ড. ইউনূস ষড়যন্ত্র করছেন : ওবায়দুল কাদের
০২ আগস্ট ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ১২:১৯ এএম
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সা¤প্রতিক ভ‚মিকাকে ‘ ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একটি বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক স¤প্রদায়কে আহŸান জানিয়েছে। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন।’ গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। তার ধরনের বক্তব্য ও কার্যকলাপ সম্পূর্ণ বে আইনী, অসাংবিধানিক এবং গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। তার এ আহŸান বাংলাদেশকে আন্তজার্তিক পরিমন্ডলে ছোট করেছে। দেশকে তিনি খাট করেছেন।’ তিনি একজন নোবেল বিজয়ী, বাংলাদেশকে ছোট করে এত হেয় তৎপরতায় লিপ্ত থাকা তার পক্ষে কি শোভা পায় এমন প্রশ্নও রাখেন আওয়ামী লীগের সাধারণ।
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, যে সময়ে বাংলাদেশের একাধিক আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে অর্থপাচারসহ নানান দূর্ণীতি ও অপরাধের বিচার চলমান রয়েছে, ঠিক সে সময় তিনি বাংলাদেশের ওপর আন্তজার্তিক হস্তক্ষেপের জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করছেন। এবং এ দেশে অসংবিধানিকভাবে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন। এ থেকেই বোঝা যায়, চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এ সকল বেআইনী অপরাধমূলক কর্মকান্ড আমরা নিন্দা করছি।’ এ সময় দেশের প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আহŸান জানান ওবায়দুল কাদের।
সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সাংবিধানিকভাবে বৈধ এমন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাই সাংবিধানিক প্রকৃয়াতেই সরকারের পরিবর্তন হওয়া সম্ভব।
কোটা সংস্কার আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পেছনে ‘জঙ্গিযোগ’ রয়েছে উল্লেখ বলে এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কাছে যতটা খবর আছে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে জঙ্গিগোষ্ঠি অনুপ্রবেশ করেছে। খুব কাছ থেকে অনেককে গুলি করে। সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। জঙ্গীরা ছদ্দবেশে আন্দোলনে ঢুকে গিয়ে কাছে থেকে কাছে থেকে গুলি করে, এমন ঘটনাও ঘটেছে বলে আমাদের কাছে খবর আছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবিরের সন্ত্রাসী গোষ্ঠি সন্ত্রাস, সহিংসতা, নারকীয় হত্যাযজ্ঞের অসংখ্য তথ্য একের পর এক উম্মোচিত হচ্ছে। যা থেকে প্রমাণিত এ ধ্বংসযজ্ঞ সুপরিকল্পীতভাবে বিএনপি-জামায়াত সংগঠিত করেছে। সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এসে হত্যা,সন্ত্রাস ও ধ্বংসলীলায় মেতে উঠেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন দেখতে গিয়ে শিশু মারা গেছে, গুলি খেয়ে, গুলিটা কোথায়? মাথায়। জানালা দিয়ে তাকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গিয়ে মারা গেছে, গুলিটা কোথায়? মাথায়। এই কিছু...। মিছিল দেখতে গিয়ে শিশু গুলিবিদ্ধ। এই বিষয়টি আপনাদের দেখতে হবে। তদন্ত চলা অবস্থায় আমরা প্রভাবিত করতে পারি না। তবে এই রহস্য উন্মোচিত হওয়া দরকার।’
‘দেখা মাত্র গুলির নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেয়া হচ্ছে’ বলেও এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোন আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশনা আইন আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয় নি। এব সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি এর পর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুঁড়েছে-এই বিষয়ে কোনো খবর আমাদের জানা নেই। তার পরও আমরা বলবো, তদন্ত চলছে, স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। প্রতিটি হত্যাকান্ডের ব্যাপারেই তদন্ত হবে। এবং হত্যাকারীদের চিহ্নিত করা হবে।’
নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহŸান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন দেশের বেশিরভাগ জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটা বজায় রাখতে যার যার এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
এ সময় সাংবাদিকদের কাছে অনুরোধ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আমাদের কোন বক্তব্য, মন্তব্য প্রকাশ করতে গিয়ে আপনাদের স্পেইস সংকট থাকলে সেখানে আমাদের কিছু বলার নাই। কিন্তু আমি বল্লাম, সে দিন ঢাকা জেলার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জঙ্গী গোষ্ঠির, আরেকটা লক্ষ্যস্থল ছিল গণভবন। আমি এটা কখনো বলিনি, যে শুধু গণভবন রক্ষার জন্য কারফিউ জারি করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এ ধরনের হেডিং যদি কেউ দিয়ে থাকে, এটা আমরার প্রতি অন্যায়। এটা একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছে। জনগণের জান-মাল রক্ষার জন্য জননিরাপত্তার জন্য, কারফিউ। গণভবন রক্ষার জন্য কারফিউ জারি করা হয় নি।’
চলমান সহিংসতা মোকাবেলা নির্দেশনা শর্তেও কেন দলীয় এমপিরা নির্দেশ পালন করেন নি এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে সহিংস কর্মকাÐ চলেছে, এখানেই যে তার শেষ- তা এই মুহুর্তে বলা যায় না। এসব ব্যাপারে আমাদের (দলের) প্রয়োজনীয় মূল্যায়ণ হবে। প্রাথমিক সমন্বয় আমরা বাড়ানোর চেষ্টা করবো। আমাদের যারা জনপ্রতিনিধি তারা সতর্ক আছে। সারা বাংলাদেশে আমরা তাদের সতর্ক থাকতে বলেছি। এই মুহুর্তে চলমান যে সহিংসতা, দৃশ্যত স্বাভাবিক মনে হলেও এই জঙ্গি গোষ্ঠী যে নীরবতায় এখন- এই নীরবতা তাদের পুনঃআক্রমণের পূর্ব সংকেতও হতে পারে।’ তিনি আরো বলেন, ‘এই মুহুর্তে আমরা দলের দূর্বলতাগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু এ নিয়ে এই মুহুর্তে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। সময় মত আমরা করবো।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব