ডেঙ্গু প্রতিরোধে সরকারের টেকসই রূপরেখা
১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রথম ১০০ দিনের মধ্যে টেকসই উপায়ে ডেঙ্গু প্রতিরোধের উপায় খুঁজে বের করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
এই পদক্ষেপের অংশ হিসেবে, সরকার ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) দু’টি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। কমিটিগুলোকে ডেঙ্গু মোকাবেলায় একটি গবেষণা ভিত্তিক রূপরেখা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সাবেক এলজিআরডি ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে বৈঠকের পর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির মধ্যে প্রতিরোধ কার্যক্রম জোরদার করার বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে সরকার ডিএসসিসি ও ডিএনসিসিতে দু’টি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।
এএফ হাসান আরিফ বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আমরা উন্নত দেশের মতো গবেষণাভিত্তিক কর্মসূচি গ্রহণ করছি।
উপদেষ্টা বলেন, তারা চিকিৎসা ও সচেতনতা সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রোধে ব্যবস্থা নিয়েছেন।
ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস'র এক বিবৃতিতে বলা হয়েছে, এবছরের ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগে মোট আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২১ জন এবং মারা গেছেন ৩৭২ জন।
গত বছর, দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ডিএসসিসিতে গঠিত ছয় সদস্যের একটি বিশেষজ্ঞকমিটি কার্যকর উপায়ে রাজধানীর ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলার পরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করছে।
মশাবাহিত রোগ বৃদ্ধির প্রেক্ষাপটে ডেঙ্গু প্রতিরোধে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের জন্য ডিএসসিসি কাজ করছে।
শামসুল বলেন, 'আমরা ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করার জন্য দু’টি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে কাজ করছি।
তিনি বলেন, 'স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা পর্যালোচনা করে আমরা ডেঙ্গু প্রতিরোধে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো।’
তবে তিনি বলেন, ডিএসসিসি এলাকায় তাদের ১ হাজার ৫০ জন কর্মী নিয়মিত মশা নিয়ন্ত্রণ অভিযান পরিচালনার পাশাপাশি তাদের নেওয়া পদক্ষেপগুলো সপ্তাহে তিন থেকে চার শতাংশ পর্যন্ত সংক্রমণের হার কমিয়ে আনবে।
ডিএসসিসির বিশেষজ্ঞ কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- ডিএসসিসির প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালী বেগম, ঢাবির চিকিৎসা কীটতত্ত্ববিদ ড. তানজিন আক্তার এবং ড. ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কীভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় তা নিয়ে কাজ করতে ছয় সদস্যের আরেকটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
উপাচার্যের আশ্বাসে ১৮ ঘন্টা পর অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা
ছেলে নয়, গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখেন বাড়ির ভাড়াটিয়া: পুলিশ তদন্তে নতুন মোড়
দীর্ঘ ৯ মাস পর চালু হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা
মধ্যপ্রাচ্যে সঙ্কট নিরসনে আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে রাশিয়া
সেনবাগে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার!
ফারুকীকে প্রত্যাহার না করলে আবারো রাজপথে নামবো মুফতি ফয়জুল করীম
কুরস্কে একদিনে কিয়েভের ৪৩০ সেনা নিহত
সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: মঈন খান
সেনবাগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
দিন-দুপুরে রাজধানীতে বাসায় লুটপাট, নিয়ে গেছে দুধের শিশুকেও
জামায়াত দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ডাঃ তাহের
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নতুন কমিটিকে ঘিরে উত্তেজনা, প্রশাসক নিয়োগ দিলেন ডিসি
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনগণের প্রত্যাশা পছন্দের প্রার্থীকে ভোট দিবে : আমিনুল হক
উন্নত ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে আমানতদারিতা নিয়ে আজহারীর বার্তা
অ্যাপাচি গানশিপে যৌনমিলন, দুই সেনা গ্রেফতার
রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন সার্বিক সহযোগিতা করবে- সিলেট মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজ
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
অগ্নিঝরা লুকে ভিকি কৌশল, পুরাণ কাহিনী নিয়ে আসছে "মহাবতার"