"মধুর বিরম্বনায় পড়লেন হিরো আলম,হরহামেশাই পাচ্ছেন উপদেষ্টা হওয়ার ফোনকল"
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনে বহুল আলোচিত সমালোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নিজেকে ঢাকাই সিনেমার নায়ক দাবি করা এই ইউটিউবার আজকাল পরেছেন এক মধুর বিরম্বনায়। প্রায়শই নাকি তাকে উপদেষ্টা বানানের জন্য ফোন কল করে ভক্ত সমর্থকেরা। তবে তিনি নাকি বলে দিয়েছেন উপদেষ্টা হওয়ার কোনো আগ্রহই তার নেই।
নানা সময়ে বহুল সমালোচনার শিকার এই ইউটিউবার বলেন, "কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে। বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপানাকে দেখতে চাই।" সংবাদ মাধ্যম ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন হিরো আলম।"
এ বিষয়ে হিরো আলম আরও বলেন, "গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে যে মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে। ফারুকী যদি হতে পারে, হিরো আলম কি দোষ করল?"
এমনকি ফারুকীকে উপদেষ্টা করার প্রসঙ্গে হিরো আলম বলেন, হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হলেন? জনগণ কেন কথাটা তুলে ধরছে? ফারুকী ভাই কি ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন? ছিলেন না। দেশের জনগণের জন্য তিনি কি কাজ করেছেন? তিনি নাটক-সিনেমা নিয়ে আছেন। ভিপি নুর (নুরুল হক নুর) ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এ রকম আরও যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে (উপদেষ্টা) হতে পারতেন।"
ফারুকী প্রসঙ্গে আলম আবারও বলেন, " তারা জনগণের জন্য কাজ করেতে ভয় করেন। তারা কীভাবে উপদেষ্টা হন এটা সবার প্রশ্ন। আপনি রাজপথে নিজের বুকটা পেতে দিলেন না কেন? বললেন না কেন আপনারা মারবেন না, আমার একটা ছাত্রকে গুলি করার আগে আমার বুকে গুলি চালান। তাহলে বলতাম ছাত্র আন্দোলনে ছিলেন।
তিনি বলেন, "দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে (ফারুকী) আমি এক পোটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি। কারণ তারা জানেন যদি দেশের মানুষের জন্য কথা বলেন, তাহলে তাদের নাটক-সিনেমা বন্ধ করে দেবে।"
বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, "আজ পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পেটাচ্ছে। না হলে জেলখানায় ভরছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে পেটাচ্ছে, জেলে ভরছে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গেছে।"
উপদেষ্টা হওয়ার জন্য ফোন পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, "হিরো আলমকে শুরু থেকেই অনেক লোক দেখতে পারেন না। আমি এ জায়গায় এসে কথা বলছি নিজের যোগ্যতায়। কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে। বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপানাকে দেখতে চাই।
তিনি বলেন, এ রকম বহু কথা বলছে ফোন করে। অফার আসলেই তো গ্রহণ করা সম্ভব না। উপদেষ্টা হওয়ার সুযোগ পেলে কি করবেন প্রসঙ্গে জানতে চাইলে বলেন, আমাকে উপদেষ্টার পদ দিতে চাইলেও আমি নেব না। কারণ তখন জনগণ বলবে ওর (হিরো আলম) যোগ্যতা নেই। যেহেতু যোগ্যতা নেই, তাই হিরো আলমের রাজনীতিতে ফেরারও সুযোগ নেই।"
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
গাজায় ৩ দিনে ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক : জাতিসংঘ
পুলিশের জন্য গোলাপি রঙের পোশাক চান সমন্বয়ক
ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ
আন্দোলনকারী মালয়েশিয়াগামীদের সরিয়ে দিলো পুলিশ
গান গাইতে গিয়ে হাসপাতালে মোনালী ঠাকুর
সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ককটেলসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড
ট্রাম্পের ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্প, এআই প্রযুক্তিতে বিপ্লব
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
টেকনাফে বিজিবির অভিযানে ৪লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মার্কিন রাজনীতিতে উত্তরসূরির জন্য রেখে যাওয়া চিঠিতে ট্রাম্পকে যে বার্তা দিলেন বাইডেন
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
নাটোরে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মৎস্য ঔষধ উদ্ধার
আরিচা-কাজিরহাট ৮ ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
তীব্র শীতে কাহিল কুড়িগ্রাম অঞ্চলের মানুষ
বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি