ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম

চট্টগ্রামে মসজিদে মুসল্লীদের ওপর হামলা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে গতকাল দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনÑ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ বলেছেন, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। বাংলাদেশে এ সংগঠনের সকল কার্যক্রম বন্ধসহ অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী এই সংগঠনের সঙ্গে জড়িতরা গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রæত গ্রেফতার ও অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। দেশের আলেম-ওলামাসহ শান্তিপ্রিয় সাধারণ নাগরিকদের সময়ের দাবি উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করা। এই সংগঠনটির সন্ত্রাসী কর্মকাÐের কারণে ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সউদী আরব, রাশিয়ায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না।

গতকাল কুমিল্লা টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন হেফাজত নেতৃবৃন্দ। পরে ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের দাবিতে টাউন হল মাঠ থেকে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ মোড় হয়ে মোগলটুলি, কেন্দ্রীয় ঈদগাহ সড়ক হয়ে পূবালী চত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানী। বক্তব্য রাখেন হেফাজত মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মুফতি ইয়াকুব ওসমানী, মাওলানা জামিল আশরাফী, মুফতি নাইমুল ইসলাম, মুফতি মোজাম্মেল, মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল কাদের জামাল, মাওলানা খলীলুর রহমান কাসেমী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাÐে জড়িতের বিচার ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন কাসেমী ও সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসকনের যারাই এ হত্যাকাÐের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমাদ জিহাদী, মুফতি হাবিবুল্লাহ খান, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, মুফতি মাসুদ পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনার নেতা ইমরান হোসাইন, ছাত্র নেতা হাফেজ সাকিবুল হাসান প্রমুখ।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংকের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল ফিরোজ, মাওলানা জাবের আল সাবা, যুব মজলিসের জেলা কমিটির সভাপতি দেওয়ান তানজিল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, শরীয়তপুর ওলামা পরিষদ বিক্ষোম মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জমিয়তে ওলামায় ইসলামের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, জেলা হেফাজত ইসলামের সভাপতি সাব্বির আহম্মেদ ওসমানী, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, শরীয়তপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মো. মিজানুর রহমান মোল্লা প্রমুখ।

হিলি সংবাদদাতা জানান, দিনাজপুরের হিলিতে বিক্ষোভ করেছে সামাজিক শক্তি নামের একটি সংগঠন। গতকাল হিলি আজিজয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তারা ইসকনকে জঙ্গী সংগঠন উল্লেখ করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামে মসজিদে মুসল্লীদের ওপর হামলা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাধারণ ছাত্র জনতা ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বায়তুশ শরফের সামনে থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওসমান সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম জাবেদ, মহিউদ্দিন, নুরুল আলম, জসিম উদ্দিন, মো. ওসমান, মাসুম, কামাল, আজিম, রাহাত, মামুন প্রমুখ।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন মাওলানা আনাস মাদানি, হাফেজ মাহবুল্লাহ, কারী ইদ্রিস, মাওলানা নুরুল আজিম, মাওলানা সিরাজ উল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নাজমুল, মাওলানা আবুল কালাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মো. ইলিয়াস প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন তহিদুজ্জামান খান নিশাদ, আমানুল্লাহ সামির, জাহিদুল ইসলাম শুভ, জাহিদ হাসান, রিফাতুল ইসলাম তারেক, মো. সামি প্রমুখ।

চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কে রানীরবন্দরের তাওহীদি মুসলিম জনতার উদ্যোগে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাঈফি, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরল উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা ও যুবসমাজের আয়োজনে মিছিলে ছাত্র প্রতিনিধি হারুন অর রশিদ, মেহেদী হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জিসান, রিফাত, রাহেনুর ইসলাম প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান, সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে ব্যাপক তান্ডব ভাংচুর ও বেপরোয়া হামলায় চলিয়ে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলার সকল ছাত্র জনতার উদ্যোগে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মৌলভীবাজার শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

দেওয়ানগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিক্ষোভ মিছিলটি দেওয়ানগঞ্জ কমিল মাদরাসা থেকে পৌরবাজার প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মো. মাহবুবুর রহমান তালুকদার, সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ খাঁন রাসেল প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কিভাবে বাংলাদেশকে বদলে দিলেন ড. ইউনূস? তার সাফল্য কি!
প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: ড. ইউনূস
ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় আমদানি নীতিতে পরিবর্তন আনছে সরকার
বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের তিনটি শূন্যের বিশ্ব গড়ার আহ্বান
আরও
X

আরও পড়ুন

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মিয়ানমারে ভূমিকম্পের পরপরই আন্তর্জাতিক সম্মেলনে জান্তা প্রধানের সফর

মিয়ানমারে ভূমিকম্পের পরপরই আন্তর্জাতিক সম্মেলনে জান্তা প্রধানের সফর

মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা

মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা

চালের চেয়েও ছোট পেসমেকার উদ্ভাবন, চিকিৎসায় নতুন সম্ভাবনা

চালের চেয়েও ছোট পেসমেকার উদ্ভাবন, চিকিৎসায় নতুন সম্ভাবনা

কিভাবে বাংলাদেশকে বদলে দিলেন ড. ইউনূস? তার সাফল্য কি!

কিভাবে বাংলাদেশকে বদলে দিলেন ড. ইউনূস? তার সাফল্য কি!

বকশীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বকশীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কুয়াকাটা সৈকত দখল করে নির্মাণ হচ্ছে ঝুঁকিপূর্ণ মার্কেট, পাশেই থাকে হাজারো পর্যটকের অবস্থান

কুয়াকাটা সৈকত দখল করে নির্মাণ হচ্ছে ঝুঁকিপূর্ণ মার্কেট, পাশেই থাকে হাজারো পর্যটকের অবস্থান

ফোর্বসের ধনী তালিকায় রেকর্ডসংখ্যক সউদী বিলিয়নিয়ার

ফোর্বসের ধনী তালিকায় রেকর্ডসংখ্যক সউদী বিলিয়নিয়ার

ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিন

ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিন

গাজায় ইসরায়েলি অপরাধের তদন্তের দাবি ফিলিস্তিন রেড ক্রিসেন্টের

গাজায় ইসরায়েলি অপরাধের তদন্তের দাবি ফিলিস্তিন রেড ক্রিসেন্টের

ব্যাঙ্ককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

ব্যাঙ্ককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

সৈয়দপুরে রংধনু ও পাতাকুঁড়ি পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়ছে

সৈয়দপুরে রংধনু ও পাতাকুঁড়ি পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়ছে

মাস্কের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

মাস্কের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: ড. ইউনূস

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: ড. ইউনূস

দেশ ও জাতির জন্য তানিফার অবদানের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সেলিম উদ্দিন

দেশ ও জাতির জন্য তানিফার অবদানের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সেলিম উদ্দিন

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি

চৌদ্দগ্রামে দুই লক্ষ যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

চৌদ্দগ্রামে দুই লক্ষ যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

মার্কিন কৃষি কি চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সামলাতে পারবে?

মার্কিন কৃষি কি চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সামলাতে পারবে?

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় আমদানি নীতিতে পরিবর্তন আনছে সরকার

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় আমদানি নীতিতে পরিবর্তন আনছে সরকার