ঢাকা   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১

২০ হাজার ওমরাযাত্রী অনিশ্চয়তায়, ওমরাহ টিকিটে এক লাফেই ১৭ হাজার টাকা বৃদ্ধি

Daily Inqilab শামসুল ইসলাম

১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

আসন্ন ডিসেম্বর মাসে প্রায় ২০ হাজার ওমরাযাত্রী সউদী গমনে অনিশ্চয়তার মুখে পড়েছেন। কোনো প্রকাশ কারণ ছাড়াই হঠাৎ প্রত্যেক ওমরাহ টিকিটের দাম ১৭ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় ওমরাযাত্রীরা চরম বিপাকে পড়েছেন। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে যখন তখন ওমরাহ টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিদেশি এয়ারলাইন্সগুলো ওমরাহ টিকিটের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার। আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ একাধিকবার দেশি বিদেশি এয়ারলাইন্সের হজ ও ওমরাযাত্রীদের টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সাড়া পায়নি।

 


খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ ওমরাযাত্রীর টিকিট প্রতি ১৭ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় ওমরাহ এজেন্সি ও যাত্রীদের মাঝে অহরহ বাকবিতন্ডা হচ্ছে। সাউদিয়া এয়ারলাইন্স গত ১০ নভেম্বর থেকে ওমরাযাত্রীর টিকিটে ১১৫ মার্কিন ডলার বৃদ্ধি করেছে। এতে ৭৫ হাজার টাকার ওমরাহ টিকিট এখন ৯২ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। সালালম এয়ার অ্যারাবিয়া জাজিরা এয়ারলাইন্স, বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সও ওমরাহ টিকিটের দাম বাড়িয়েছে। ওমরাযাত্রীরা চড়া দামে টিকিট কিনতে গিয়ে অতিরিক্ত টাকা জোগাতে হিমসিম খাচ্ছেন। তারা দ্বারে দ্বারে ঘুরেও সহনীয় পর্যায়ের ওমরাহ টিকিট পাচ্ছে না। একাধিক ভুক্তভোগি ওমরাযাত্রী এ তথ্য জানিয়েছেন।
ওমরা টিকিটের ওপর আবারো শকুনের থাবা পড়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দেখিয়ে ওমরা টিকিট বিক্রির (সেলস পলিসি) সুবাধে টিকিট সিন্ডিকেটগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সে ওমরা টিকিট পাওয়া যাচ্ছে না। শতবার চেষ্টা করেও বিমানের সিষ্টেমে কোনো ওমরাযাত্রীর টিকিট মিলছে না।

 

বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে সিন্ডিকট চক্র ওমরা টিকিট ব্লক করে রাখার গুরুতর অভিযোগ উঠছে। ওমরা টিকিটের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। এক মাস ধরণা দিয়ে বিমানের মতিঝিল অফিস থেকে একটি ওমরা টিকিট কিনতে সক্ষম হননি একাধিক হজ এজেন্সির মালিক। আবার বেশি টাকা দিলে চিহ্নিত এজেন্সি থেকে বিমানের টিকিট মিলছে। আজ বৃহস্পতিবার আটাব সভাপতি আবদুস সালাম আরেফ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিমানের সিষ্টেমে গিয়ে কোনো ওমরা টিকিট মিলছে না। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে সাউদিয়া এয়ারলাইন্সের প্রায় ১৮ হাজার সিট, এয়ার অ্যারাবিয়ার ১৪ হাজার সিট, কাতার এয়ার, গালফ এয়ার, জাজিরা এয়ারলাইন্সও ৪ হাজার ৫ হাজার ও ৬ হাজার সিট কতিয় টিকিট কালোবাজারীর কাছে নাম পাসপোর্ট নাম্বার ছাড়া ব্লক করে রেখে ওমরাহ টিকিটের দাম বাড়াচ্ছে। আটাব সভাপতি বলেন, এয়ারলাইন্সগুলো ওমরাযাত্রীদের রক্ত চুসে খাওয়ার জন্য ওঁৎ পেতে বসে আছে। এসব দেখার কেউ নেই। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, বিমান ন্যাশনাল ক্যারিয়ার। প্রতেক নাগরিকের অধিকার রযেছে বিমানের টিকিট ক্রয় করে হজ ও ওমরায় যাওয়ার। কিন্ত অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে এই সংস্থাটি সিন্ডিকেটের দখলে চলে গেছে। তিনি বলেন, ওমরা টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১৭ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বেশি দিয়ে টিকিট কিনতে হচ্ছে। এতে ওমরাযাত্রী এবং ওমরা এজেন্সির মালিকদের মাঝে প্রতিনিয়ত বাকবিতা- হচ্ছে।

 

 


ওমরা টিকিটের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আকার ধারণ করায় অনেক ওমরাযাত্রী ওয়ানওয়ে টিকিট কিনে সউদী চলে যাচ্ছে। এসব যাত্রীদের সউদী থেকে ফিরতি টিকিট কিনে দেশে ফিরতে হবে। বাংলাদেশ হজযাত্রী ও হাজীকল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের ওমরাযাত্রীদের বিমান ভাড়া হঠাৎ বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পূর্বের ভাড়া বহাল রাখার জোর দাবি জানান। আজ বৃহস্পতিবার রাতে ড. আব্দুল্লাহ আল নাসের ইনকিলাবকে বলেন, ওমরাযাত্রীরা দেশের স্বার্থে বিমানেই চলাফেরা করে থাকেন। কিন্তু বিমান বাংলাদেশ যদি অন্য বিমানের মতো ভাড়া বাড়িয়ে দেয়, সি-িকেটের খপ্পরে পড়ে তাহলে কীভাবে হবে? এটা খুবই দুঃখজনক। আশা রাখি অন্তত ওমরাযাত্রীদের যেন কোন ধরনের সমস্যায় পড়তে না হয়, আর্থিক ক্ষতি না হয় সে বিষয়টি নজর দিবেন তারা। তিনি আসন্ন ডিসেম্বর মাসে এবং আগামী রমজানে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ওমরাযাত্রীদের দুর্ভোগ লাঘবে অতিরিক্ত ফ্লাইট চালু করার জন্য সাউদিয়া এয়ালাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
ড.আব্দুল্লাহ আল নাসের ইনকিলাবকে জানান, ওমরা টিকিট নিয়ে তুঘলকি কারবার শুরু হয়েছে। অতিরিক্ত টাকা দিয়েও ওমরা টিকিট মিলছে না। তিনি বলেন, ওমরাহ টিকিট সঙ্কটের দরুণ যাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ঐতিহাসিক গণঅভ্যুত্থানে দেশ দ্বিতীয় বার স্বাধীন হলেও হজ ও ওমরাযাত্রীদের বিমান ভাড়া নিয়ে এখনো বৈষম্য চলছে। এসব বিষয় দেখার কী কেউ নেই। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে দ্রুত ওমরা ও হজ টিকিটের ভাড়া নির্ধারণে কার্যকরী নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়ার আহবান জানান। হজ ও ওমরাহ টিকিটের ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্যও তিনি জোর দাবি জানান।
বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে ওমরা টিকিট বিক্রির সেলস পলিসির দরুণ সিন্ডিকেট চক্র ওমরা টিকিটের দাম দফায় দফায় বাড়ানোর সুযোগ পাচ্ছে। আটাব কর্তৃপক্ষ ওমরা টিকিট নিয়ে সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ এবং টিকিটের দাম স্বাভাবিক রাখার স্বার্থে বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে টিকিট বিক্রির সেলস পলিসি বন্ধ রাখার জন্য কার্যকরি উদ্যোগ নেয়ার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে। চট্টগ্রাম হাব জোনের সাবেক চেয়ারম্যান শাহ আলম আজ বৃহস্পতিবার ওমরা টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইনকিলাবকে বলেন, ওমরাযাত্রীদের টিকিটেও অশুভ নজর পড়েছে এয়ারলাইন্সগুলোর। আসন্ন ডিসেম্বর মাসে স্কুল কলেজ মাদরাসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে চাকরি জীবি পরিবারগুলো ওই সময়ে ওমরাহ পালন করতে সউদীতে যান বেশি সংখ্যাক যাত্রী। এ সুবাধে এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে গত ১০ নভেম্বর থেকে প্রতি ওমরাহ টিকিটের মূল্য হঠাৎ ১৭ হাজার টাকা বৃদ্ধি করেছে। এতে সাধারণ ওমরাযাত্রীরা অতিরিক্ত টাকা দিয়ে ওমরাহ টিকিট কিনতে গলদঘর্ম। অনেক ওমরাযাত্রী ডিসেম্বর মাসে ছুটি নিয়ে সউদী আরবে যাওয়ার নিয়ত করে বিপাকে পড়েছেন। হজ এজেন্সির মালিক শাহ আলম বলেন, ওমরাহ টিকিট সিন্ডিকেট চক্র আগামী ডিসেম্বর জানুয়ারি মাসের সাউদিয়া, বিমানের প্রায় সব টিকিট কিনে ব্লক করে রেখেছে। সিন্ডিকেট চক্র বিমানের অসাধু কর্মকর্তাদের সাথে আঁতাত করে অধিকাংশ ওমরাহ টিকিট কিনে ব্লক করে রেখেছে। বিমানের ওমরাহ টিকিট কিনতে গেলে টিকিট নেই বলা হচ্ছে। আবার অনেক সময়ে বিমানের সীট খালি নিয়েই জেদ্দা যাচ্ছে। তিনি বলেন, ওমরা টিকিটের দাম সীমাহীন বাড়ছে এবং টিকিট বিক্রিতে কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, ৭৫ হাজার টাকারা ওমরাহ টিকিট এখন ৯২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামে অতিরিক্ত টাকা দিয়ে ওমরাহ টিকিট কিনতে যাত্রীরা হিমসিম খাচ্ছেন। রাষ্ট্রীয় বিমান সংস্থার ‘অসাধু কর্মকর্তাদের’ যোগসাজশে সউদী রুটের ওমরার টিকিট অগ্রিম বুকিংয়ের নামে ব্লক করে ফেলা হয়েছে। তবে চাহিদামাফিক অতিরিক্ত টাকা দিলে ঠিকই মিলছে বিমান টিকিট। তিনি বলেন, ওমরাযাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্ত ফ্লাইট সংখ্যা কম। তিনি ওমরাযাত্রীদের সুবিধার্থে সকল এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন। এদিকে, গত ১০ সেপ্টেম্বর ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছিল বিমান কর্তৃপক্ষ। বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে। কিন্ত ডিসেম্বর মাসকে সামনে রেখে বর্তমানে বিমানের উল্লেখিত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না বলে একাধিক ওমরাহ এজেন্সির মালিক জানিয়েছেন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ

জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ

বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান

বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান

গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর

গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর

ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি

ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬

জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি

জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি

দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড

গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড

যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা

যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা

আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান

আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান

প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি

অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী

ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র

পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র

মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?

মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়

অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়

নাট্যকার হুমায়ূন আহমেদ

নাট্যকার হুমায়ূন আহমেদ