ভারত ছেড়ে বাংলাদেশের রোগীরা যাচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর
০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়নের কারণে ভিসা জটিলতায় ভুগছেন বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত রোগীরা। ভারত সরকার বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া সীমিত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতে চিকিৎসক দেখানোর জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট এবং ফলোআপ চিকিৎসার রোগীরা বেশি সমস্যায় পড়েছেন। এতে সম্প্রতি এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে রোগীরা চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজছেন। তারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মতো দেশে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন।
বর্তমান পরিস্থিতি দেশের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের চিকিৎসকদের দাবি যারা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তাদের দেশেই সেবা দেওয়া সম্ভব। কারণ কোভিডের সময় রোগীরা বাইরে যেতে পারেননি। দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন। অন্যদিকে কলকাতার কয়েকটি হাসপাতাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশি রোগীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা দিয়েছে। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবায় ১০ শতাংশ ছাড়েরও ঘোষণা দিয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে আজ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। দু’দেশের মধ্যে বৈঠক হবে। এতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভারত গমনে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সহজকরণের বিষয়টা আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ভারত প্রবেশের অনুমতিপত্র (ভিসা ইস্যু) দিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কসহ দেশে ১৫টি ভিসা সেন্টার রয়েছে। স্বাভাবিক সময়ে সেন্টারগুলো দৈনিক গড়ে ২৭ থেকে ৩০ হাজার পাসপোর্ট গ্রহণ এবং ১৯ থেকে ২৫ হাজার ভিসা প্রদান করত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি ছিল সরাসরি মেডিকেল ভিসা। সম্প্রতি নানা ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশের নাগরিকদের ধীরে ধীরে সব ধরনের ভিসা দেওয়া সীমিত করেছে ভারত সরকার।
জানা গেছে বন্ধ্যত্ব, ক্যানসার, হৃদরোগ, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, অর্থোপেডিকস্, নিউরোলজি ও চোখের চিকিৎসায় রোগীরা বেশি বিদেশে যান। এক্ষেত্রে কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক শহর, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে অবস্থিত হাসপাতালগুলো বেছে নেন। সেখানে উচ্চমূল্যে চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর দেশের অর্থ বাইরে চলে যায়। কিন্তু গত কয়েক মাস ধরে এর ব্যত্যয় ঘটছে। মানুষ চিকিৎসার জন্য দেশটিতে যেতে পারছে না।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের বাসিন্দা শাফায়েত হোসেন (৫৫) জানান, তিনিসহ পরিবারের ৩ সদস্য নিয়মিত ভারতে চিকিৎসা নিতেন। পাঁচ আগস্টের পর ফলোআপের জন্য তিনবার চিকিৎসকের মেইল পেয়েছেন। কিন্তু ঢাকার ইন্ডিয়ান ভিসা সেন্টার ভিসা দেয়নি। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গত মাসে তার ক্যানসার আক্রান্ত বোন মারা গেছেন। ভারতীয় ভিসা জটিলতায় পরিবারের অন্য সদস্যদের চিকিৎসায় এখন থাইল্যান্ডের যাওয়ার চেষ্টা করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ভারতের যত ভিসা সেন্টার রয়েছে অন্য কোনো রাষ্ট্রেরই তা নেই। ভারতীয় মেডিকেল ট্যুরিজম শক্তিশালী ভূমিকা রাখায় ২০২২ ও ২০২৩ সালের তুলনায় চলতি বছরে (২০২৪) বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা বেড়েছে ৪৭ গুণ। ই-ভিসার চালুর পর বছর শেষে এই হিসাব আরও বড় হতো।
বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, গত বছর (২০২৩) চিকিৎসা খাতে বৈধভাবে ১,৫৬ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা বিদেশে নেওয়া হয়েছে। এগুলো গেছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে। তবে বেশিরভাগ গেছে ভারতে। এ ছাড়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে ২৫ লাখের মতো রোগী তাদের দেশে আসেন। স্বাস্থ্যসেবা নিতে রোগীরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার ওই দেশে ব্যয় করেন। দুই দেশের সম্পর্কে টানাপোড়নের কারণে গত জুন-জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের পরিবর্তে সিঙ্গাপুর, থাইল্যান্ডের একাধিক হাসপাতালে পাঠাচ্ছে। চীন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম এনে সেবা দিয়েছে।
এদিকে চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠছে থাইল্যান্ড। গত কয়েক মাসে থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে বাংলাদেশি রোগী ২০ শতাংশ বেড়েছে। একইভাবে ব্যাংককের ভেজথানি হাসপাতাল, ব্যাংকক হাসপাতাল, কাসেম রাদ হাসপাতাল, সম্মিতিজ সুখুমভিট হাসপাতাল ও এশিয়া কসমেটিক হাসপাতালে রোগী বেড়েছে।
সম্প্রতি থাইল্যান্ডগামী ফ্লাইটে বেড়েছে যাত্রীর চাপ। থাইল্যান্ডে অবস্থান করা বাংলাদেশিরা জানিয়েছেন সহজ ভিসা, স্বল্প সময় ও কম বিমান ভাড়া, উন্নত চিকিৎসা, সুলভ মূল্যে থাকা-খাওয়া, আকর্ষণীয় পর্যটন, প্রতারিত হওয়ার ঝুঁকি কমসহ নানা সুবিধা বিবেচনায় তারা থাইল্যান্ডে ঝুঁকছেন। ঢাকা থেকে ব্যাংককে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে থাই এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে থাই এয়ারওয়েজ। চাপ এড়াতে থাইল্যান্ড ১ ডিসেম্বর থেকে বাংলাদেশিদের ই-ভিসা দিচ্ছে। চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর জন্য চিঠি দিয়েছে।
এদিকে সম্প্রতি বিশ্বে স্বাস্থ্যসেবায় মালয়েশিয়া প্রথম স্থান অধিকার করেছে। ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন জানিয়েছে, তাদের চিকিৎসা খরচ থাইল্যান্ড ও সিঙ্গাপুরের চেয়ে অন্তত ৭০ শতাংশ কম। তবে ভারতের চেয়ে কিছুটা বেশি। তাছাড়া মালয়েশিয়ায় চিকিৎসকদের জবাবদিহির ব্যবস্থা রয়েছে। চিকিৎসা পেতে কেউ ভোগান্তির শিকার হলে, তা তদন্ত করে ব্যবস্থা নেয় দেশটির সরকার।
মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে মালয়েশিয়ায় চিকিৎসা নেন প্রায় সাড়ে ৮ লাখ বিদেশি। সবচেয়ে বেশি সেবা নেন অস্ট্রেলিয়ান; দ্বিতীয় অবস্থানে বাংলাদেশি। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়াতেও বাংলাদেশি রোগীদের যাতায়াত বেড়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া