সবার জন্য খাদ্য নিশ্চিত করতে ওএমএস’র চালু রাখবে সরকার
১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম
সরকার দেশে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওপেন মার্কেট সেল (ওএমএস)-এর আওতায় খাদ্যদ্রব্য বিতরণ চালু রেখেছে।
খাদ্য সচিব এম মাসুদুল হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশে চলতি বছরের আগস্ট থেকে তিন মাসের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ চলছে।
তিনি বলেন, এই কর্মসূচির আওতায় এখন সারাদেশে মোট ১ হাজার ১৩৩টি বিক্রয় কেন্দ্র থেকে খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয় পরিচালিত ওএমএস কার্যক্রম চলতি মাসের শেষ পর্যন্ত চলবে। তবে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) পরিচালিত ওএমএস অব্যাহত থাকবে বলে সচিব জানান।
ওএমএস কর্মসূচির আওতায় একজন লোক সপ্তাহে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং ২৪ টাকা দরে পাঁচ কেজি খোলা আটা পাচ্ছেন।
এই কর্মসূচির আওতায় রাজধানী ঢাকার মানুষ সপ্তাহে ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল এবং ৫৫ টাকায় দুই কেজি ওজনের দুই প্যাকেট আটা কিনতে পারবেন।
একই সময়ে, খাদ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ওএমএস নীতি-২০১৫ এবং খাদ্য বান্ধব নীতি-২০১৭ সংশোধন করেছে।
সচিব বলেন, খাদ্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চাল ও ধানের বাজার মূল্য নিয়ন্ত্রণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু করেছে।
খাদ্য মন্ত্রণালয় ধান ও ধানের বাজার মূল্যের উপর সঠিক সময় পর্যবেক্ষণের একটি ধারণা তৈরি করেছে, এর উদ্দেশ্য ধান উৎপাদনকারী জেলার গুরুত্বপূর্ণ হাটবাজার থেকে পাইকারি মূল্যে চাল ও ধান সংগ্রহ ও সংরক্ষণ করা।
ধান ও চালের পাইকারি মূল্যের একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করতে ২০টি গুরুত্বপূর্ণ ধান-চালের বাজার থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি মোবাইল অ্যাপ এবং ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে।
এর পাশাপাশি খাদ্য সচিব বলেন, সরকার ইতোমধ্যে বেসরকারি খাতের চাল আমদানির ওপর থেকে সব শুল্ক তুলে নিয়েছে এবং অগ্রিম আয়কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হয়েছে।
সরকার এক মাসের মধ্যে বেসরকারি খাতকে ৩ লাখ ২৭ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে, ইতোমধ্যে ৫৯টি চাল আমদানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন।
এতে মোট ২ লাখ ৪৭ হাজার টন সিদ্ধ ও ৮০ হাজার টন আতপ চাল।
অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) এম. হাবিবুর রহমান হোসাইনী জানান- খুচরা বাজারে দাম স্থিতিশীল রাখতে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি বছর পাঁচ মাসের জন্য গ্রামীণ এলাকার ৫০ লাখ পরিবারের প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।
কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ভোক্তাদের একটি ডাটাবেস তৈরি করেছে।
আধুনিক খাদ্য সংরক্ষণ সুবিধা প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সহায়তায় সরকার খাদ্য মজুদ ক্ষমতা জোরদার করার পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রকল্পের অধীনে, বিদ্যমান ১৩ লাখ টন থেকে প্রায় ১৮ লাখ টন মজুদ ক্ষমতা বাড়াতে সাতটি আধুনিক ইস্পাতের সাইলো নির্মাণ করা হচ্ছে। সূত্র: বাসস
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু