শেখ হাসিনা পদত্যাগ করেননি, কোনও অন্যায় করেননি: সজিব ওয়াজেদ
১১ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। এমনটাই জানিয়েছেন তার তার ছেলে এবং উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। ওয়াজেদ ওয়াশিংটন থেকে রয়টার্সকে শনিবার বলেছেন, ‘আমার মা কখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি সময় পাননি।’
সজীব ওয়াজেদ বলেন, 'তিনি একটি বিবৃতি দেয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এরপরই প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে থাকে বিক্ষোভকারীরা। আর সময় ছিল না। আমার মা এমনকি গোছানোর সময়ও পাননি. সংবিধান যতদূর বলে, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
ওয়াজেদ বলেছিলেন, তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, যেমনটা দাবি করেছে বিদ্রোহের নেতৃত্ব দেয়া ছাত্ররা। তিনি বলেন, ‘গ্রেফতারের হুমকিকে আমার মাকে কখনোই ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেননি। শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে, তার মানে এই নয় যে আমার মা নির্দেশ দিয়েছেন। তার মানে এই নয় যে, এর জন্য আমার মা দায়ী।’
বাংলাদেশের ছাত্র আন্দেলনে প্রায় ৩শ’ জন নিহত হওয়ার পর গণবিক্ষোভের মুখে হাসিনা তার ১৫ বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়ে সোমবার দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন। কিন্তু, বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেয়ার জন্য সরকারে কারা দায়ী, সজীব ওয়াজেদ তা বলেননি।
ওয়াজেদ বলেন, ‘সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিলেও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে, তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।’
ওয়াজেদ আরও বলেছেন, হাসিনার আওয়ামী লীগ দল আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, 'আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। না হলে আমরা বিরোধী দল হব। যেকোনও উপায়ই, ঠিক আছে।’
আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কি না জানতে চাইলে সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা এমনিতেই এই মেয়াদের পর অবসরে যাচ্ছিলেন। দল যদি আমাকে চায়, হতে পারে। আমি অবশ্যই বিবেচনা করব।’
ওয়াজেদ বলেছেন, তিনি যখন খুশি দেশে ফিরবেন। তিনি বলেন, 'আমি কখনও বেআইনি কিছু করিনি। তাহলে, কেউ কিভাবে আমাকে আটকাবে? রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না। আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না. আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না।
সজিব ওয়াজেদ বলেছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে ও সামনের দিকে যাতে তা শান্তিপূর্ণভাবে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে এবং সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে তা নিশ্চিত করতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
ওয়াজেদ বলেন, ‘প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান এবং হাসিনার শত্রু খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি উৎসাহিত হয়েছেন যে, হাসিনা পালিয়ে যাওয়ার পর কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা চলবে না।
ওয়াজেদ এও বলেছেন, ‘খালেদা জিয়ার কথা শুনে খুব খুশি হলাম যে, যা হয়ে গেছে তা ভুলে যাওয়া যাক। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্য সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
ওয়াজেদ বলেন, 'আমি বিশ্বাস করি রাজনীতি ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি। আমরা অসম্মতিতে সম্মত হতে পারি। এবং আমরা সবসময় একটি সমঝোতা খুঁজে পেতে পারি।'
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপি নির্বাচনের জন্য ‘অস্থির’ কেন?
বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগন মুনফা সহ বিনিয়োগকৃত আসল অর্থ তুলতে পারছেন না
মানিকগঞ্জে ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জননীকে জবাই করে হত্যা
ভারত কেন এখন তালিবানকে কাছে টানছে ?
মুরাদনগরে ভূমিদস্যুদের আতঙ্ক এসিল্যান্ড
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ : ফিলেমন ইয়াং
গুরুদাসপুরে একই গ্রামে প্রবাসীর স্ত্রী ও কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু
মতলবে বিজ্ঞান মেলার উদ্বোধন
দেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার-শাখাওয়াত হোসেন
যুদ্ধবিরতি চুক্তি : প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
কালবিলম্ব না করে অবাদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
গাজার 'মানবিক অঞ্চল' নিয়ে উদ্বেগ ,ইসরায়েলি আক্রমণ অব্যাহত
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান