ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা
১০ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
আওয়ামীগ সরকারের পতনের পর থানা ও ট্রাফিক পুলিশরা কর্মবিরতি পালন করায় রাজধানীর ডেমরায় এখনো ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী ও ইসলামী ছাত্র আন্দোলন। এদিকে ডেমরা থানা পুলিশ শুক্রবার সকাল থেকে দায়িত্বে যোগদান করেছেন বলে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল দলের নেতাকর্মীরা।
এদিকে মন্দির পাহারা, লুটপাট ও ভাঙচুর ঠেকাতে লাঠিসোটা হাতে রাতেও মাঠে পালাক্রমে দায়িত্বে রয়েছেন বিএনপি, জামাত, ইসালামী আন্দোলন ও তার সহযোগী সংগঠনসহ এলাকাবাসী। এলাকার বর্তমান এ অস্থির পরিস্থিতে স্বাভাবিকতা ফিরে না আসা পর্যন্ত আগামি বেশ কয়েকদিন থানা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্টরা রাতের বেলায় নানা অপরাধ প্রতিরোধে মাঠে থাকবেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ডেমরা থানা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ও ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইবরাহীম খলিলের সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার রাতেও মাঠে ছিলেন নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাসেবীরা সড়কে আবারও দায়িত্ব পালন শুরু করেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। ডেমরা থানা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কসহ এখানকার গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। এদিকে ডেমরা থানা বিএনপি নেতা সেলিম রোজা, ওয়ার্ড বিএনপি নেতা মো. সকাল ও সাবেক মেম্বার মো. লিটনের ডাকে বিএনপি নেতারাও রাত জেগে সকলের সাথে পাহারা দিয়েছেন এলাকায়।
ডেমরা থানা ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, তাদের সহযোগী বিভিন্ন সংগঠনসহ বিএনপি ও সমাজের সচেতন স্বেচ্ছাসেবীরা রাতেও এলাকা পাহারায় নেমেছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পাওয়ার পর থেকেই অসাধুরা লুটপাট, হামলা ও ভাঙচুর চালাতে থাকে বিভিন্ন জায়গায়। আর এসব অপরাধ প্রতিরোধে গত ৫ আগস্ট রাত থেকেই ডিএসসিসির ৬৪ থেকে ৭০ নং ওয়ার্ড এলাকায় ইসলামী আন্দোলন, বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
এ বিষয়ে ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান ও ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম খলিল বলেন, অরাজগতা শুরু হওয়ার পর থেকেই মসজিদে মাইকিং করে এলাকাবাসীদের সজাগ করা হয়েছে। থানা পুলিশ যোগদান করায় তাদের অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের জনগন। ইতিমধ্যে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ও সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষায় গত ৫ আগস্ট থেকেই জনপ্রতিনিধিরা সহ নেতাকর্মীরা সরারাত জেগে এলাকায় পাহারা বসিয়েছেন। মন্দিরে মন্দিরে পাহারা চলছে এখনো। এরই মধ্যে সহিংতা প্রতিরোধে প্রয়োজনীয় কমিটি করে দেওয়া হয়েছে।
এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে আমরা থানায় অবস্থান নিয়েছি। এখন এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলেই যদি কাজ করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে তাহলে এলাকায় শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা দ্রত সময়ের মধ্যে ফিরে আসবে ইনশাল্লাহ। বর্তমানে সমন্বয়ভিত্তিক কাজ করাই উত্তম পন্থা। এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মৃদুল কুমার পাল বলেন, বর্তমানে আমরা ডিসি মহোদয়ের তত্বাবধানে রয়েছি। পরিস্থিতি অনুযায়ী আমাদের নির্দেশনা দিলেই কাজ শুরু করবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক