সেই টিপুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ
০২ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম
চাঁদাবাজদের আশ্রয় ও আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেওয়ার অভিযোগ ওঠা বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপুর বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় কর্মী আজিজুল হক নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন। অভিযোগে আজিজ উল্লেখ করেন, উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখানের মানুষরা টিপুর অত্যাচারে অতিষ্ট। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রা বেড়েই চলছে। আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব নিয়েছেন টিপু। টিপুর শেল্টারে উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখানে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন জাকির (৪২) এবং আব্দুল হান্নান।
আজিজ বলেন, টিপুর ছেলে দোহা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে দক্ষিণখান থানা তাঁতী লীগের সহ সভাপতি হুমায়ুন কবিরের অফিস পাহারার দায়িত্ব পালন করছে। কোনো ব্যবসা বাণিজ্য না করেও আলাউদ্দিন সরকার টিপু গত দুই মাসে নিজের বাড়ির একাধিক ছাদ ঢালাই করেছেন। চলাচল শুরু করেছে দামি গাড়ি দিয়ে।
অভিযোগে আরও বলা হয়, জমি ক্রয় বিক্রয়, দখল ও জাল দলিল তৈরি করে জমি বিক্রিতে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জাকিরের জেএসডি এন্টারপ্রাইজ এখন টিপুর শেল্টারে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠান এক সময় উত্তরায় ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের শেল্টারে পরিচালিত হতো। টিপুর মাধ্যমে উত্তরায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করছে।
আরও জানান, বিমানবন্দর রেল স্টেশনের সামনের ফুটপাত ও আশকোনার ফুটাপাত এখন টিপুর নিয়ন্ত্রণে। তার লোকেরা সেখানে দোকান বসিয়ে চাঁদা আদায় করে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তার শেল্টারে উত্তরায় মাদক ব্যবসা পরিচালনা করে দেলোয়ার হোসেন দেলু ওরফে জামাই দেলু। এই দেলুকে টিপু বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বানিয়েছিল। আলাউদ্দিন সরকার টিপুর অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে জেনে তাকে গত ৩০ সেপ্টেম্বর শোকজ করেছে বিএনপি। তবুও তার অপরাধমূলক কর্মকাণ্ড থেমে নেই।
উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখানের মানুষের শান্তির কথা বিবেচনা করে টিপুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করা হয় দায়েরকৃত অভিযোগে।
সূত্র : কালবেলা
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বালির পরিবেশ রক্ষায় যে উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া
নতুন একাদশ নিয়েও চেলসির বড় জয়
নেপালের প্রধানমন্ত্রীর সাথে পরিবেশ উপদেষ্টার সাক্ষাৎ
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ঢাকায় গ্রেপ্তার
রাজধানীতে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার
ব্যর্থতার আবর্তে ম্যান ইউ
যেখানে নাহিদাই প্রথম
যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন জয়
সরকারের সর্বত্র এখনো শেখ হাসিনার দোসররা সক্রিয় : রিজভী
পোশাক খাতে অস্থিরতা
সরকারি হাসপাতালের টয়লেট ব্যবস্থাপনা এত করুণ কেন
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য রহমত স্বরূপ
পাচার করা অর্থ ফেরত আনতে দুদকের উল্টো সুর কেন
বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য : যুবদল সভাপতি মুন্না
বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার
চলতি পথে
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ
ডেঙ্গু গল্প
তারেক রহমানের পক্ষে বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসানের গণসংযোগ
অচেনা সুরে