মধ্যরাতে হাসনাতের পোস্ট : ঐক্যের ডাক
২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম
ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপে রেষারেষি ও দলাদলির বদলে ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে ঐক্যের ডাক দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বিগত দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের জাঁতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতা-কর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ।
তিনি আরও লিখেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু-কিশোররাও আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে চব্বিশের সফল গণ-অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণ-অভ্যুত্থান।’
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘দল হিসেবে যারা দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম-খুন ও অন্যায়-অবিচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই। দলটিকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবিই এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে-মুখে, অন্তরে-অন্তরে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক আরও লিখেছেন, ‘একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর ৭১ ও ৯০-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে।’
বিভাজন চান না জানিয়ে এই সমন্বয়ক লেখেন, ‘সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই। অপশাসনের বদলে সুশাসন চাই। বাংলাদেশের মানুষ বহুকাল যাবত নানাবিধ দুর্দশায় দিনানিপাত করছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত, ফটকে তালা, ব্লকেড কর্মসূচি
৭০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করলো সিলেট বিজিবি
ধনকুবের হওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
ট্রাম্প মার্কিন মেডিকেইড সংস্থার তত্বাবধানকারী হিসেবে মনোনয়ন দিলেন মেহমেত ওজকে
এয়ারটেল নিয়ে এলো মিউজিক ভিডিও: Airtel-এর দুনিয়ায় বন্ধু সবাই!
জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ ইউজিসির
সাবেক আইনমন্ত্রী খুনি আনিসুল ৫ দিনের রিমান্ডে
করাচি থেকে গোলা-বারুদের জাহাজ আসার সংবাদটি গুজব
যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক তহবিল কমালে পরাজয়ের সম্ভাবনা রয়েছে ইউক্রেনের
"২৯ বছরের সংসারে ভাঙ্গন এ.আর. রহমানের, লোক চক্ষুর আড়ালে থাকতে চান তিনি"
লেবাননে গত দু’মাসে ইসরায়েলি হামলায় নিহত দুই শতাধিক শিশু : ইউনিসেফ
চোর প্রতিমন্ত্রীর ডাকাত স্ত্রী!
লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার অভিযোগে ব্রাজিলে ৪ সেনা, ১ পুলিশ গ্রেপ্তার
ইসরাইলি বর্বর হামলায় গাজায় প্রাণ গেলো আরও ৫০ ফিলিস্তিনির
জুলাই গণহত্যা: সাবেক আইজিপিসহ ট্রাইব্যুনালে হাজির করা হবে আটজনকে
জাবিতে মতবিনিময় সভায় শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল
মাস্কের স্টারশিপ রকেট উৎক্ষেপণ দেখতে সশরীরে উপস্থিত হলেন ট্রাম্প
যশোরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
যশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের ৩ কর্মী গ্রেফতার
ব্রাজিল হোঁচট খেল আবারও