পিজি হাসপাতালে প্রায় ৩০টি গাড়িতে আগুন, ভাঙচুর, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

০৪ আগস্ট ২০২৪, ০৫:১৪ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৫:১৪ পিএম

 


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাসপাতালের ১০টি গাড়ি, সাধারণ মানুষের প্রায় ১৫টি মোটরসাইকেলে আগুন ও দুইটি অ্যাম্বুলেন্সসহ ৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, আগুন লাগানোর কাজটা ছাত্রলীগের নেতাকর্মীরা করেছে।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রায় ১ থেকে দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে। সাথে আন্দোলনকারী শিক্ষার্থীরাও তাদের আগুন নেভাতে সাহায্য করে।

দুপুর ১টার দিকে ঘটনাস্থল সরেজমিনে দেখা যায়, হাসাপাতালের ১০টি বাসের আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট। সাথে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরাও সাহায্য করছেন। বেলা পৌনে ২টার দিকে আগুন নিভে। এবং ফায়ার সার্ভিসের লোকেরা চলে যায়। কিন্তু মোটরসাইকেলগুলো একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়।

ঢাকা কমিউনিটি কলেজের আন্দোলনের সমন্বয়ক মিয়াজ সিরাজী বলেন, আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদী স্বৈরশাসক হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ আসি। এ সময় এখানে পূর্ব থেকে অস্ত্রসস্ত্রসহ অবস্থান নেওয়া ছাত্রলীগের ছেলেরা আমাদের ধাওয়া দেয়। পরে আমরাও উল্টো ধাওয়া দিলে তারা পিজি হাসপাতালের ভেতরে ঢুকে গেইট বন্ধ করে দেয়। পরে তারা ভেতরে থাকা অবস্থায় বেলা ১১টার দিকে আগুন লাগতে দেখা যায়। অবশ্য এর আগে হাসপাতালের বাইরে ও ভেতরে দু'পক্ষের ইট পাটকেল ছোড়া হয়।

হাসপাতালের দুইজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমরা হাসপাতালের ভেতরে জয় বাংলা স্লোগান শুনতে পাই। ছাত্রলীগের ছেলেরা রামদা, লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের ভেতরে দৌঁড়াতে দেখি। দুই পক্ষের ইটপাটকেল ছুঁড়ার সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ১৫ থেকে ২০ জনের একটি দল চারদিক থেকে বাইক এনে এক জায়গায় জড়ো করে আগুন দেয়। হাসপাতালের প্রায় ১০টি বাসে আগুন দেয়। এছাড়া দুই পক্ষের ইটপাটকেলে ১ ও ২ নং গেইটের কাছাকাছি থাকা প্রায় ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুপুর ১টার দিকে ঘটনাস্থল সরেজমিনে দেখা যায় ফায়ার সার্ভিসের একটি ক্ষুদ্র ইউনিটের সাথে আগুন নেভানোর কাজ করছেন আন্দোলনকারী শিক্ষার্থী। এসময় তীব্র তাপমাত্রায় একজন শিক্ষার্থী হিটস্ট্রোক করেন। তাকে দ্রুত ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজ করছিলেন মারুফ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি বলেন, সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকেরা আসে ১ থেকে দেড় ঘন্টা পর। আগুনটা কোনো শিক্ষার্থী লাগাতে পারে না। শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে ছাত্রলীগ, যুবলীগ সারাদেশে যেই তান্ডব চালাচ্ছে সেটারই অংশ হিসেবে এই আগুন বলে আমি মনে করি। তিনি বলেন, আমিও আন্দোলনের একজন সমর্থক। আমি নিজে ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজ করছি।

আগুন নেভানোর কাজে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন একজন অভিভাবক। তিনি বলেন, আমরা এখন আর আওয়ামী লীগকে চাই না। এমনকি আমরা বিএনপি, জামায়াতকেও চাই না। আমরা চাই যারাই আজ দেশের জন্য মাঠে নেমেছে, দেশের মানুষের অধিকার আদায়ে মাঠে নেমেছে, তাদেরকেই আমরা দেশ ও জাতির নেতা হিসেবে দেখতে চাই। আগুন লাগানোর বিষয়ে তিনি বলেন, ২০থেকে ২৫ জনের ছাত্রলীগের একদল নেতাকর্মী আগুন দিয়েছে। এবং তা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাবে এখন। আমরা তা হতে দিব না।

শান্তি গোপাল নামের এক রোগীর স্বজন বলেন, আমি বারডেম হাসপাতালের সামনে চা খাচ্ছিলাম। তখন দেখলাম শিক্ষার্থীরা চারদিক থেকে এসে শাহবাগ জড়ো হচ্ছিল। এমন সময় হাসপাতালের ভেতর থেকে চতুর্থ শ্রেণির কর্মকর্তা, যারা একসময় হয়তো ছাত্রলীগ করতো, তারা শিক্ষার্থীদের ইট পাটকেল ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর দেখি শাহবাগ মোড় সংলগ্ন গেইটের ভেতর থেকেও একদল যুবক শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। কিছুক্ষণের মধ্যে আন্দোলকারী শিক্ষার্থীরা গেইট খুলে ভেতরে ঢুকে পড়ে। এর মধ্যে হঠাৎ একদল যুবক গাড়িতে আগুন দেয়। তবে তাদের দেখে আন্দোলনকারী মনে হয়নি৷ তাদের কারো মাথায় আন্দোলনকারীদের মতো পতাকা কাপড় ছিল না। অনেকটাই উচ্ছৃঙ্খল ছেলেপেলে বলে মনে হয়েছে।

ঘটনাস্থলে থাকা অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোরের মাল্টিমিডিয়া সাংবাদিক সাফাত বলেন, কিছু টোকাই শ্রেণীর ছেলেপেলে আগুন লাগানোর কাজটা করেছে। তাদেরকে আন্দোলনকারী শিক্ষার্থী মনে হয়নি। তবে ছাত্রলীগ কি না তা নিশ্চিত নই।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা আগুন লাগার সংবাদ শোনার পর দ্রুতই একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হই। এবং এসে দেখি আগুন জ্বলছে। তবে ঠিক কয়টার সময় তারা আসেন সেই প্রশ্নের জবাব দেননি এই কর্মকর্তা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
আরও

আরও পড়ুন

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১

চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১

পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা