ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
ফরিদপুরে পুলিশের মামলার আসামি আ. লীগ নেতাসহ তার ছেলে ও ভাই

বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে : কিবরিয়া

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৭ জুলাই ২০২৪, ০২:২২ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০২:২২ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় কোটা আন্দোলন নিয়ে চলা সাম্প্রতিক সহিংসতায় পুলিশের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, তার ছেলে ও ভাইকে। পুলিশ ওই আওয়ামী লীগ নেতাসহ তার ছেলে বা ভাইকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে অজ্ঞাতনামা আসামি হিসেবে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার এড়াতে ফরিদপুর জেলার শত শত নেতাকর্মী বর্তমানে ঘর ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। গত ২০ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ ও সরকারি কর্তব্যপালনে বাধা প্রদানের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা করে সাধারণ ও গুরুতর জখম করার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ডে এ সহিংসতার ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর গত ২০ জুলাই রাত ১০টা ২০ মিনিটে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন ভাঙ্গা থানায়। ওই মামলায় নাম উল্লেখ করা ৪৮ জনের মধ্যে উপজেলার আলগীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার মাতুব্বরবকে (৫৫) এক নম্বর আসামি করা হয়েছে। দেলোয়ার মাতুব্বর ওই ইউনিয়নের সোয়াদী গ্রামের মৃত ওমর আলী মাতব্বরের ছেলে। তিনি ২০২১ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। মামলার তিন নম্বর আসামি করা হয়েছে দেলোয়ার মাতব্বরের ছেলে মেহেদী মাতব্বরকে (২০) এবং ১৬ নম্বর আসামি করা হয়েছে দেলোয়ার মাতব্বরের ভাই আবুল মাতব্বরকে (৪৫)।

এসআই কবির হোসেন মোল্লা মামলার এজাহারে উল্লেখ করেন, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে তিনি জানতে পারেন কোটা বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ভাঙ্গার সোয়াদী বাস-স্ট্যান্ড এলাকায় ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গাসহ আশেপাশের উপজেলা হতে জামায়াত, বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের দুষ্কৃতিকারীরা ঢাকা-খুলনা মহাসড়কে বাঁশ ও কাঠের গুড়িতে আগুন দিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ জনগণের জানমালের ও যানবাহনের ক্ষতি সাধান করছে। এ খবর শুনে তিনি পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান উল্লেখিত আসামিসহ অজ্ঞাত আসামিরা মহাসড়কের মাঝখানে কাঠের গুড়ি ও বাঁশে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করে ঢাল, কাতরা, কাঠের লাঠি, বাশের লাঠি, ইটের টুকরা, বড় রামদা ইত্যাদিতে সজ্জিত হয়ে উশৃঙ্খল ও বেপরোয়া আচরণ করেছে। তিনি (বাদী) হাত মাইক নিয়ে বিক্ষোভকারীদের সরে গিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দিতে অনুরোধ করেন। আসামিরা এ অনুরোধ উপেক্ষা করে আরও বেপরোয়া হয়ে তাদের হাতের দেশীয় মারাত্মক অস্ত্র নিয়ে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়।

এজাহারে বলা হয় এ হামলায় তিনিসহ ভাঙ্গা থানার এসআই অমিও মজুমদার এবং কনস্টেবল হানিফ, ফারুক, নাজমুল, সজীব, আহাদুল জখম হন। এজাহারে আরও বলা হয়, এ অবস্থায় জানমাল রক্ষা ও মহাসড়কে যানবাহন স্বাভাবিক রাখার জন্য ৩১টি সীসার গুলি ও ১০টি রাবার গুলি ছুড়ে ভাঙ্গা ও নগরকান্দা থানার অতিরিক্ত পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশের দায়ের করা এ মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ নেতা, তার ছেলে ও ভাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ভাঙ্গা থানার পুলিশ এ পর্যন্ত এ মামলার আসামি হিসেবে ২১ জনকে গ্রেপ্তার করেছে। অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ভাঙ্গা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান (৬২), কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু আকন্দ (৪০) এবং ঢাকা নিউ মার্কেট যুবদলের সভাপতি মো. হারুন মাতুব্বর (৫২)।

আলগীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার মাতব্বরের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে কথা হয় আলগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সাথে।

আলগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র দাস বলেন,ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী বাসস্ট্যান্ডের যে জায়গায় এ ঘটনা ঘটেছিল তার পাশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ারের বাড়ি অবস্থিত। তিনি (দেলোয়ার) গোলাগুলির শব্দ শুনে ঘটনা দেখতে বের হতে পারেন। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে ও পুলিশের সঙ্গে আলাপ করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ