‘২৭ বছরে এবার কলকাতা বইমেলায় অংশ নিতে পারছে না বাংলাদেশ’
০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ এএম
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। গত ২৭ বছর ধরে ভারত ও বাংলাদেশের বইপ্রেমীদের একসুতোয় বাঁধার কাজ করে এসেছে এই মেলা। কিন্তু এ বছর ‘তপ্ত’ বাংলাদেশের পরিস্থিতি। হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকেই ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের বিক্ষোভও অব্যাহত। দিল্লিও চিন্ময়কৃষ্ণ দাসের আইনি অধিকার সুরক্ষিত রাখার দাবি করেছে। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল না থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় সরকার নির্দেশ না দিলে তাঁদের কিছু করার নেই। অর্থাৎ দুই রাষ্ট্রের সম্পর্কের বিষয়টি কেন্দ্রের বিবেচ্য, সেখানে আলাদা করে গিল্ডের কোনও ভূমিকা নেই, স্পষ্ট করেছেন ত্রিদিব।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে এসেছে বাংলাদেশ। শুধু তাই নয়, কলকাতা বইমেলা ঘিরে বাংলাদেশ প্রকাশক এবং বইপ্রেমীদের উৎসাহ থাকত চোখে পড়ার মতো। বইমেলা চত্বরে বাংলাদেশ প্যাভিলিয়ন থাকত অনেকটা জায়গা জুড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেই জায়গায় কি এবার অন্য কোনও স্টল থাকবে? এ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি কেবল বলেছেন, সাংবাদিক বৈঠক করে গিল্ড তার সিদ্ধান্ত জানাবে।
এই প্রসঙ্গে ‘রওনক পাবলিকেশন’-এর কর্ণধার রূপা মজুমদার জানান, বাংলাদেশ বইমেলায় প্রকাশকরা এলে তাঁদের সঙ্গে ওপার বাংলায় বই প্রকাশ নিয়ে আলোচনা হয়। সেই জায়গা থেকে একটা বড় ক্ষতি হতে চলেছে। তবে তাঁর সংযোজন, ‘বই নিয়ে আলোচনা, ভাবনা চিন্তা, সম্পর্কের আদানপ্রদান বন্ধ হয়ে গেল। ভবিষ্যতে আমরা বইমেলায় বাংলাদেশকে দেখতে চাই। তবে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যদি ঠিক না হয় সেক্ষেত্রে আদৌ বাংলাদেশকে দেখতে চাইব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কাঙ্খিত নয়।’
‘দে’জ পাবলিকেশন’-এর অন্যতম কর্ণধার অপু দে এই প্রসঙ্গে বলেন, ‘এখন বাংলাদেশে অস্থিরতা চলছে। আমরা সবসময় বইমেলার মধ্য দিয়ে মেলবন্ধন ঘটাতে চাই। তবে বাংলাদেশের কোনও বইমেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গের কোনও অংশগ্রহণ থাকে না। তবে পরিস্থিতি ঠিক হলে চাইব অবশ্যই বাংলাদেশ অংশগ্রহণ করুক।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘বাণিজ্যিকভাবে কোনও প্রভাব বাংলার প্রকাশকদের উপর পড়বে বলে মনে হয় না।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে: আইজিপি
রাধানগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মাহাবুব চেয়ারম্যান