শৃঙ্খলা ফিরছে সড়কে
০৯ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার হটানোর এক দফা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে কাজে নেই পুলিশ বাহিনী। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামে শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় আনসার ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। শিক্ষার্থীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না।
পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ মানুষকে রাস্তা পারাপারে সহায়তা করতেও দেখা যায়। শিক্ষার্থীদের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। শিক্ষার্থীদের এই কাজকে সাধারণ মানুষকেও স্বাগত জানাতে দেখা যায়। সড়ক পরিষ্কার করা ক্লান্ত শিক্ষার্থীদের স্থানীয় এক ব্যবসায়ী দুই লিটার করে চার লিটার পানির বোতল দিতে দেখা যায়। এসময় তিনি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থীদের মহৎ কাজে নিজেকে শরিক রাখতে চান বলে জানান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেব্রা ক্রসিং ব্যবহার না করেই রাস্তা পারাপার হতে যাচ্ছিলেন এক যুবক। সেখানে তাকে আটকান এক তরুণ। পরে সুরক্ষার সঙ্গে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করতে বাধ্য করা হয়। ওই তরুণ জানান, বৃহস্পতিবার সকাল থেকে মগবাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। এমনভাবে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, এখানে ট্রাফিক রুলস ভঙ্গ করার কোনো সুযোগ নেই।
সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তরুণ নাঈমুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিমাপ বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের মতো বাঁশি নিয়ে নেমছেন তিনি। আরেক তরণী বলেন, আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকে ট্রাফিক রুলস সম্পর্কে জানেন না। তাদের এই বিষয়ে অবগত করা হচ্ছে।
মগবাজার আদ-দ্বীন গলির সামনে মূল সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় সিদ্ধেশ্বরী কলেজের দুই শিক্ষার্থীকে। তাদের মধ্যে এক শিক্ষার্থী বলেন, তাদের গ্রুপের মোট ৭০ জন শিক্ষার্থী রোস্টার করে এই দায়িত্ব পালন করছেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটি দল এবং বাকিরা পরে দায়িত্ব পালন করবে।
মগবাজার মোড়ে দায়িত্ব পালনকারী রেড ক্রিসেন্ট সোসাইটির এক স্বেচ্ছাসেবক বলেন, আমরা নানা প্রাকৃতিক দুর্যোগে সেবামূলক কাজ করে থাকি। সাম্প্রতিক হিট ওয়েভেও মগবাজারে ছাউনি তৈরি করে কাজ করেছি। এমনকি সর্বশেষ আন্দোলনে আহতদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধারে কাজ করেছি। এখন ট্রাফিক পুলিশ না থাকায় তাদের দায়িত্বে সহায়তা করছি।
শিক্ষার্থীদের দায়িত্ব পালন নিয়ে রিকশা চালক বলেন, তারা পুলিশের থেকে কড়া। পুলিশদের কিছু বললে শুনতো কিন্তু তারা কিছু শোনে না। যা নিয়ম তাই করতে হবে।
মৎস ভবন এলাকায় চার মোটরসাইকেল চালককে আটকে রাখেন শিক্ষার্থীরা। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের ৫ থেকে ১০ মিনিট অপেক্ষায় রাখা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিস, ইসলামী আন্দোলন ও আনসার সদস্যরা। মৎস ভবন এলাকায় দায়িত্বরত হাবিবুল্লাহ্ মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। তিনি বলেন, শুধু বাইক চালক নন, যাত্রীরা হেলমেট না পরলেও ছাড় নেই। যারা হেলমেট ব্যবহার করছেন না আমরা তাদের ৫ থেকে ১০ মিনিট দাঁড় করিয়ে রাখছি। এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। তাই রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তা নিশ্চিত করতে আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা