জুলাই-আগস্ট হত্যাকান্ডে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা হবে -আইজিপি
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত পরিস্থিতিতে অনেক মিথ্যা ও গায়েবি মামলা হচ্ছে। এসব মামলাকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। এরসাথে অনেক প্রভাবশালীও জড়িত। মামলায় নাম থাকলেই গ্রেফতার করতে হবে, তা আইনে নেই। বিনা যুক্তিতে, বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের নব নিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব কথা জানান।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনকালে ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। তিনি পুলিশ বাহিনীর পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছেন। ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হয়েছে। জনগন ও সরকারের সহযোগিতায় ধীরে ধীরে পুলিশের অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছেন তিনি। দেশের জনগণের সমর্থন ও সহায়তা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ দুরূহ। পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে।
বাহারুল আলম বলেন, পুলিশ ও সরকার প্রথম থেকেই বলে আসছে, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত কোনো কোনো মামলায় আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। তিনি বলেন, যদি আপনার কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না।
জঙ্গি আখ্যা দেওয়া অনেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জামিনে ছাড়া পেয়েছেন, খালাস পেয়েছেন- এ ই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আদালত যদি কাউকে জামিন বা খালাস দিয়ে থাকেন, সেটিই চূড়ান্ত। আমরা সেটিকে শ্রদ্ধা করব। এর বাইরে আমরা অন্য কিছু বলতে যাব না।
কিছু পুলিশ কর্মকর্তা ছাত্র-জনতার অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ করেন। তারা কোথায় এবং তাদের বিষয়ে পুলিশের পদক্ষেপ কী- জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের তদন্ত চলমান। প্রত্যেকের অবস্থান আমরা এখনো বের করতে পারিনি। যদি তারা দেশের ভেতরে থাকেন এবং তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি, তাহলে অবশ্যই তাদের আমরা আইনের আওতায় আনব। যদি তারা বাইরে থাকেন, সেক্ষেত্রেও বিধিগত প্রক্রিয়া আছে। আমরা তাদের বিষয়ে কাজ করছি। আইজিপি বলেন, জুলাই আগস্টের হত্যাকাÐে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত ছিল তারা কেউ দায় এড়াতে পারবে না, আইনগতভাবেই তাদের বিচারের মুখোমুখি করা হবে।
জঙ্গি হামলা হতে পারে, এমন কারণ দেখিয়ে স¤প্রতি যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। এমন কোনো আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন, এমন কোনো শঙ্কা আমরা দেখছি না। আমি মনে করি তাদের ইন্টেলিজেন্স আমাদের থেকে ভালো যে কারণে আমরা এ নিয়ে গুরুত্ব দিচ্ছি এবং সজাগ রয়েছি।
বিগত সরকারের আমলে নির্বাচনের সময় ভোট কারচুপিতে তৎকালীন পুলিশ বাহিনী সহায়তা করেছে। আগামীতেও পুলিশ দলীয়ভাবে ব্যবহৃত হবে কি না, এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশের এখন পর্যন্ত কেমন প্রস্তুতি আছে জানতে চাইলে বাহারুল আলম বলেন, আমরা তো নির্বাচনের পর্যায়ে যেতে পারিনি। এখন আমরা পুলিশ ফোর্সের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো এবং পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে মানুষ পুলিশের ওপর আস্থা পায়। আমি প্রতিটি বিভাগে গিয়ে পুলিশ ফোর্সের সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের মধ্যে অনেক হতাশা, ক্ষোভ আছে। সেই জায়গাগুলো দেখতে চাই। পুলিশ বাহিনীকে ওই পর্যায়ে নেওয়ার পর পরবর্তীতে হয়তো নির্বাচনের বিষয়টি আমরা চিন্তা করবো। তবে একটি বিষয়ে আমি বøাইন্ড চেক দিতে পারি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে করার যে পুলিশি সাহায্য, এটা করার পূর্ণ ক্ষমতা আমদের আছে। বিগত তত্ত¡াবধায়ক সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা করেছি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার হতে দেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত