ঢাকা   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১

৫ দফা দাবি ঘোষণা : শহীদী মার্চে লাখো ছাত্র-জনতার ঢল

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন এবং সেই সরকারের প্রধান শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী ‘শহীদী মার্চ’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী ভিন্ন ভিন্ন সময়ে এই কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিকেল পৌনে ৪টায় শুরু হয় শহীদী মার্চ। সেখান থেকে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে বেলা দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, শহীদী মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আশপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-জনতা এতে অংশগ্রহণ করে। তাঁদের বেশির ভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। মার্চ চলাকালে আশপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শহীদী মার্চ শুরু করার পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশে ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনী কেন বাইরে’, ‘লাল সবুজের পতাকায়, শহীদদের দেখা যায়’, ‘শহীদদের স্মরণে, ভয় করি না মরনে’ ইত্যাদি ¯েøাগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এসয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সাইমুন নামের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, আজ স্বৈরাচার বিদায়ের এক মাস পূর্ণ হলো। আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণ করতে আজ এখানে এসেছি। আমরা দোয়া করি তারা যেন জান্নাতের উচ্চ মাকামে স্থান পায়। আর খুনী হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।

বৈষম্যবিরোধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এতে অংশ নেন শিক্ষকদের একটি দল। মোজাম্মেল নামের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ডাকেই আমজনতা যখন মাঠে নেমেছে তখনই আমাদের দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি মিলেছে। তাই আজো আমরা এই শিক্ষার্থীদের উপর ভরসা রাখি। আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা এখন এই তরুণ সমাজ। তাদের যে আত্মত্যাগ আমরা দেখেছি, যেভাবে তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজ এই শহীদী মার্চে এসেছি।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু করে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

শহীদ মিনারে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, আবু বাকের মজুমদার, আখতার হোসেনসহ অনেকে। ওই এলাকায় প্রায় দুই সহস্রাধিক ছাত্র-জনতার ঢল নামে শহীদী মার্চকে কেন্দ্র করে। এছাড়া রাজধানীতে শিক্ষার্থীদের এ পদযাত্রায় হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ফলে রাজধানী জুড়ে তীব্র যানযটও সৃষ্টি হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভেবেছিল ছাত্র-জনতার ঐক্য নষ্ট হয়ে গেছে, এবং তারা আগের মতো টেন্ডারবাজী করতে পারবে, তাদের মুখ আজ বন্ধ হয়ে গেছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের একপর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ভারতে পালিয়েচে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

৫ দফা দাবি ঘোষণা : ছাত্র-জনতার শহীদী মার্চ শেষে পাঁচটি দাবি জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এ তথ্য জানিয়েছেন। দাবিগুলো হলো- ১. গণহত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রæত সময়ের মধ্যে দিতে হবে। ৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। ৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রæত ঘোষণা করতে হবে।

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহত শহীদদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে চাঁদপুরের শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন উপলক্ষে শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আবুলের দোকান, ছায়াবানী হয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে। এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুরে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ নিহতদের স্মরণে স্মৃতিচারণ করেন। চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ মার্চে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র-জনতা জড়ো হয় বাসস্ট্যান্ড এলাকায়। তাঁদের বেশিরভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। এসময় আন্দোলনে ছাত্রদের হত্যাকারীদের দ্রæত বিচারের আওতায় আনার দাবি জানান, বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়া আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহŸানও জানানো হয় কর্মসূচি থেকে।

রাবি সংবাদদাতা জানান, কর্মসূচিতে অংশ নিতে ছাত্র-জনতার ঢল নামে রাজশাহীতে। গতকাল এতে অংশ নিতে দুপুর ৩টা থেকেই রাজশাহীর তালাইমারি মোড়ে জড়ো হতে থাকেন রাজশাহী বিশ^বিদ্যালয় এবং রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মেশকাত চৌধুরী জানান, স্বৈরশাসক ফ্যাসিবাদী হাসিনাকে আমরা যেভাবে টেনে হিঁচড়ে বিতড়িত করেছি, আগামীতে যদি কেউ এরকম করে, তাহলে ছাত্র জনতা আরও তাকে বিতাড়িত করবে। বৈষম্যবিরোধীর অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন জানান, ২৪ এর এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা। জনসাধারণের বাংলাদেশ তৈরি করা। বাংলাদেশ গণসাধারণের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে।

পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনা জেলা শাখার ব্যানারে গতকাল দুপুরে শহরের এডওর্য়াড কলেজ গেট থেকে র‌্যালি বের হয়। এসময় র‌্যালীতে বিচার বিচার বিচার চাই ‹খুনি হাসিনার বিচার চাই› শ্লোগানে কম্পিত হয় শহর। হাজারো শিক্ষার্থী শহরে সাবেক স্বৈরাচারী হাসিনা সরকারের নেতাকর্মীদের গুলিতে নিহত শহীদের স্মৃতিচারণ করে শহীদ চত্বরে কিছুক্ষণ অবস্থান নিয়ে প্রধান সড়ক হামিদ রোড প্রদক্ষিণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবদাদতা জানান, শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল দুপুরে শহরের টেংকেরপাড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চের এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আল মামুন, দুর্জয় মাহমুদ, রেহেনা বুশরা, মুনিয়া, রিয়াদুল ইসলাম, আবু বাশার সানি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক গাজী মো. নিয়াজুল করিম প্রমুখ।

দেওয়ানগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা : দেওয়ানগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানার সঞ্চালনায় কর্মসূচির নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র নেতা নিশাত, মুহিত, জয়নাল সৌরভসহ অনেকেই। কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ, দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। কর্মসূচির শুরুতেই শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, আহত ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যাক্তিদের জন্য দোয়া ও দুর্নীতি, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা মুক্ত দেওয়ানগঞ্জ গড়ার আহŸান জানান।

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘শহীদী মার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় শহীদরা আমাদের শক্তি শ্লোগান দিয়ে সাতকানিয়ার কেরানীহাট হক টাওয়ার চত্বরে জড়ো হন ছাত্র-জনতা। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী শহীদুল ইসলাম, জাকের হোসেন রাব্বি, তহিদুল ইসলাম, মো. রিয়াদ, মো. তামিম উদ্দিন, আজিম উদ্দিন, মো. রাফি ও মো. জাবেদ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পক্ষে বিপক্ষে অভিযোগ : গুরুতর আহত ৫

পক্ষে বিপক্ষে অভিযোগ : গুরুতর আহত ৫

আখাউড়ায় শিক্ষকের লাশ নিয়ে বিক্ষোভ

আখাউড়ায় শিক্ষকের লাশ নিয়ে বিক্ষোভ

আন্দোলনে গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আ.লীগ সভাপতি খোকন কল্যানপুরে গ্রেফতার

আন্দোলনে গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আ.লীগ সভাপতি খোকন কল্যানপুরে গ্রেফতার

কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালীতে কোস্টগার্ডর অভিযান

কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালীতে কোস্টগার্ডর অভিযান

যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর,  আহত ১০

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর, আহত ১০