বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
বাংলাদেশে ন্যায্য রূপান্তরের জন্য আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজারবাইজানের বাকুতে চলমান কপ ২৯’ সম্মেলনে ১৪ নভেম্বর; বুধবার অনুষ্ঠিত একটি সাইড ইভেন্টে এ আহ্বান জানান আলোচকরা। বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘অ্যাকসিলারেটিং ফাইন্যান্স ফর জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ: ইনসাইট ফ্রম কপ ২৯’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (এনএপি ২০২৩-২০৫০) এর সাথে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে জাস্ট ট্রানজিশন বা রুপান্তর কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে কমপক্ষে ১১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে; যার যোগান দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। ধনী দেশগুলোকে অর্থায়নের আহ্বান জানিয়ে আলোচকরা বলেন; এটি করা গেলে প্রায় ৪১ লাখ মানুষের জন্য জলবায়ু সহিষ্ণু কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
ওশি ফাউন্ডেশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেডরিখ-ইবার্ট স্টিফটুং-এফইএস বাংলাদেশ যৌথ উদ্যোগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুর রশীদ চৌধুর রিপন। তিনি পরিবর্তন প্রশমনের (মিটিগেশন) জন্য শোভন ও মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থায়ন নিশ্চিত করার উপর জোর দেন। তিনি বলেন, শোভন কর্মসংস্থানের পাশাপাশি কর্মশক্তি উন্নয়ন ও বিকল্প জীবিকা ব্যবস্থাপনার জন্যও অর্থায়ন প্রয়োজন। তিনি শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য তহবিলের গঠনের উপরও জোর দেন। পাশাপাশি, রূপান্তরকালীন সময়ে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে জাতীয় পর্যায়ে সামাজিক সংলাপ আয়োজনেরও তাগিদ দেন আমিনুর রশীদ চৌধুরী রিপন। । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ড. এস এম মোর্শেদ। তিনি বলেন, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবুজ রপ্তানি কর্মসূচি এবং কৌশলগত রপ্তানি শিল্পের জন্য শতভাগ লিড সার্টিফিকেশন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, শুধু শ্রমের ন্যায্য রূপান্তর এবং ভবিষ্যতের শিল্প ও প্রযুক্তি সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নের জন্যই প্রায় ১১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই সময়সীমার মধ্যে পরিকল্পনা কার্যক্রমগুলোর পূর্ণ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহায়তার বিকল্প নেই। আলোচনা অনুষ্ঠানে ইয়ুথ নেট গ্লোবাল এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান তার প্রবন্ধ উপস্থানায় ন্যায্য রূপান্তরের জন্য যুব সম্পৃক্ততা নিয়ে বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) বৈশ্বিক জলবায়ু নীতিমালা সমন্বয়ক বার্ট ডি ওয়েল; আইএলও প্রধান কর্যালয়ের জাস্ট ট্রানজিশনের পরিচালক মুস্তাফা কামাল, এফইএস ইন্ডিয়ার সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার মান্দভি কুল শ্রেষ্ঠ; ইউনিফোর কানাডা’র সারি সাইরান্যান এবং জাস্ট ট্রানজিশন সেন্টার, বেলজিয়াম এর উন্নয়ন বিষয়ক উপদেষ্টা জ্যাকু ম্যাকলিওড। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন সুশীল সমাজ সংগঠনের মোট ৪০ জন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ
ধামরাইয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা, ব্যাটারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন