নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসিয়ে দেওয়ার সুযোগ নাই: এবি পার্টি
১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
বাংলাদেশ একটি নদী বিধৌত অঞ্চল হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। বিশেষ করে চরাঞ্চল, দ্বীপ এলাকা, পার্বত্য অঞ্চল সহ প্রচুর দূর্গম এলাকা রয়েছে যেখানে বিদ্যুতের মুল সংযোগ থেকে ঐসমস্ত এলাকার জনগণেকে সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
এর বাইরে পরিবেশগত জটিলতায় গোটা পৃথিবীই নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। এখন পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সার্বিক বিবেচনায় আগামী একদশকে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হতে পারে। যার ফলে বহু নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি। এমতাবস্থায় ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই বিনিয়োগ বাধাগ্রস্থ করার কোন সুযোগ নাই বলে দাবি করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে সরকারের করনীয় বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে নিম্নোক্ত ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেন:
১. দীর্ঘ মেয়াদে নবায়নযোগ্য জ্বালানি ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। তাই এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে কোনো ভাবেই বাধা দেওয়া যাবে না। যে সমস্ত প্রকল্পগুলো LOI (Letter of Intent বা সরকার থেকে কাজের ইচ্ছাপত্র) প্রাপ্ত হয়েছে সেগুলোতে "NO electricity, No pay" ভিত্তিতে উৎপাদন সচল করতে হবে, তার মানে কোনো ক্যাপাসিটি চার্জের নামে দেশের টাকা অপচয়ের সুযোগ নেই। প্রয়োজনে পুনঃ দরকষাকষি করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন নিশ্চিত করে মহা দুর্নীতির প্রকল্পসমূহ আর নবায়ন না করে বৈদেশিক মুদ্রার চাপ কমাতে হবে। প্রায় ২৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৩৪ টি কোম্পানীকে, যাঁদের অধিকাংশগুলোতে বিদেশী বিনিয়োগ আছে, কাজ চলমান রাখার অনুমতি দিতে হবে। অনেক কোম্পানী ইতিমধ্যেই কোটি কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে; এতে বিদেশী বিনিয়োগ অনুৎসাহিত হবে, ব্যবসা বান্ধব দেশের তালিকাতে আমরা পিছিয়ে পড়ব আর হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রকে গচ্ছা ও ক্ষতিপূরন দিতে হবে দেশী এবং বিদেশী আদালতে। প্রায় ৫ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ, ৬০ হাজার কোটি টাকা সমমূল্যের, এবং দেশের বদনাম কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না;
২. নবায়নযোগ্য জ্বালানি মূল্য কমাতে সরকারি উদ্যোগে অনাবাদি খাস জমি ও চরাঞ্চলগুলোকে বাছাই করে সেখানে সঞ্চালন লাইন তৈরি করে ওপেন টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে;
০৩. বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি চরে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্যে যে সম্ভাবনা পরীক্ষা চলমান সেটা দ্রুত শেষ করে সেখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে;
৪. লক্ষ লক্ষ ডিজেল চালিত সেচের মেশিনকে সোলার প্যাম্পে রূপান্তরিত করতে হবে, এতে যেমন উৎপাদন খরচ কমবে ঠিক তেমনি আমাদের ডলার দিয়ে বিদেশ থেকে ডিজেল কম কিনতে হবে;
৫. গ্যাস/বিদ্যুতের কোম্পানিগুলোর পাশাপাশি ছাদ মালিক ও বিনিয়োগকারী কোম্পানির সাথে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে নেট মিটারিং কার্যক্রম সম্প্রসারণ করে বাড়ীর ছাদে স্থাপিত সোলার থেকে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে;
০৬. দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতায়িত গাড়ী উৎপাদনের উদ্যোগ নিতে হবে, সেক্ষেত্রে উদ্যোক্তা এবং গ্রাহকদের সমন্বিত বিনিয়োগের জন্য উত্সাহিত করতে হবে;
০৭. নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহ্নত সোলার প্যানেল, ইনভার্টার সহ প্রয়োজনিয় পণ্যে কর শূন্যে বা নূনতম পরিমানে নামিয়ে আনতে হবে;
০৮. দরকার হলে বাংলাদেশ কে কয়েকটি অঞ্চলে ভাগ করে "FEED and Tariff" দিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে হবে;
০৯. ভুটান ও নেপাল থেকে ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন করে কিভাবে কমমূল্যে জলবিদ্যুৎ আমদানি করা যায়, যদি কখনো একান্ত প্রয়োজন হয়, তার পদক্ষেপ নিতে হবে;
১০. অফ পিক আওয়ারে (দিনের তুলনামূলক কম ব্যস্ত সময়ে) কম মূল্যে বিদ্যুৎ ব্যাটারি স্টোরেজের মাধ্যমে মজুদ করে ব্যস্ত সময়ে ব্যবহার, স্ট্যাবল ট্রামিশন সিস্টেম ও চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, আমেনা বেগম, সুমাইয়া শারমিন ফারহানা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটে সাংবাদিক তুরাব হত্যাকান্ডে ৫ দিনের রিমান্ডে কনস্টেবল উজ্জ্বল
আরএমপির তিন থানায় নতুন গাড়ি হস্তান্তর করেন পুলিশ কমিশনার
ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
চীনে ইয়াও জাতিগোষ্ঠীর পানওয়াং উৎসব অনুষ্ঠিত
চীনে ইয়াও জাতিগোষ্ঠীর পানওয়াং উৎসব অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক রাত্রিযাপন সীমিতকরণ ও ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী
খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে পরিণত করতে হবে; কেসিসি সচিব
এটা বিপ্লবী সরকার, নির্বাচন দেওয়াটাই শুধু আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ
ব্রিটেনে নওয়াজ শরীফের পুত্রকে ‘দেউলিয়া’ ঘোষণা
এস আলম-বেক্সিমকোসহ কোনো কোম্পানি বন্ধ করা হবে না: গভর্নর
২৪ ঘণ্টায় আরও ১০৮৩ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৬
আবারও প্রেমের ভেলায় ভেসেছেন চিত্রনায়িকা পরিমণি
পতিত স্বৈরাচার শেখ হাসিনার নতুন অডিও ফাঁস
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক-রেলপথ ছাড়লেন
জাতীয় প্রেস ক্লাব সভাপতি-সম্পাদকের সঙ্গে ডিএসইসি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
এবার তেল আবিব ও আশকেলনে হামলা হুথিদের
এক ছবি বিক্রি হচ্ছে ১২০০ কোটিতে, কী রয়েছে?
আশুলিয়ায় দুই মাস পর হাসপাতালের মালিক গ্রেফতার
বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাণিজ্যিক স্বার্থে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করল সউদী