আরিচা-কাজিরহাট নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল দুই পাড়ে গাড়ির দীর্ঘ লাইন
২৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম
নাব্যতা সংকটে চ্যানেল সুরু হওয়ায় আরিচ-কাজিরহাট নৌরুটে হাফলোড নিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এতে ফেরি পারাপার হতে আসা দুই পাড়ের রাস্তার উপর পন্যবাহী ট্রাক দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। ফলে যানবাহন শ্রমিকদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত নৌরুটে ২টি ফেরি দিয়ে গত চব্বিশ ঘন্টায় মাত্র ১০ ট্রিপ যানবাহন পারাপার করা হয়েছে। যা অন্যান্য সময়ের চেয়ে অর্ধেক। এতে বিআইডব্লিউটি’র রাজস্ব আয়ও কম হচ্ছে বলে জানান ফেরি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সুত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে আরিচা-কাজিরহাট নৌরুটে’র আরিচা ঘাটের কাছে প্রায় ২শ’ কিলোমিটার এলাকা জুড়ে নাব্যতা সংকটের কারণে নৌ-চ্যানেলটি সরু হয়ে গেছে। এতে ফেরিগুলো ফুললোড নিয়ে চলাচল করতে পারছে না। পানি কম থাকায় ফেরিগুলো দফায় দফায় উক্ত নৌপথের সরু চ্যানেলের ডুবোচরে আটকে পড়ছে।গত সোমবার সন্ধ্যায় শাহ আলী নামের একটি ফেরি যানবাহন বোঝাই করে আরিচা থেকে কাজিরহাট যাবার পথে আরিচা ঘাটের অদূরে সরু চ্যানেলের ডুবো চরে আটকে যায়। এতে সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত ৩ ঘন্টার বেশী সময় ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে কাজিরহাট থেকে আরিচা আসার পথে সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত ফেরি খান জাহান আলী ও ধানসিঁড়ি নামের ফেরি দু’টি নোঙর করে থাকতে বাধ্য হয়। রাত সোয়া ৯টায় ডুবোচর থেকে ফেরিটি উদ্ধার করার পর আরিচা-কাজরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করে।
বিআইডব্লিউটিসি’র এক হিসেবে দেখা গেছে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টায় চব্বিশ ঘন্টায় ২টি ফেরি দিয়ে হাফ লোড নিয়ে অনেক ঝুকিপূর্ণ অবস্থায় মাত্র ১০টি ট্রিপ দিয়েছে। যা অন্যান্য সময় ১৮ থেকে ২০টি ট্রিপ দেওয়া হতো। উক্ত নৌপথে স্বাভাবিক ফেরি চলাচলের জন্য পর্যাপ্ত পানি না থাকায় তিনটি ফেরি ঘাটেই বেধে রাখা হয়েছে। ফলে দুই পারেই ফেরি পারাপার হতে আসা পণ্যবাহী ট্রাকগুলো ১২ ঘন্টা করে অপেক্ষার পর ফেরির নাগাল পাচ্ছে না।
ট্রাক চালক হামিদ আলী বলেন, সে গত সোমবার দিবাগত রাত ১২টায় আরিচা ঘাটে আসে। মঙ্গলবার দুপুর ১২টাতেও ফেরি পার হতে পারেনি। কখন ফেরির নাগাল পাবেন তাও তিনি বলতে পারছেন না।
ট্রাকের হেলপার আমজাদ হোসেন বলেন, আমরা সুবিধার জন্য আরিচা-কাজিরহাট হয়ে চলাচল করি। কিন্তুু বিগত কয়েক দিন ধরে নাব্যতা সংকট এবং ঘণকুয়াশার অজু হাতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখছে। এতে তাদের দুর্ভোগ আরো বেড়েছে বলে জানান তিনি।
এব্যাপারে বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ ফেরি সরু চ্যানেলে আটকে যাওয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাব্যতা সংকটের কারণে আরিচা ঘাটের অদুরে গত দু’দিন ধরে সরু চ্যানেলে দফায় দফায় ফেরিগুলো আটকে যাচ্ছে। ৫টি ফেরির মধ্যে মাত্র ২টি ফেরি চালু রাখা হয়েছে। তাও আবার ১৫/১৬টি গাড়ির মধ্যে ৭/৮টি গাড়ি নিয়ে চলাচল করছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গিয়ে গাড়িও পারাপারও হচ্ছে অনেক কম।
এমতাবস্থায় অনেক ঝুকি নিয়ে ফেরিগুলো চলাচল করছে। অতি জরুরী ভিত্তিতে উক্ত স্থানে প্রয়োজনীয় ড্রেজিং না করলে যে কোন সময় উক্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বলে জানান তিনি।
শাহজাহান
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
চলতি বছর দেশে স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে ৬২ বার
সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব : ইডেন গণপূর্ত বিভাগ
বড় রানে শুরু বিপিএল
ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ
পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে ইউএনও’র কম্বল বিতরণ
গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫
এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ
মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ
নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত
রমজানে নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে : বাণিজ্য উপদেষ্টা