কাজে ফিরেছেন আশুলিয়া ও গাজীপুরের পোশাকশ্রমিকেরা
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভারের আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছেন। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল টিম। টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় আশুলিয়ায় ৮০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন যানবাহনে ও হেঁটে শ্রমিকেরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। কারখানার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। অপরদিকে, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ইপিক গ্রæপের পিজিসিএল গার্মেন্টসের সামনে নানা দাবিতে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।
অন্যদিকে বিশৃঙ্খলা পরিস্থিতির তৈরির অভিযোগে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্থানীয় জনতা দুই জনকে আটক করে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।
তিনি বলেন, গত (বুধবার) তুলনায় আজ (বৃহস্পতিবার) পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। তবে হাতে গোনা কয়েকটা কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে সেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর : গাজীপুরের বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে যে আন্দোলন করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং মালিকপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে শ্রমিকরা তাদের কাজে ফিরে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর, কালিয়াকৈর ও টঙ্গীতে বেশ কয়েকদিন ধরে শ্রমিকরা তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন শুরু করে এবং ভাঙচুর চালায়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে শ্রমিক ও মালিকপক্ষের সাথে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যায়।
উল্লেখ্য, গাজীপুর জেলার শ্রীপুরে আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা বুধবার সকাল ৬টায় আন্দোলন শুরু করেন। সকাল ৭টায় তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করলে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজে ২০ দফা দাবি জানিয়ে গত মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছিল শ্রমিকরা। বুধবার সকালেও তারা ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগকৃত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, ৫ তারিখের মধ্যে বেতন প্রদান, নারী শ্রমিকদের নৈশকালীন ডিউটি বাতিলসহ ২০ দফা দাবি জানিয়েছেন। অপরদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের সামনে চাকরিপ্রত্যাশী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে, শ্রমিক নিয়োগে নারী পুরুষের বৈষম্য রোধে গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, চাকরিতে পুরুষদের চাইতে নারী শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার বেশি দেওয়া হয়। আমরা এ ধরনের বৈষম্য চাই না।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, শ্রমিক এবং মালিকদের সাথে কথা বলে তাদের দাবি ধাওয়া পূরণের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তাদের কাজে ফিরে গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা
দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ
গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ
দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে
আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ
নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের
গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি
গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা
ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে
মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন
গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ
রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর, আহত ১০
মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং
বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ
সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল
গণতন্ত্র দিবসে র্যালী ও সমাবেশ সফলের আহ্বান জানালো সিলেট মহানগর বিএনপি