ড. ইউনূসকে প্রধান করে সরকারের রূপরেখা দেওয়ায় ছাত্র-জনতার উচ্ছ্বাস
০৬ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বতীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা।
ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বতীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বতীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের এ ঘোষণার পর থেকেই নেট দুনিয়ায় ছাত্র-জনতার প্রশংসায় ভাসছে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। অনেকেই তাকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কামাল হাসান রানা নামে এক ছাত্র ফেসবুকে লিখেছেন, ড. মুহাম্মদ ইউনূস হবে অন্তর্বতীকালীন সরকার। এটা শুনে ভালো লাগলো।
মো. হাসান মিয়া নামে একজন ফেসবুকে লিখেছেন, আমার প্রিয় কলিজার ভাই নাহিদকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।
মো. নাজমুল হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, ছাত্ররা স্বাধীনতা এনে দিয়েছে, সুতরাং তাদের মতামত প্রাধান্য দিন। বেশি বেশি করে এই নিউজ ছড়িয়ে দিন যাতে কালকের মধ্যে সরকার গঠন করা যায়, না হলে সামনে বিপদ আরও আসতে পারে।
জাকিয়া সুলতানা নামে একজন ফেসবুকে লিখেছেন, ছাত্ররা যা করছে জেনে এবং বুঝেই করছে। হয়তো এখন দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বহির্বিশ্বের চাপ সামলাতে তাকে দরকার। আর তিনিতো অস্থায়ী।
মো. আশিক ইসলাম নামে এক ছাত্র ফেসবুকে লিখেছেন, আমার প্রিয় কলিজার ভাই নাহিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরে সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্রজনতা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আসামে নতুন করে বুলডোজার অভিযানে বাস্তুচ্যুত শত শত পরিবার
আকুর বিল পরিশোধ, ৩১ বিলিয়নে নামলো রিজার্ভ
সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত
সাতক্ষীরায় এমএফএস-এর অপব্যবহার রোধে এজেন্টদের সচেতনতা বাড়াতে জেলা পুলিশ ও বিকাশ-এর সমন্বয় কর্মশালা
গণমাধ্যম শ্বাসরুদ্ধ করে ‘রাজত্ব’ কায়েম ,বদলি হলেন ডিসি মুফিদুল
নাসিরনগরে তিন আওয়ামী নেতা গ্রেফতার
ইসরায়েলি যুদ্ধের প্রথম ১২ ঘণ্টার অভিজ্ঞতা জানালেন জ্যেষ্ঠ ইরানি জেনারেল
মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাপনের কাপড় জড়িয়ে মশাল মিছিল
“মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ
যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনে তাদের ভরাডুবি হবে: শামীম
২৬টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আম জনতার তারেক, নেওয়া হলো হাসপাতালে
ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার : ব্যারিস্টার মীর হেলাল
সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী : পররাষ্ট্র মন্ত্রণালয়
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
