পাহাড় ধসে বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন নিম্নাঞ্চল প্লাবিত
০২ আগস্ট ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ১২:১৯ এএম
বান্দরবানে টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রæ সীমান্তবর্তী এলাকায় একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুমব্রæ এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী পানিতে ভেসে নিখোঁজ রয়েছে। গতকাল সকাল থেকে জেলায় অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রগুলো জানায়, ২ দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম, তুমব্রæ, পশ্চিমক‚ল, ক্যাম্পপাড়া, ঘোনারপাড়া, কোনারপাড়া, মধ্যমপাড়া এলাকায় একাধিক গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে সড়ক ও শত শত ঘরবাড়ি। পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
এদিকে তুমব্রæ এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। লামা উপজেলায় বাজারপাড়া, নয়াপাড়া, সাবেক বিল ছড়ি, আলীকদম উপজেলায় কাকরা ঝিড়ি, চৈক্ষ্যং এলাকা, রাফারি বাজার এলাকাগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে মানুষ পানিবন্দি হওয়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকটসহ প্রয়োজনীয় খাবার।
অপরদিকে বৃষ্টিতে নাইক্ষ্যংছড়ি, সদর, লামা ও রুমা-থানচি সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে জেলার সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান-থানচি সড়কের ৪৮ কিলোমিটার এলাকায় ভারি বর্ষণের পাহাড় ধসে বিচ্ছিন্ন হওয়া সড়কের মাটি সরানোর কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ায় লামা-আলীকদম সড়ক ও থানচি বাগানপাড়াতে ব্রিজ ডুবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবাহাওয়া অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৫ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা থেকে আগামী ৭২ ঘণ্টায় বা ৪৫-৯০ মিলিমিটার ও ২৪ ঘণ্টায় অতিভারি ৯০ মিলিমিটার বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভারি বর্ষণজনিত কারণে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভ‚মি ধসের সম্ভাবনাও রয়েছে।
বান্দরবানে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, বান্দরবান-থানচি সড়কের নীলগিরির পথে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের থানচি ও বান্দরবান থেকে টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়া মাটি অপসারণের কাজ শুরু করেছে তারা। দ্রæত মাটি অপসারণ করতে সেনাবাহিনীর বুলডোজার ও এস্কেভেটর ব্যবহৃত হচ্ছে। দ্রæত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, ঘুমধুম-তুমব্রæ এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে একাধিক গ্রামের শতশত মানুষ। বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রদান ও নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হচ্ছে। সাতটি উপজেলায় ২২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে প্রশাসনের লোকজনের পাশাপাশি সামাজিক বিভিন্ন সংগঠন সহায়তা করছে। এ ছাড়া পাহাড় ধসের এলাকাগুলোকে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বন্যা কবলিত এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব