বিজয়ে যারা জীবন ও রক্ত দিয়ে ভুমিকা পালন করেছেন তাদের প্রতি পীর সাহেব চরমোনাইর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন
০৬ আগস্ট ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:৩০ এএম
মার্চ টু ঢাকা কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ১জন নিহত ও শতাধিক কর্মী গুলিবিদ্ধ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জাতির এই অবিস্বরণীয় বিজয়ে মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জানিয়ে বলেছেন, জাতির এই গৌরবময় বিজয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
পীর সাহেব চরমোনাই বলেন, জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধকতার সূফল আবারো প্রমাণ করেছে দেশপ্রেমিক ঈমানদার জনতা। ছাত্র, শিক্ষক, পেশাজিবী ও সর্বস্তরের মানুষ যেভাবে আন্দোলনে শামিল হয়েছেন তা বিশ্ব ইতিহাসে এক স্বর্ণালী ঐতিহ্য হয়ে থাকবে।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈরশাসকের কবল থেকে জনগণ মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন সময় দেশ গড়ার। নতুন বাংলাদেশ র্নিমাণের। এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, সামাজিক মর্যাদা, ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি।
মুফতী রেজাউল করীম বলেন, এই রাষ্ট্র আমাদের। দেশের প্রতিটি সম্পদ আমার আপনার টাকায় গড়া। দেশের ১৮ কোটি মানুষ মিলেই আমরা একটি জাতি। রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে ভাবে সবাইকে নিয়ে উম্মাহ গড়ে তুলেছিলেন আমরাও সেভাবে উম্মাহ গড়ে তুলবো ইনশা-আল্লাহ। সেজন্য দেশের কোন সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে সর্তক দৃষ্টি রাখুন। সংখ্যালঘু ভাইবোনদের নিরাপত্তা যেন ক্ষুন্ন না হয় সে বিষয়ে সজাগ থাকুন।
মার্চ টু ঢাকা কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ১জন নিহত ও শতাধিক কর্মী গুলিবিদ্ধ
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসুচি মার্চ টু ঢাকায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, ৫০ এর অধিক গুলিবিদ্ধ এবং এবং মো. কবির হোসেন (২২) নামে একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। যাত্রাবাড়ী থানা ইসলামী যুব আন্দোলনের আশরাফুল ইসলাম (১৮), ইসলামী শ্রমিক আন্দোলন কামরাঙ্গীরচর থানা সেক্রেটারী মো. সেলিম গুলিবিদ্ধ হয়ে ঢামেকে ভর্তি রয়েছেন। হাজারীবাগ থানা কমী খুরশিদ আলম (৪২), খিলগাঁও থানার জাহিদুল ইসলাম (৪৫) মুগদা মেডিকেলে ভর্তি রয়েছেন। শাহবাগ থানায় ৩জন, কুতুবখালীতে ১জন, ঢাকার নূরবাগ এলাকায় আওয়ামী সন্ত্রীদের হামলায় ৩জন মাদরাসা ছাত্র আহত, নারায়ণগঞ্জ জেলার ৭জন কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন এর মধ্যে জাকির (২৫) ও রোমান (২৬) এর অবস্থা আশঙ্কাজনক। বরিশালে ১৭ জন কর্মী আহত হয়েছেন পুলিশের ছোররা গুলিতে। এছাড়াও আরো অর্ধশত কর্মী ছোটখাটো আহত হয়েছেন। উল্লেখ্য যে, এর আগে গত ১৮ ও ১৯ জুলাইর বৈষ্যবিরোধী আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী মুগ্ধ, নাইমুল ইসলাম সহ ৬জন নিহত হন।
ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল দলীয় কার্যালয় থেকে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে শাহবাগ ঘুরে পুনরায় পল্টন মোড় অবস্থান গ্রহণ করে। এ সময় ছাত্র-জনতার উপচেপড়া জনস্রোত শাহবাগের ছুটে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা নেছার উদ্দিন। মহাসচিব বলেন, দেশ দ্বিতীয়বারের মত বিজয় অর্জন করলো আজ। এ বিজয় ছাত্র-জনতার। এ বিজয় দেশপ্রেমিক জনতার। এখন সকলে মিলে দেশকে মেরামত করে বিশ্বে মাথা উচূঁ করে দাড়াতে হবে।
সেনাপ্রধানের সাথে বৈঠকে অংশ গ্রহণ: এদিকে খুনি হাসিনার পতনের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন। ইসলামী আন্দোলনের প্রতিনিধি হিসেবে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এতে অংশ নেন। সেনাপ্রধানের সাথে বৈঠকের পর মহামান্য রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানসহ রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।
শোকরিয়া সমাবেশ কাল: আগামিকাল ০৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, বিকাল ৩ টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে খুনি হাসিনার ভয়াবহ পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শোকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে উপস্থিত থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনছ আহমাদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক