পুলিশের নিষ্ক্রিয়তায় ইসকনের তান্ডব!
২৯ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ছিল উগ্রবাদীদের দখলে : প্রিজনভ্যান থেকেই মাইকে বক্তব্য দেন চিন্ময় কৃষ্ণ : আইনজীবী আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার আরো ৮ জন
পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই চট্টগ্রামের আদালত এলাকায় ইসকনের উগ্রবাদী সদস্যরা তাÐব চালানোর সুযোগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ শুরু থেকে কঠোর অবস্থানে থাকলে পরিস্থিতি সামাল দেয়া যেত এবং একজন আইনজীবীকে প্রকাশ্যে দিনের আলোতে কুপিয়ে হত্যার মতো ভয়াবহ নৃশংসতা এড়ানো যেত।
মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ইসকন নেতা সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে হাজির করা নিয়ে যে তাÐব ঘটেছে তার দায় পুলিশ এড়াতে পারে না বলেও মনে করেন আইনজীবী নেতারা। তাদের অভিযোগ ওই দিন পুলিশের কিছু কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। কোন কিছুতেই তাদের কোন নিয়ন্ত্রণ ছিলো না, উগ্রবাদীদের কাছে পুলিশ সদস্যদের রীতিমতো অসহায় দেখা গেছে। এই ঘটনায় নিজেদের ভ‚মিকা নিয়ে খোদ পুলিশের মধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহারও করা হয়েছে। যদিও পুলিশের ভাষ্য তাদের কোন গাফিলতি নেই, তারা ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন।
বিগত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেফতার করা হয়। ওই রাতেই তাকে চট্টগ্রামে আনা হয়। পরদিন সকালে আদালতে আনা হয় তাকে। চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামসহ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। তাকে গ্রেফতারের খবরে কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামে সমাবেশ করেন তার অনুসারিরা। এই নিয়ে নগরীতে মূলত সোমবার বিকেল থেকেই উত্তেজনা তৈরি হয়। এ অবস্থায় পরদিন সকালে চিন্ময়কে আদালতে হাজির করা হলেও সেখানে তেমন কোন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে আদালতে আনার আগেই চিন্ময়ের শত শত সমর্থক কোন বাধা ছাড়াই আদালত এলাকায় জড়ো হয়। এক পর্যায়ে তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ শুরু করে।
চিন্ময়কে বহনকারী প্রিজনভ্যান থেকে শুরু করে আদালত ভবন সবকিছুই ছিল তার সমর্থকদের নিয়ন্ত্রণে। চিন্ময়কে তার আইনজীবী ও উগ্র সমর্থকেরা তাদের কাছে নিয়ে নেয়। তাকে ঘিরে ধরে আদালত এলাকায় বসিয়ে তাকে বাতাস করতেও দেখা যায় একটি ভিডিওতে। মহানগর হাকিম আদালতে চিন্ময়ের জামিন আবেদন খারিজ হতেই তারা বিক্ষোভে ফেটে পড়েন। অনেকে আদালতে ভাংচুর করেন। বিচারকে গালমন্দ করেন কেউ কেউ। এরপর প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ শুরু হয়। অনেক সমর্থক প্রিজনভ্যানের চার পাশে রাস্তায় শুয়ে পড়ে। পুলিশ তখন অসহায়ের মতো দূরে দাঁড়িয়ে থাকে। উগ্রবাদীদের বিক্ষোভে আদালত ভবন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চিন্ময়কে বহনকারী প্রিজনভ্যান তার সমর্থকদের দখলে থাকে। সেখানে দাঁড়িয়ে তাকে হ্যান্ডমাইকে তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতেও দেখা যায়।
চিন্ময়ের সমর্থকেরা মহানগর হাকিম আদালতে দেয়া জামিন আবেদন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে ওই দিনই মহানগর দায়রা জজ আদালতে রিভিউ আবেদন করার আবদার করেন। এক পর্যায়ে আদালত এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে লাঠি চার্জ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এর পাল্টা হিসাবে ইসকনের উগ্রবাদীরা পুলিশের উপর হামলার পাশাপাশি আদালত এলাকায় ব্যাপক ভাঙচুর শুরু করে। তাদের হামলা থেকে যানবাহন, আইনজীবীদের চেম্বার এমনকি মসজিদও বাদ যায়নি। মূলত মসজিদে হামলার পরই সাধারণ মুসল্লি ও আইনজীবী এবং পথচারীরা সংঘবদ্ধ হয়ে উগ্রবাদীদের প্রতিরোধে রাস্তায় নামে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে চিন্ময়ের সমর্থকেরা রঙ্গম সিনেমা ও কোতোয়ালীর মোড়ে এবং মুসল্লি-আইনজীবীরা জেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। আইনজীবী নেতার বলছেন, আদালত প্রাঙ্গণে তাÐবের পর পুলিশ উগ্রবাদীদের রাস্তা থেকে হটিয়ে দেয়ার বদলে তাদের নৈরাজ্য করার সুযোগ করে দেয়। আর এক পর্যায়ে তারা রাস্তা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে রঙ্গম সিনেমা হলের পাশে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। শত শত মানুষের সামনে এমন বর্বরতম ঘটনা ঘটলেও পুলিশ তাকে উদ্ধারে সেখানে যায়নি। বরং আইনজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তার আগেই তার মৃত্যু হয়।
গতকাল আলিফ হত্যার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশ থেকে আইনজীবী নেতারাও ওই দিন পুলিশের ভ‚মিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হ্যান্ডমাইক দিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের কাছে জবাব চেয়েছেন আইনজীবীরা। সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আমরা পুলিশকে নিষ্ক্রিয় দেখেছি। পুলিশ প্রিজনভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিল। আমরা এটার পেছনে পুলিশের ইন্ধন আছে বলে মনে করি। আমরা বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, আসলাম চৌধুরী, মীর নাছির উদ্দিন ও জামায়াতের শাহজাহান চৌধুরীকে আদালতে আনতে দেখেছি। তাদের সমর্থকদের পুলিশ প্রিজনভ্যানের পাশেও দাঁড়াতে দেয়নি। কোন উদ্দেশ্যে তাহলে সেদিন পুলিশ প্রিজনভ্যান ফেলে চলে গেছে?
তিনি বলেন, এ চিম্ময় দাস হ্যান্ডমাইক দিয়ে ওই প্রিজনভ্যান থেকে বক্তব্য দিয়েছে। বক্তব্যে সে বলেছে, আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। পুলিশ কমিশনার সাহেব আমি আপনার কাছে জবাব চাই, আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে চিন্ময় দাসের কাছে হ্যান্ডমাইক কীভাবে গেল। তিনি আরো বলেন, আমাদের এ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ও তার আশেপাশে এরকম ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি। মঙ্গলবার ইসকনের একজন সন্ত্রাসী নেতাকে গ্রেফতার করে আনার পর আদালত তাকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন তখন আমরা তার অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রম দেখলাম। তাকে প্রিজনভ্যানে তোলার পর ইসকনের সমস্ত সন্ত্রাসীরা গাড়িকে আটকে রেখে প্রায় চার ঘণ্টার মতো উলল্লাস করেছে।
পুলিশ নীরব ভ‚মিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশাগত কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলেন। কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে ওই রঙ্গম সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। বর্তমান অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে। সারা বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশ নীরব ভ‚মিকা পালন করছে। আমরা মনে করি পুলিশের মধ্যে সরষে ভুত আছে। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে। তারা এ সরকারকে ব্যর্থ করতে চায়। আমরা সেটা হতে দেবো না।
তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি, চিন্ময় দাসকে নাকি জেলখানায় ডিভিশন দেয়া হয়েছে। আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলার আসামিকে কীভাবে ডিভিশন দেয়? সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব, আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন। তাকে সাধারণ কয়েদির সঙ্গে রাখবেন। সে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। আমরা অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানাই, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ। বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, আমরা আমাদের ভাইকে হারিয়েছি। চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের ১৮৬ বছরের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা এটা। আমার ভাইয়ের রক্তে আজ আমাদের ক্যাম্পাস লাল হয়ে গেছে। আমরা মানুষকে ইনসাফ দিই, অথচ আমরা আজ বে-ইনসাফের শিকার হয়েছি। আমরা তার দুই বছরের শিশুপুত্রকে কী জবাব দেব? আমরা তার অনাগত সন্তানকে কী জবাব দেব?’ আলিফ হাত্যার প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেন আইনজীবীরা।
এদিকে আদালত এলাকায় সহিংসতা ও আইনজীবী খুনের ঘটনায় আরো আট জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নগর পুলিশের উপ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আট জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে সহিংসতার ঘটনায় ছড়িয়ে পড়া ছবি থেকে শনাক্ত করা হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত আইনজীবী আলিফ হত্যার ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। উপ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন বলেন, মামলা না হলেও আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। হত্যাকাÐে জড়িত সন্দেহে আট জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে দুই জনের ছবি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে। ছবি দেখে শনাক্ত করা দুই জনের মধ্যে একজন নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার রাজীব ভট্টাচার্য ও অপর জন্য আমান দাশ বলে জানান তিনি।
হেলমেট পরে হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ানোদের মধ্যে যাদের ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে যাদের দেখা গেছে তাদের অনেককেই শনাক্ত করা হয়েছে বলে দাবি উপ কমিশনার রইছ উদ্দিনের। পুলিশ জানায়, হত্যাকাÐের সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃতরা হলেন- রুমিত দাশ, গগন দাশ, সুমিত দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, মনু মেথর, আমান দাশ ও রাজীব ভট্টাচার্য। তারা পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি। পাশাপাশি তারা হত্যাকাÐের সাথেও জড়িত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক