‘সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিলের পক্ষে যুক্তি অ্যাটর্নি জেনারেলের
১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
সংবিধান থেকে ‘জাতির পিতা’, ‘বাঙালি জাতীয়তাবাদ’, ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্ম নিরপেক্ষতা’ বিষয়গুলো বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বুধবার (১৩ নভেম্বর) পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানিতে এ কথা বলেন। শুনানি হয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে।
অ্যাটর্নি জেনারেল বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে, হাজার হাজার মানুষকে গুম করা হবে, ৬০ লাখের বেশি মানুষকে গায়েবি মামলায় আসামি করা হবে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে। যাদের কোনো হাত নেই, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এমনকি হজে থাকা ব্যক্তিরাও আসামি হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার নামে এসব কিছু হতে পারে না।"
তিনি আরো বলেন, "সংবিধানের ৭(খ) অনুচ্ছেদ গণতন্ত্রকে হত্যা করেছে। এটি গণতন্ত্রের মূলনীতি নয়, বরং সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছে, যা আমরা চাই না। শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করা যায় না, কিন্তু 'জাতির পিতা' তকমা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সমাজে বিভাজন সৃষ্টি করেছে।"
অ্যাটর্নি জেনারেল জানান, "পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ‘জাতির পিতা’ শব্দটি সংবিধানে যুক্ত করা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর প্রথম সংবিধানে তা ছিল না। এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হচ্ছে। এটা সংবিধানের মৌলিক স্পিরিটের পরিপন্থী।"
তিনি ‘ধর্ম নিরপেক্ষতা’ প্রসঙ্গে বলেন, "বাংলাদেশের ৯০% মুসলমান, তাই রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ শব্দটি রাখার কোনো প্রয়োজন নেই। আগে যেমন ছিল, তেমনি থাকতে হবে। সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হবে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে।"
তবে সবচেয়ে বড় বিতর্কের বিষয় ছিল ‘বাঙালি জাতীয়তাবাদ’। অ্যাটর্নি জেনারেল জানান, "সংবিধানের ৯ অনুচ্ছেদে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, যা সাংঘর্ষিক। এটি একটি জাতীয়তাবাদের সংকট তৈরি করে, যা সংবিধানের মূল ভাবনার সাথে মেলে না।"
তিনি আরো বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চদশ সংশোধনীটি মুক্তিযুদ্ধের চেতনা, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪ জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক।"
অ্যাটর্নি জেনারেল দাবি করেন, "যদি পঞ্চদশ সংশোধনী বাতিল না করা হয়, তবে ২৪ জুলাই বিপ্লবের শহীদরা, বিশেষ করে আবু সাঈদ, মুগ্ধ ও অন্যান্য শহীদদের আত্মা শান্তি পাবে না।"
এভাবে তিনি আরও যুক্তি দেন, যে পঞ্চদশ সংশোধনীর মধ্যে যা রয়েছে, তা সংবিধানের মূল উদ্দেশ্য ও দেশের জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের রিপাবলিকান পার্টির কংগ্রেসে পূর্ণ নিয়ন্ত্রণ লাভ !
গাজায় ইসরায়েলের জোরপূর্বক বাস্তুচ্যুত যুদ্ধাপরাধের সমান: এইচআরডব্লিউ
আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে বিএনপি, ৫ লাখ টাকা অনুদান প্রদান
মিজানুর রহমান ভূঁঞা শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান
গাজীপুরের টিএনজেড গ্রুপের পরিচালকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
মার্কিন রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে ফখরুলসহ বিএনপি নেতারা
উগ্রতা সৃষ্টিকারী ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নেটদুনিয়ায় ভাইরাল
শ্রীলঙ্কার সংসদ নির্বাচন, নতুন চ্যালেঞ্জ!
আবার ফিরছে শফিক রেহমানের ‘লাল গোলাপ’
৭০ বছর পর নিখোঁজ ৩ ব্রিটিশ সেনার দেহাবশেষ শনাক্ত
আন্দোলনে আহত চিকিৎসাধীন আব্দুল্লাহর ইন্তেকাল
শিবালয়ে যমুনার তীরে অগ্নিকাণ্ডে পুড়লো ড্রেজারের প্লাস্টিক ফ্লোটার
জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বিশ্বের বৃহত্তম প্রবাল আবিস্কার হয়েছে প্রশান্ত মহাসাগরে
১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়
হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার
সিলেট বিমানবন্দর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক কলেজ ছাত্রের !
ঝালকাঠিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু
ব্রাজিলের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে বিস্ফোরণ,নিহত ১
পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে প্রতারণা : অ্যাটর্নি জেনারেল