'আ'লীগ সংশোধনমূলক রাজনীতির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে গুজব ছড়ানোতে ব্যস্ত'
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
হঠাৎ করে ফেসবুকে গুজব ছড়িয়েছে, সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল মধ্যরাতে তার পদ ছেড়েছেন।
একটি পুরোনো ভিডিও ব্যবহার করে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সেনা সদস্যরা জড়ো হয়েছেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে এই গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।
ভুয়া খবর, মিথ্যা ও ভুল তথ্য খণ্ডনকারী স্বাধীন বাংলাদেশি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ‘রিউমার স্ক্যানার’ এই পর্যবেক্ষণ দিয়েছে।
শুধু তাই নয়, সেনাবাহিনী নাকি তার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করে রেখেছিলো। সেনাবাহিনী এবং বিক্ষুব্ধ সেনা সদস্যরা বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছেন।
বিভিন্ন সুপরিচিত মিডিয়া হাউজের আদলে ফটোকার্ড বানিয়ে এই ‘খবর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতভর পতিত স্বৈরাচারের দোসররা সেসব কার্ড ফেসবুকে পোস্ট ও শেয়ার করেছেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন। বুধবার সকালে তিনি তার অফিশিয়াল ফেসবুক প্রোফাইল থেকে লিখেছেন, “শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স: চালাইদেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুজবের সূত্র হিসাবে ‘চালাইদেন’ শব্দটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলো। তখন আন্দোলনের সমন্বয়কদের অনেকেই নিজেরা মজা করে এই শব্দটা নিজেদের ফেসবুক পোস্টে ব্যবহার করেছিলেন।
আপাতদৃষ্টিতে এসব তথ্য নিয়ে অনেকে হাস্যরসাত্মক মন্তব্য করলেও গণমাধ্যমের জন্য এটি বিব্রতকর। কারণ, ধারাবাহিকভাবে তাদের নাম, লোগো ব্যবহার করে অনেক গুজব ছড়ানো হচ্ছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে এখন যে গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান, তার সূত্রপাত মুফাসসিল ইসলাম নামক একজনের একটি ফেসবুক পোস্ট।
তিনি তার পোস্টে দাবি করেছেন যে প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে পরিবর্তন করার একটি পরিকল্পনা করেছিলেন এবং পরবর্তীতে সেনাপ্রধান তা জেনে যান।
“এটা নিয়ে সেনাপ্রধান ও ইউনূসের মাঝে ভালোমন্দ অনেক কথাবার্তা হয়েছে…রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রূদ্ধশ্বাস বৈঠক চলছে। বিক্ষুব্ধ আর্মি অফিসাররা ইউনূসকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।”
কিন্তু বাংলাদেশের একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এমন দাবির কোনও সত্যতা খুঁজে পায়নি বলে নিশ্চিত করে বলছে বিষয়টি ‘গুজব’।
গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম বিপ্লব লিখেছেন, স্পষ্ট কথা, আওয়ামীলীগ সংস্কার ও সংশোধনমূলক রাজনীতির মাধ্যম ঘুরে দাঁড়ানোর পরিবর্তে গুজব ছড়ানোতে ব্যস্ত। এটা তাদের রাজনীতিতে ফিরে আসার পথকে আরো বেশি জটিল করে তুলবে। সোস্যাল মিডিয়ার এই যুগে তথ্য নিয়ে বাজে রাজনীতি করা পঁচে যাওয়ার সামিল।
আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। তাদের বেশ গৌরব উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস আছে। বারবার পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এবারের বিষয়টা একটু ব্যতিক্রম। ৭৫ আওয়ামীলীগ ছিল ভিকটিম, কিন্তু ২৪ আওয়ামীলীগ বাজে খলনায়ক। পার্থক্য আছে কর্ম, প্রেক্ষাপট ও সময়ের। ফলে রাজনৈতিক কৌশল ও প্রজ্ঞা নিয়ে আওয়ামীলীগকে এগিয়ে যেতে হবে।
পঁচে যাওয়া আওয়ামীলীগকে সাড়িয়ে তোলার এক মাত্র মাধ্যম হচ্ছে জন সম্মতি অর্জন করা। জনগণের সমর্থন বাড়ানো। এবং এমন কোন রাজনৈতিক ম্যাজিক দেখানো যেখানে রাতারাতি মানুষের আস্থা অর্জন করতে পারে। সেটা যদিও অনেক কঠিন। কিন্তু অতীত ইতিহাস, কৌশল ও প্রজ্ঞা দিয়ে সেটা করতে পারলে আওয়ামীলীগ আবার ঘুরে দাঁড়াবে। সময় লাগবে, কিন্তু অসম্ভব নয়।
তাসরিফ খান লিখেছেন, আফসোস আর গুজবে, মিশে একাকার নেতা নাই, বুবুও নাই, আর কে আছে আমার? সুশীল সেজেই লড়ছি, আছে আরো রূপেরও বাহার কেন উচিত কথা কইলাম, এখন কি হবে আমার?
মইনুল ইসলাম লিখেছেন, খবরটি ভুয়া হলেও এমনটা ঘটতে বেশীক্ষণ সময় লাগবে না। ফ্যাসিবাদ প্রতিটি সেক্টরে তাদের লোক বসিয়ে গেছে যেগুলো দীর্ঘ দুই মাসে এই সরকার বিতাড়িত করতে ব্যার্থ হয়েছেন। তাদের মাথায় ঘুরছে সংস্কার আর শুধু সংস্কার। ভাই, ফ্যাসিবাদকে বসিয়ে রেখে আপনার প্রতিটি সংস্কার ব্যার্থ হতে বাধ্য। প্রেসিডেন্ট ঘাপটি মেরে বসে আছেন, সেনা প্রধান তাদের লোক, প্রতিটি সেক্টরের মাথায় তাদের লোক। আপনারা অরাজনৈতিক লোক। বিএনপির মত অভিজ্ঞ এবং বড় দলকে দুরে সরিয়ে রেখে আপনারা ব্যার্থ হবেন, দেশের জনগন ব্যার্থ হবে, আর ফ্যাসিবাদ ফিরে এসে সকলকে আবার আয়নাঘরে ঢুকাবে।
মাসুম বিল্লাহ লিখেছেন, এটাও,, একটা পরিকল্পিত ঘটনা যেমন, হিন্দুদের অধিকার এর জন্য আন্দোলন, শিক্ষক লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, গারমেন্টস লীগ আর সব থেকে লেটেস্ট ভারসন হলো গুজব লীগ। চট করে ঢুকে পরবো, জাতিসংঘে পৌঁছে গেছেন, ইউনুসের কাছে পদত্যাগ পত্র নাই, পদ ত্যাগ পত্র দুই নাম্বার এবং ২৭ সেপ্টেম্বর মিষ্টির দোকান খোলা রাখবেন ইত্যাদি সব শেষ কাল রাতেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা। আর কিছু লিখতে চাই না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন
টেকসই উন্নয়নের কথা মাথায় রেখেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ
লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা