ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো বিচারপতি মানিককে

Daily Inqilab কোর্ট রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম

বৈদেশিক মুদ্রার মামলায় সালমান ও আনিসুল রিমান্ডে : রিমান্ড শেষে আসাদুজ্জামন মিয়া ও ফরহাদ হোসেন কারাগারে
কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবে আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর দিয়েছেন আদালত।

এছাড়া সালমান এফ রহমানকে ঢাকার দোহার থানার হতাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
অন্যদিকে পুলিশি হেফাজতে মো. নুরুজ্জামান জনিকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদিকে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এছাড়া রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দিয়েছেন।

মামলাগুলোর মধ্যে রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে চতুর্থ দফায় রিমান্ডে পাঠানো হলো তাদের। সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন এই মামলায় তাদের গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাশিদুল হাসান।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।

গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। ওইদিনই নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা আইনে এই মামলাটি দায়ের করেন। পরে তিন দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবার এই মামলায় চতুর্থ দফায় রিমান্ডে নেওয়া হলো তাদের।

গ্রেফতারের দিন পুলিশ জানায়, গত ১৩ আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারেন নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিরা সদরঘাট ২নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে তাদের সঙ্গীয় অফিসারদের সহায়তায় হাতে-নাতে আটক করেন। পরে তারা তাদের নাম-ঠিকানা জানায়। আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে রক্ষিত ১৭ হাজার ৫৯২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুর ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সউদী রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড ও ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশের আরও দাবি, আসামিদের জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনও কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা পরস্পরবিরোধী বক্তব্য দেন।

বিচারপতি মানিনকে রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
একই আদালত আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে তার পক্ষে আইনজীবী জামিনের জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

মামলা থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব নামে এক কিশোর। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। উক্ত মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ২২ নং এজাহারনামীয় আসামি মানিক।

অন্যদিকে পুলিশি হেফাজতে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ডের পর কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে আনা হয়।
একই সঙ্গে উত্তরা পূর্ব থানার আব্দুল আজিজ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন থানার সাব ইন্সপেক্টর সজল চন্দ্র পাল। একই আদালত শুনানি শেষে গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগের ওই মামলায় গত ১২ সেপ্টেম্বর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

গ্রেফতার দেখানো মামলার আবেদনে বলা হয়, মামলার বাদিনীর ছেলে আঃ আজিজ পেশায় গার্মেন্টস কর্মী। গত ৫ আগস্ট বাদীনির ছেলে আঃ আজিজ উত্তরাস্থ অফিস থেকে গার্মেন্টস এর স্টক লড আনার জন্য ভোর সকালে গাজীপুর হইতে ঢাকার উত্তরার দিকে রওয়ানা দিয়ে সকাল অনুমান ৭টা ১০ ঘটিকার উত্তরা হাউজে বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর সামনে পৌছামাত্র গুলিবিদ্ধ হন। তার মুখ ও চোখে গুলিবিদ্ধ হয় এবং চিকিৎসারত অবস্থায় গত ৭ আগস্ট ঢাকা মেডিকেলে মুতাবরণ করেন। উক্ত মামলার আরজির ৬ নং আসামী আসাদুজ্জামান মিয়া। এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর।
চারদিনের রিমান্ড শেষে ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১ টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। ওই সময় রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

এছাড়া সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো মামলায় তিনি এজাহার আসামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট ১২ টার সময় ঢাকা জেলার দোহার থানাধীন করম আলী মোড়ে বাদীসহ স্থানীয় সাধারন জনগন এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ন অবস্থান করে বিক্ষোভ কর্মসূচী পালনের সময় হামলায় বাদী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটাইয়া পড়িলে আসামী আরিফুল বারী মজুমদার তার হাতে থাকা হকিস্টিক দিয়া হত্যার উদ্দেশ্যে বাদীর বাম পায়ের নিচে আঘাত করিয়া হাড়ভাঙ্গা গুরুতর জখম করে। আসামী ইঞ্জিঃ মেহবুব কবির খান তার হাতে থাকা হকিস্টিক দিয়া দিয়া হত্যার উদ্দেশ্যে বাদীর বাম পাশে কোমরে উপরে আঘাত করিয়া হাড়ভাঙ্গা গুরুতর জখম করে। মামলায় বলা হয়, সালমান এফ রহমানের নির্দেশে আসামিরা হামলা করে।

এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হক নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সর্বশেষ গত ২৯ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে যুবক সুমন সিকদার হত্যা মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এভাবে কিন দফা ২৫ দিনের রিমান্ড শেষে পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল