মহারাষ্ট্রে নির্বাচনের আগে মুসলিম রাজনীতিবিদকে গুলি করে হত্যা
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও জাতীয়তবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) অজিত শিবিরের নেতা বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে পুত্র জিশানের অফিসের কাছে তাকে লক্ষ্য করে ছয়টি গুলি চালায় হামলাকারীরা। সঙ্গে সঙ্গেই সেখানে লুটিয়ে পড়েন বাবা সিদ্দিক। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা সিদ্দিককে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৬৬ বছর বয়সী এনসিপি নেতার শরীরে মোট চারটি গুলি লেগেছে বলে জানিয়েছে সূত্র। তার একজন সহকারীও গুলিবিদ্ধ হয়েছেন। এ বছরের শেষে মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন হওয়ার কথা, তার আগেই সেখানে সাবেক মন্ত্রীর হত্যাকাÐ বেশ রহস্যের জন্ম দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, তিনি হাসপাতালের পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। এই হত্যাকাÐকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এই ঘটনায় ইতোমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন উত্তরপ্রদেশের এবং অন্যজন হরিয়ানার। বাকিরা এখনও পলাতক। এ বিষয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন একনাথ শিন্ডে। গত ফেব্রæয়ারিতে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বান্দ্রা এলাকার এ নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।
এদিকে বাবা সিদ্দিকীকে হত্যার পর বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমান খান শনিবার রাতে লীলাবতী হাসপাতালে গিয়ে বাবা সিদ্দিকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। উল্লেখ্য, কয়েক মাস আগে সালমান খানের বাড়িতে শুটিংয়ের ঘটনার পর এই ঘটনা প্রকাশ্যে এসেছে।
এপ্রিলে, দুই মোটরসাইকেল আরোহী সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলি চালায়, যাকে পরে গুজরাটে গ্রেপ্তার করা হয়। বাবা সিদ্দিকের হত্যার বিষয়ে প্রতিবেদন রয়েছে যে, লরেন্স বিষ্ণোই তাকে হত্যা করেছেন, আর লরেন্স বিষ্ণোই গোষ্ঠী সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করেছিল। এর পরিপ্রেক্ষিতে সালমান খানের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে নির্মল নগর থানায় বাবা সিদ্দিক হত্যার একটি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পুলিশ দুই অভিযুক্ত গুরমিল সিং (হরিয়ানা) এবং ধর্মরাজ কাশ্যপ (উত্তরপ্রদেশ) গ্রেফতার করেছে এবং তাদের চক্রান্ত সম্পর্কে চমকপ্রদ প্রকাশ করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন যে, বাবা সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সূত্র : আল-জাজিরা, এনডিটিভি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কোটালীপাড়ায় দিনদুপুরে যুবককে খুন করে বাড়িতে ডাকাতি

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

বরিশালের ২৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

কমপ্লিট শাটডাউনে সরব ইন্টার্ন চিকিৎসকরা : সিলেটে চিকিৎসা সেবা ব্যাহত !
আইপিএলের কারণে নেই নিয়মিতরা, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল

মস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের, ৩৩৭টি ড্রোন ধ্বংস; নিহত ১

মুকসুদপুরে এসিল্যান্ডের ‘অনুমতিতে’ অবৈধভাবে বালু তুলছেন বিএনপি নেতারা

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক চাপায় শিশু নিহত

সালথায় বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলায় পুলিশের ঘুষ বানিজ্য

পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুলকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

টুর্নামেন্ট সেরা দলে নেই বাংলাদেশের কেউ

এবার যে ৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

ড. ইউনূসকে নিয়ে রীতিমতো অপমানজনক কথা বলছে দিল্লি: ডা. জাহেদ উর রহমান

বুফনের ছেলের অভিষেক