয়ে ভেঙে ভেঙে অফিসে গেছি। কিছু পথ রিকশায় আবার কিছু পথ হেঁটে যেতে হয়েছে। আজও বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে রিকশায় উঠেছি।

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বলেন, আগেরদিন সড়কে যেমন যানবাহনের চাপ ছিল, সেটি দুপুর পর্যন্ত তেমন দেখা যায়নি। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি রয়েছে অনেক। কারফিউ চলা অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। তাই সড়ক ফাঁকাই আছে। তেমন যানজট নেই।

এদিকে, টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘাট এলাকায় এখনও মানুষের উপস্থিতি সীমিত। গতকাল বৃহস্পতিবার সদরঘাট নৌ টার্মিনাল ও পন্টুন এলাকা ঘুরে যায়, পন্টুনে যাত্রীর জন্য অপেক্ষা করছে বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী রুটের এক ডজন লঞ্চ। চাঁদপুরের লঞ্চগুলোতে যাত্রী উপস্থিতি চোখে পড়ার মতো। তবে অন্য রুটের লঞ্চগুলোতে যাত্রী উপস্থিতি একাবারেই হাতে গোণা। ঘাটে আসা যাত্রীরা জানান, পথে যানজট তেমন না থাকলেও যানবাহন সঙ্কট ছিল চরম। ফলে সদরঘাট আসতে যথেষ্ট ভোগান্তি হয়েছে তাদের।

ঘাট ও লঞ্চ সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল সময়ে সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল করছে সদরঘাট থেকে। বিকাল ৫টা পর্যন্ত ছেড়ে যাবে লঞ্চগুলো। আগেরদিন ২টি লঞ্চ ভোলা, চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১২টি লঞ্চ ছেড়ে গেছে ও ৮টি লঞ্চ বিভিন্ন স্থান থেকে ছেড়ে এসে ঘাটে ভিড়েছে।

ইলিশাগামী এমভি পুবালী ৭ এর ম্যানেজার বলেন, যাত্রী অন্য সময়ের থেকে অনেক কম। আমাদের চাঁদপুরে প্রতিদিন ৭ থেকে ৮ টা লঞ্চ ছাড়ে। ৫টা ছাড়বে। মানুষ এখনও রাস্তায় কম বের হচ্ছে কারফিউয়ের কারণে। একারণে লোক কম ঘাটে। লালমোহনগামী শ্রীনগর ৭ লঞ্চের কেবিন ইনচার্জ বলেন, ৫দিন পর লঞ্চ ছেড়ে যাচ্ছি। যাত্রী কম, মালপত্রই বেশি। তবে কেবিন মোটামুটি ভালো বিক্রি হয়েছে।

বরিশালগামী যাত্রী বলেন, মিরপুর থেকে আসছি। রাস্তায় বাস নাই একদম। যাও দু-একটা বাস আসে যাত্রী বোঝাই। এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠছি অনেক কষ্টে। সদরঘাট আসতে তিন ঘণ্টা সময় লাগছে মিরপুর থেকে।
ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সদরঘাট নৌ থানার ওসি আবুল কালাম বলেন, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীতে নৌ পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া টার্মিনাল ঘাট এলাকায় আমাদের পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় আছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান, সড়ক বন্ধ
পালালো আটক ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড
মাহফুজের ঘটনায় ‘হতাশ’ উপদেষ্টা আসিফ
উপদেষ্টার আশ্বাসের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
আরও
X
  

আরও পড়ুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান

পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বরিশালে আমু, সাদেক, খোকন, জেবুন্নেসা ও লুনাসহ ২৪৭ জনের নামে মামলা

বরিশালে আমু, সাদেক, খোকন, জেবুন্নেসা ও লুনাসহ ২৪৭ জনের নামে মামলা

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

দোয়ারাবাজারে ৪৫ কেজি ওজনের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়!

দোয়ারাবাজারে ৪৫ কেজি ওজনের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়!

মবের শিকার নাকি অসুস্থতা! কি ঘটেছে মিশার সঙ্গে

মবের শিকার নাকি অসুস্থতা! কি ঘটেছে মিশার সঙ্গে

‘সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়’

‘সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়’

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান, সড়ক বন্ধ

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান, সড়ক বন্ধ

বরিশালে ছাত্রলীগ কর্মী পালানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

বরিশালে ছাত্রলীগ কর্মী পালানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

হিলি সীমান্তের ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

হিলি সীমান্তের ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত-৪

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত-৪

কাশ্মীর নিয়ে ভারতকে ‘ব্যাপক সংলাপের’ আমন্ত্রণ পাকিস্তানের

কাশ্মীর নিয়ে ভারতকে ‘ব্যাপক সংলাপের’ আমন্ত্রণ পাকিস্তানের

পালালো আটক ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

পালালো আটক ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

মাহফুজের ঘটনায় ‘হতাশ’ উপদেষ্টা আসিফ

মাহফুজের ঘটনায় ‘হতাশ’ উপদেষ্টা আসিফ

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী : শেহবাজ শরীফ

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী : শেহবাজ শরীফ

উপদেষ্টার আশ্বাসের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

উপদেষ্টার আশ্বাসের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ : এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ : এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ব্যথায় উঠতে পারছেন না শাবনূর,হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে

ব্যথায় উঠতে পারছেন না শাবনূর,হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে

এবার কাতারে গিয়ে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করলেন ট্রাম্প

এবার কাতারে গিয়ে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করলেন ট্রাম্প

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা