রাজধানীতে দুষ্কৃতিকারীদের চক্রান্ত নির্মূলে প্রস্তুত পুলিশ
০৯ নভেম্বর ২০২৪, ০৮:২২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
রাজধানীতে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের কঠোর হস্তে দমন করতে প্রস্তুত পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ভেঙ্গে পড়া ঢাকা মহানগর পুলিশ গত তিন মাসের মধ্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া এবং নিষিদ্ধ রাজনৈতিক দলসহ যে কোন ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে সক্ষম। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ ও র্যাব নিজেদের মধ্যে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পুলিশ ও র্যাবকে সব ধরনের সহযোগিতায় মাঠে রয়েছে সেনাবাহিনী। ফলে দুস্কৃতিকারীদের যে কোন চক্রান্ত নির্মূল করতে প্রস্তুত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে নিষিদ্ধ রাজনৈতিক দল বা দুস্কৃতিকারীরা রাজধানীতে আইন-শৃংখলা অবনতি করা এবং সাধারন মানুষের জানমালের হুমকির কারন হয় এমন কর্মসূচি দেয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ডিএমপির একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ইসরাইল হাওলাদার সার্বক্ষনিকভাবে ডিএমপির মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা বাস্তবায়নের এসব কর্মকর্তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে নগরবাসী পুলিশের কাঙ্খিত সেবা পেতে শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে ডিএমপির পুলিশের মধ্যে কাজের গতি ফিরে এসেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল। তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদের কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্বতী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।
ডিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে রাজধানীতে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ যে সব সন্ত্রাসীমূলক ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পাশাপাশি র্যাবের বিভিন্ন ইউনিট রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে রাত-দিন কাজ করে যাচ্ছে। একই সাথে সেনাবাহিনীর দেশ প্রেমিক সদস্যরা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষনিক পাশে থেকে সহযোগিতায় করায় দ্রুত সময়ের মধ্যে পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অপরাধীদের কঠোর হস্তে দমন করছে। দেশের সাধারন মানুষের জানমালের নিরাপত্তায় হুমকি কারন হয় এমন কর্মসূচী কঠোরভাবে দমন করতে প্রস্তুত রয়েছে আইন-শৃংখলা বাহিনী।
এ বিষয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান ইনকিলাবকে বলেন, রাজধানীসহ সারাদেশের আইন-শৃংখলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় র্যাব রাত-দিন কাজ করে যাচ্ছে। কোন নিষিদ্ধ সংগঠন কোন কর্মসূচি দিলে র্যাব পূর্ণশক্তি দিয়ে তা মোকাবিলা করবে। এছাড়া জনগনের নিরাপত্তায় হুমকির কারন হয় এমন কোন সমাবেশ বা কর্মসূচী যারাই করবে বা করার চেষ্টা করবে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। র্যাব সারাদেশে পূর্ণ শক্তি ও সাধারন মানুষের সহযোগিতায় দুস্কৃতিকারীদের মোকাবেলা করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান মন্তব্য করেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান ইনকিলাবকে বলেন, যে কোন সময়ের চেয়ে এখন ঢাকা মহানগর পুলিশ সুসংগঠিত। নিষিদ্ধ কোন রাজনৈতিক দল বা কোন দুর্বৃত্ত রাজধানীর শান্তিপূর্ণ আইন-শৃংখলা পরিস্থিতি বিঘœ ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। সাধারন মানুষের জানমালের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে। রাজনৈতিক কর্মকান্ডের নামে কোন বিশৃংখলা বা দুস্কৃতিকারীকে বরদাস্ত করা হবে না। ঢাকা মহানগর পুলিশের অনুমতি ব্যতিত কেউ কোন রাজনৈতিক কর্মসূচী বা জনসাধারনের জানমালের হুমকির কারন হয় এমন কাজ করার চেষ্টা করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান মন্তব্য করেন।
পুলিশের কর্মকর্তারা বলছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের পতনের পর সবচেয়ে ‘নাজুক’ পরিস্থিতিতে ছিল পুলিশের। কোটা সংস্কার আন্দোলন দমাতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাদের। ফলে আওয়ামী সরকারের পতনের পর সারা দেশের অন্তত চার শতাধিক থানায় হামলার ঘটনাও ঘটে। সিরাজগঞ্জের একটি থানাতেই সাধারণ মানুষ হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। পুলিশ এর আগে এমন নাজুক পরিস্থিতির মুখোমুখি কখনোই হয়নি। থানায় এসে কারও ভাঙচুর এবং তা নিয়ন্ত্রণে সেনা সদস্যদের ডাকার ঘটনা এই প্রথম। সরকার পতনের পর প্রথম কয়েক দিন পুলিশ সদস্যদের ‘চরম আতঙ্ক’ নিয়ে রীতিমতো পালিয়ে ও আত্মগোপনে থাকতে হয়েছে। গত তিন মাসের মধ্যে বর্তমান সময়ে পুলিশের সব কর্মকর্তা ও সদস্য সাধারন মানুষকে সাথে নিয়ে দায়িত্ব পালন করছেন। এখন আর পুলিশ সদস্যদের মধ্যে ভয় ও অস্বস্তি নেই। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং পুলিশ তাদের কার্যক্রম শতভাগ চালু করেছে।
পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সারাদেশেই পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলছে। থানায় কেউ অভিযোগ বা মামলা করতে গেলে তা নেয়া হচ্ছে। টহল ডিউটি দেয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান চলছে। ডিএমপিসহ দেশের সকল মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক বিভাগ সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তবে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করছে। থানায় থানায় ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে পুলিশের যানবাহনগুলো আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরনের চেষ্টা চলছে পুলিশ বাহিনীতে। পুলিশ সম্পর্কে মানুষের অনেক বেশি নেতিবাচক ধারণা জন্ম নিলেও বর্তমানে তা কমে আসছে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হচ্ছে। একইসঙ্গে যেকোনও অপরাধ সংঘটিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা