বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন
৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস স্থাপনের তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এই তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন। বাংলাদেশের জনগণ বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে, স্বাধীন দেশে বিদেশী শক্তির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ এবং মানবাধিকারের নামে ট্রান্সজেন্ডার, সমকামিতা, ফ্রি-মিক্সিং প্রমোট করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে প্রদত্ত বক্তব্যে নেতৃবৃন্দ এই দাবি জানান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পশ্চিমাদের দোসর ও পদলেহী জাতিসংঘ মানবাধিকার পরিষদ ফিলিস্তিন, আফগানিস্থান, কাশ্মীর, সিরিয়া, লেবানন, আরাকানসহ নির্যাতিত মুসলিম এলাকাগুলোতে কোন কার্যকর ভুমিকাই রাখতে পারেনি। ফিলিস্তিনে ৪০ হাজারের বেশি মানুষকে হত্যাকারী, লক্ষাধিক মানুষকে আহতকারী, লক্ষ লক্ষ ফিলিস্তিনীকে বাস্তুচ্যুত করার জন্য দায়ী ইসরাইলের বিরুদ্ধে তারা কিছুই করতে পারেনি। মানবাধিকারের নামে এই প্রতিষ্ঠানটি এলজিবিটিকিউআই তথা সমকামিতা, ট্রান্সজেন্ডার, বিকৃত যৌনতার মত অশ্লীল ও জঘন্য বিষয় ছড়িয়ে দেয়ার এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। শ্রীলংকায় দশ বছর চেষ্টা করেও এরা কোন অফিস স্থাপন করতে পারেনি। মাত্র ১৬-১৭টি দেশে অফিস স্থাপন করা এই প্রতিষ্ঠানটির বাংলাদেশে অফিস স্থাপন করার কোন প্রয়োজন নেই।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের দাওয়াত ও তাবলীগ বিষয়ক সম্পাদক এবং কামরাঙ্গীরচর থানা আমীর মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক ও যাত্রাবাড়ী থানা আমীর মুফতী মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রুহুল আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সবুর খান সুমন, শ্রম সম্পাদক মো: আব্দুর রব দফতর সম্পাদক মাওলানা ইকরাম ইলাহী, পল্টন থানা আহবায়ক মাওলানা আবুল হাসানাত প্রমূখ।
নেতৃবৃন্দ জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস স্থাপিত হলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে দাবি করে বলেন, মানবাধিকার পরিষদের অফিস বাংলাদেশে স্থাপিত হলে তারা পার্বত্য চট্টগ্রামের বিষয়ে নাক গলাবে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলার যে দীর্ঘমেয়াদী বিদেশী ষড়যন্ত্র চলমান তার পক্ষে যাবে তাদের তৎপরতা। মানবাধিকার রক্ষার নামে তারা দেশের আভ্যন্তরীণ বিষয়াদিতে নাক গলাবে। মানবাধিকার পরিষদের তৎপরতা ইসলামী মূল্যবোধের উপরও আঘাত হানবে দাবি করে নেতৃবৃন্দ বলেন, নারী-পুরুষের সমতা বিধানের নামে তারা বাংলাদেশে বলবৎ ইসলামের উত্তরাধিকার আইনে তারা পরিবর্তন আনার চেষ্টা চালাবে। সার্বজনীন যৌন শিক্ষার নামে জাতিসংঘ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবাধ যৌনাচার, জিনা-ব্যভিচারের দিকে ধাবিত করার অপচেষ্টা চালাবে যা এদেশের জনগণ কখনোই মেনে নিবে না।
নেতৃবৃন্দ মানবাধিকার পরিষদের অফিস স্থাপন করার বিষয়ে বলেন, এমন কিছু হলে বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশের জনগণকে সাথে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। কোন ভাবেই এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধের প্রতি হুমকি সৃষ্টিকারী কোন প্রতিষ্ঠানের অফিস বাংলাদেশে খুলতে দিবে না এদেশের জনগণ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগিতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী
ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
পতিত সরকারের ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু করেছে সিআইডি
কালিয়াকৈরে বিএনপি নেতা সাইয়েদুল আলম বাবুলকে সংবর্ধনা
পিএসসি’র আরও ৫ সদস্য নিয়োগ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আসছেন সাফজয়ী নারী দল
ডুয়েটে ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব কমান্ডরের দাফন সম্পন্ন
এস আলম, রামপাল ও পায়রা উৎপাদন কমালো
ভারতে `জয় শ্রী রাম’ বলতে বলায় মুসলিম মহিলার খাবার খেতে অস্বীকৃতি!
তূণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা : সিলেট মহানগর বিএনপি সেক্রেটারী ইমদাদ চৌধুরী
রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন
সায়মা ওয়াজেদের সাথে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার
ফ্যাসিবাদ হাসিনা গত ১৫ বছরে দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল -আমতলীতে ভিপি নুরুল হক নুর
জকিগঞ্জকে স্বধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবী