যশোরে দু’হাজার ৭০ হেক্টর আগাম সবজি নষ্ট
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম

গত সেপ্টেম্বরে টানা ৩ দিনের প্রবল বৃষ্টিতে ২ হাজার ৭০ হেক্টর আগাম সবজি নষ্ট ও ১০ হাজারেরও বেশি সবজি চাষী ক্ষতিগ্রস্ত হওয়ার বিপরীতে যশোর জেলায় ৫ হাজার কৃষককে সবজি বীজ ও আর্থিক সুবিধার আওতায় আনা হয়েছে। সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে এবং বাজার মূল্য দুর্বিসহ হয়ে উঠছে। এ কারণে কৃষকদের আর্থিক ও সবজি বীজ সহায়তা দিতে জেলার ৮ উপজেলা কৃষি অফিসের তত্ত¡াবধানে ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত কৃষক যাচাই বাছাই শুরু করেছেন।
চলতি অক্টোবর মাস থেকেই কৃষকের মোবাইলে টাকা ও হাতে হাতে বীজ পেয়ে যাবেন বলে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলা অফিস থেকে জানানো হয়েছে। তবে এই বীজ আর্থিক সুবিধা ক্ষতি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তুলনায় খুব সামান্য প্রণোদনা বলেও তথ্য মিলেছে।
তথ্য মিলেছে, দেশের চাহিদার সিংহভাগ সবজি সরবরাহ করেন যশোরের কৃষকেরা। এই জেলা সবজি উৎপাদনের জোন হিসেবে পরিচিত। সবজি চাষের অন্যতম প্রধান উপকরণ চারা উৎপাদনেও সুনাম রয়েছে যশোর জেলার। বিশেষ ব্যবস্থাপনায় প্রতি মৌসুমে উন্নতমানের সবজির চারা উৎপাদিত হয় প্রায় ৩০ কোটির মত, যার বাজারমূল্য ২৫ কোটি টাকারও বেশি। এখানকার উৎপাদিত সবজির চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আর এই কাজ করে বিঘাপ্রতি দেড় থেকে দুই লাখ টাকারও বেশি আয় করে থাকেন অনেক কৃষক। কিন্তু গত সেপ্টেম্বরের টানা ৩ দিনের প্রবল বৃষ্টিতে আগাম সবজী ও বীজতলায় চরম ক্ষতি হয়।
কৃষি বিভাগের তথ্যমতে, বৃষ্টিতে যশোর জেলায় ১০ হাজার ১৫০ হেক্টর রোপা আমন ও ৪৫৪ হেক্টর সবজি পানির নীচে চলে যায়। সময়মত বৃষ্টি কমে না যাওয়ায় পানির নীচে থাকা ফসলের বেশিরভাগ ক্ষতি হয়েছে। জেলা কৃষি স¤প্রসারণের উপপরিচালক সুশান্ত কুমার তরফদার জানিয়েছেন, চলতি আমন মৌসুমে যশোর জেলায় এক লাখ ৪০ হাজার ৪৪৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়। এরমধ্যে বৃষ্টিতে ১০ হাজার ১৫০ হেক্টর জমি পানিতে তলিয়ে যায়। আগাম সবজির চাষ হয় ৭ হাজার ১১৫ হেক্টর জমিতে। এরমধ্যে পানির নীচে চলে যায় ৪শ’৫৪ হেক্টর। আবার অনেক সবজি ক্ষেত ও বীজতলায় পানিবদ্ধতা সৃষ্টি হয়।
সর্বশেষ কৃষি স¤প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলা অফিসের তথ্যানুয়ায়ী, ৭ হাজার ১১৫ হেক্টর জমির মধ্যে জেলায় ২ হাজার ৭০ হেক্টর আগাম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগাম সবজির মধ্যে রয়েছে পালংশাক, মুলা, ফুলকপি, বাধা কপিসহ নানা প্রকারের সবজি। আর জেলায় ১০ হাজারের মত সবজি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বাছাই করে ৫ হাজার সবজী কৃষককে প্রণোদনা র আওতায় আনা হয়েছে।
তথ্য মিলেছে, যশোর সদর উপজেলায় এক হাজার দু’শ কৃষক ও জেলায় মোট ৫ হাজার কৃষক এই আর্থিক ও বীজ সুবিধা পাবেন। এরমধ্যে বাছাইকৃত প্রত্যেক কৃষক পাবেন ১ হাজার টাকা করে। আর চলতি মৌসুমের মোটামুটি সব ধরণের সবজি বীজ দেয়া হবে তাদের। কৃষি মন্ত্রণালয় ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্দেশনা আসে। আর চলতি মাসের প্রথম থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন কৃষি কর্মকর্তাগণ। আগাম সবজির ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করছেন। অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্তরা এই সুবিধা পাবেন।
এ ব্যাপারে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানিয়েছেন, যশোরে সা¤প্রতিক টানা ভারী বৃষ্টিতে সবজির খেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। সে আলোকে কৃষক বাছাই করে এ মাসের মধ্যেই তাদের বীজ ও টাকা দেয়া হবে। সবাইকে দেয়া না গেলেও বেশি ক্ষতিগ্রস্তদের দেয়া হবে। আর সে কাজ এগিয়ে চলেছে।
তিনি আরো বলেন, কয়েক দফায় সবজির চারা রোপণ করা হলেও বৃষ্টি ও পানিবদ্ধতার কারণে তা পচে গেছে। জেলায় আগাম সবজীর ক্ষতির পরিমাণ দু’হাজার ৭০ হেক্টর। জলাবদ্ধতা ও তলিয়ে যাওয়ায় বারবার সবজীর চারা রোপণ করতে গিয়ে দ্বিগুণ খরচ করতে হচ্ছে কৃষকদের। বারবার রোপণ করা চারা জমিতে নষ্ট হওয়াতে সবজি উৎপাদনে ব্যহত হচ্ছে, যার প্রভাবও পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির এই চরম মূল্যবৃদ্ধি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কোটালীপাড়ায় দিনদুপুরে যুবককে খুন করে বাড়িতে ডাকাতি

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

বরিশালের ২৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

কমপ্লিট শাটডাউনে সরব ইন্টার্ন চিকিৎসকরা : সিলেটে চিকিৎসা সেবা ব্যাহত !
আইপিএলের কারণে নেই নিয়মিতরা, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল

মস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের, ৩৩৭টি ড্রোন ধ্বংস; নিহত ১

মুকসুদপুরে এসিল্যান্ডের ‘অনুমতিতে’ অবৈধভাবে বালু তুলছেন বিএনপি নেতারা

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক চাপায় শিশু নিহত

সালথায় বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলায় পুলিশের ঘুষ বানিজ্য

পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুলকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

টুর্নামেন্ট সেরা দলে নেই বাংলাদেশের কেউ