পুলিশ ও গোয়েন্দা তৎপরতায় হাসপাতালেও গ্রেপ্তার-আতঙ্ক
২৯ জুলাই ২০২৪, ১২:১১ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:১১ পিএম
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় আহতদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু সেখানেও স্বস্তিতে নেই তাঁরা। হাসপাতালগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাঁদের জেরা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সেই সঙ্গে তুলছেন ছবি, সংগ্রহ করছেন তথ্য। এ অবস্থায় গ্রেপ্তার-আতঙ্কে অনেকেই চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়ছেন। ‘বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের’ তিন সমন্বয়ককে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তুলে নিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আনার পর এই আতঙ্ক আরও বেড়েছে।
গত শনি ও রোববার রাজধানীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ওয়ার্ড-১-এ গিয়ে দেখা যায়, ওই ওয়ার্ডের ১ থেকে ৩৬ নম্বর বেডে সহিংসতায় আহতরা ভর্তি আছেন। তবে তাঁদের অনেকেই জানান, ঘটনার পর বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ওয়ার্ডে গিয়ে মোবাইল ফোনে ভিডিও করেছেন। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন চিকিৎসাধীন আহতরা।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শিমুল আহম্মেদ জানান, তিনি মিরপুর ১০ নম্বর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক।অফিসের ডিউটি শেষে ১৯ জুলাই বিকেলে মিরপুর থেকে উত্তর কাফরুলের বাসায় ফিরছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
শিমুল বলেন, ‘বিভিন্ন লোকজন এসে ওয়ার্ডে ভিডিও করে নিয়েছে। পরে শুনেছি, তারা ডিবির লোক। তারা নাকি মামলা দেবে, এ নিয়ে অনেকেই ভয়ে আছে। আমি বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছি। আমি তো কিছুই জানি না। মামলা দেয় কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রামপুরায় গুলিবিদ্ধ নাসির উদ্দিন। পেশায় ইলেকট্রিশিয়ান এই যুবক বলেন, ‘বিভিন্ন ব্যক্তিরা এসে তথ্য নিচ্ছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন; তাঁরা কেন কী করছেন, তা-ও বুঝতেছি না। তাঁরা নাকি র্যাব-পুলিশের সদস্য। আমরা তো ভুক্তভোগী। আমাদের ছবি তুলছে কেন?’
জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি থাকা আহত রোগীদের ভেতরেও আছে আতঙ্ক। গত শনিবার পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৪২৪ জন। তাঁদের মধ্যে মাত্র আটজনকে ভর্তি পাওয়া গেছে। বাকিরা কেউ ভর্তি নেই। তাঁরা সবাই চিকিৎসা নিয়ে চলে যান।
হাসপাতালটিতে চিকিৎসাধীন হান্নান নামের এক ব্যক্তি জানান, কাজ থেকে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর বাঁ চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কোনো আন্দোলনের সঙ্গে ছিলেন না, তারপরও ফেনীতে স্থানীয় পুলিশ তাঁর খবর নিয়েছে বলে স্বজনদের কাছে তিনি জানতে পেরেছেন।
সহিংসতায় আহতদের মধ্যে সবচেয়ে বেশি-সংখ্যক চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত শনিবার এই হাসপাতালে গিয়ে জানা গেছে, এখানে গুলিবিদ্ধ, বিভিন্ন আহতসহ মোট ১ হাজার ৭৩ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে শনিবার ভর্তি ছিলেন ১৫৯ জন। হাসপাতালটিতে কথা হয় হাসান নামের এক আহতের সঙ্গে। তিনি বলেন, ‘কে কোন এলাকায় আহত হয়েছেন, রোগীদের কাছ থেকে এমন তথ্য নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। তবে কী কারণে নেওয়া হয়েছে, তা জানি না। এ নিয়ে অনেক ভয়ে আছি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন ১১৯ জন। তাঁদের মধ্যে গতকাল হাসপাতালটিতে গিয়ে দুজনকে ভর্তি পাওয়া গেছে। বাকিরা সবাই চলে গেছেন। হাসপাতালটির একজন ওয়ার্ড মাস্টার বলেন, অনেকে না বলে চলে গেছেন। পুলিশ এসেছিল জেনে অনেকে হাঁটতে হাঁটতে বের হয়ে যান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার