উত্তরা মেট্রোরেল স্টেশন থেকে সরলো ফ্যাসিস্ট হাসিনার ছবি
১১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
উত্তরা সংবাদদাতা গতকাল ১০ই নভেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশের ২০ ঘন্টার মধ্যেই উত্তরা দিয়াবাড়ী বটতলা মেট্রোরেল স্টেশন থেকে ফ্যাসিস্ট হাসিনা ছবি অপসারণ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে গতকাল সন্ধ্যা ৭ টার সময় দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এর নেতৃত্বে ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এখলাছ উদ্দিন,ইউনিট বিএনপির সভাপতি মোঃ রাসেল, তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন,৫৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ফেরদৌসসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মিলে বিলবোর্ড অপসারণ কাজ শুরু করেন। এসময় তাদের সাথে ছিলো ছাত্র জনতা ও উৎসুক জনতা।
এ কাজে দক্ষ শ্রমিকেরা বিল বোর্ডের উপরে বাঁশ বেঁধে ধারালো ছেন ও হাতুরী দিয়ে পিটিয়ে পিটিয়ে কেটে তাদের দৃশ্যমান ছবি ২ টা ভেঙে নিচে ফেলে দেয়।
পুরো ফ্রেমটি না ভাঙ্গার কারণ জানতে চাইলে তারা ইনকিলাবকে বলেন, এটি রাষ্ট্রিয় সম্পদ, এ সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
আমরা শুধু খুনি হাসিনা ও তার পিতার ছবি অপসারণ করেছি। এখানে মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের যাত্রার সময় সূচী লাগাতে পারে। এতে যাত্রীরা উপকৃত হবে।
শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের পায়রা ওড়ানো ভঙ্গিতে দাঁড়ানো শ্বেত পাথরের তৈরি ছবি গুলো ভাংতে দেখে মেট্রোরেল স্টেশনে উৎসুক জনতার ভীড় লেগে যায়। তাদের মধ্যে অনেকেই বলে ঠিক আছে তার ছবি এখানে কেন?
আবার কিছু কিছু লোক বলে এটা ভাংগা দরকার কি ছিলো। এদের মধ্যে বেশির ভাগ লোক বলছে এটি আরো আগে ভাংগার দরকার ছিল।
"উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে এখনো ফ্যাসিস্ট হাসিনার ছবি" শিরোনামে দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইন ভার্সন এবং প্রিন্টে সংবাদ ছাপা হয়।
সংবাদটি মহানগর উত্তর বিএনপি-র সিনিয়র নেতাদের দৃষ্টি গোচর হলে তার কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাৎক্ষণিক এটি অপসারণের পদক্ষেপ নেয়।
স্থানীয়রা বলেন, মেট্রোরেল উত্তরাবাসীর জন্য আর্শীবাদ হয়ে এসেছে।
এ বিষয়ে তারা আরো বলেন গুরুত্বপূর্ণ এ জায়গাতে খুনি হাসিনার ছবি ধারালো ছেন দিয়ে কেটে কেটে ফেলে দেওয়াতে আমরা খুশি।
রাজধানী ঢাকার যানজট এড়াতে দিয়াবাড়ী বটতলা উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ মিরপুর, শাহবাগ,ঢাবি,সচিবালয় ও মতিঝিল যাতায়াত করেন। এদের বেশির ভাগই সরকারি, বেসরকারি চাকুরিজীবি ও ব্যবসায়ী। এছাড়াও রয়েছে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।
জানা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর এই প্রকল্পটি উত্তরার সার্বিক পরিবেশকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। যাতায়াত নিয়ে দীর্ঘদিন যাবত এখানকার ফ্ল্যাট মালিকেরা অনিশ্চিয়তার মধ্যে থাকলেও মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় এখানে মানুষ বসবাস করা শুরু করেছে।
বর্তমানে এখানকার প্রতিটি সেক্টরে বড় বড় ভবন তৈরি হচ্ছে। এতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের আশপাশের সড়কে গড়ে উঠেছে নামি-দামি গাড়ির শোরুম ও বড় বড় গ্যারেজ।খালি ফ্লট গুলোতে হরেক রকম দোকানপাট বসিয়ে বিভিন্ন ব্যবসা বানিজ্য শুরু হয়েছে। এতে এখানকার মানুষের জীবন যাত্রা সহজ ও উন্নতি হয়েছে।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, মেট্রোরেল স্টেশনের কাজ শুরু হওয়ার পর পর এখানকার জায়গা জমির দাম কিছুটা বেড়েছে। গত ২৮ ডিসেম্বর ২০২২ সালে এ স্টেশনটি চালু হওয়ার পর থেকে এখানকার জায়গা জমিনের দাম অনেক গুন বেড়েছে, কোথাও কোথাও প্রায় দ্বিগুণ হওয়ার তথ্য পাওয়া যায়।
উত্তরা উত্তর মেট্রো স্টেশন ঢাকা মেট্রোরেলের একটি স্টেশন। এই স্টেশনটি ঢাকার উত্তরার ১৫ নং সেক্টরে অবস্থিত। স্টেশনটি এমআরটি লাইন ৬-এর অন্তর্গত।
এশিয়ার মধ্যে এটি ২২তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে।
উত্তরা ১৫নং সেক্টর উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন প্লাটফর্মে পাশ থেকে দেশের গনতন্ত্র হত্যাকারী ও রাষ্ট্রিয় সম্পদ লুটপাটকারী খুনি হাসিনা ও শেখ মুজিবের ছবিটি মুছে ফেলায় স্থানীয় মেট্রোরেল যাত্রী ও পথচারীদের মাঝে এক ধরণের আনন্দের উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এ সময় তারা বলেন, খুনি হাসিনা এদেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ছাত্র- জনতার আন্দোলনে তোপের মুখে সে পালিয়ে গেছে।
উত্তরা মেট্টোরেল স্টেশন থেকে তাদের ছবি কেটে ফেলে দেয়া হয়েছে এতে আমরা খুশি।
জুলাই ২৪ কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর তার পালিত ছাত্র লীগ ও গুন্ডা পুলিশ বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালায়।ঐ সময় ছাত্রদের রক্তে রাজপথ লাল হয়ে উঠে।
ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে সারাদেশের মানুষ এক হয়ে
প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হিজবুল্লাহর পালটা আক্রমণ, লেবাননে শতাধিক ইসরাইলি সেনা নিহত
সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর
আশুলিয়া প্রেসক্লাব এর নতুন সদস্য সংগ্রহ শুরু
চট্টগ্রাম সিটি মেয়রের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দিল প্রতিপক্ষ
চরম সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের ২২ হাজার মাদরাসা শিক্ষক
বাইরে থেকে জানতাম যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ঘুমন্ত মন্ত্রণালয় : ফারুকী
শহিদুল ইসলামের বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ায় প্রাণ গেল বৃদ্ধার
সাংহাই র্যাঙ্কিংয়ে ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয়
কাল বেনাপোল কার্গো টার্মিনাল উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা
রাজশাহীর দূর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
ওয়ানডের শীর্ষ বোলার আফ্রিদি, ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত
অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে: ফখরুল
ব্যাংকখাতে স্বল্পমেয়াদে সংস্কার চলছে, দীর্ঘমেয়াদে করবে নির্বাচিত সরকার: উপদেষ্টা
দলের নেতাকর্মীদের ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন হাসিনা: রিজভী