ভোজ্যতেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, ভোজ্যতেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ের আওতায় আছে। কোম্পানিগুলো যেন ফাউল প্লে করতে না পারে সেজন্য আন্তর্জাতিক বাজার নিয়মিত মনিটরিং হচ্ছে। দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন হলে সেটি আরও জোরদার হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ, অপূর্ব জাহাঙ্গীর। সরকার কী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এটা সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। পুরো বিশ্ববাজার আমরা মনিটর করছি। সয়াবিন ও পাম অয়েলের ক্ষেত্রে অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। ৯২০-৯৪০ ডলারের টনের তেল এখন ১২০০ ডলার পর্যন্ত উঠেছে। সয়াবিনের মার্কেট প্লেয়ার কিন্তু কম। ৩/৪টি কোম্পানি মূলত মার্কেটটা নিয়ন্ত্রণ করেন। তারা অনেক বড় পরিসরে আমদানি করেন। এই পুরো বিষয়টি আমাদের মনিটরিংয়ে আছে।
তিনি বলেন, মার্কেট ঊর্ধ্বমুখী হলে আমরা অ্যাডজাস্ট করি। কোনো দেশে অ্যাডজাস্টমেন্ট হয় না। আমরা ভোক্তাদের কথা চিন্তা করি তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা মালয়েশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার বাজার মনিটর করছি। কোম্পানিগুলো কোনো ফাউল প্লে করছে কী না এজন্য বিদেশে কম্পিটিশন কমিশন দেখে। আমরা খুব দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন করব। তারা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করবে।
বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত রাখাইনের সঙ্গে বাংলাদেশ শেয়ার করছে সেক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে কী না বা দেশের প্রস্তুতি রয়েছে কী না? জবাবে শফিকুল আলম বলেন, পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে মনিটর করছি। সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টা একজন উচ্চ পদস্থ একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি গভীরভাবে এটা মনিটর করবেন। যারা যারা অংশীজন আছেন তাদের সঙ্গে কথা বলবেন।
তিনি বলেন, আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে- রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার। এর ভেন্যু ও অন্যান্য বিষয়াবলী মার্চ-এপ্রিলের মধ্যে ঠিক করে ফেলব। আশা করছি এই সম্মেলনটা হবে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে। বিশ্বের যতগুলো দেশ রয়েছে সকলে এতে অংশ নেবেন। বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ভারত, চীনসহ রোহিঙ্গা ইস্যুতে যারা খুবই আগ্রহী তারা সবাই থাকবেন। জাতিসংঘের সাথে বিষয়টি নিয়ে অনেকবার কথা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের সময়ে তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
ছাত্রলীগ যুবলীগের অনেকে কলকাতায় বসে বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী, জানতে চাইলে শফিকুল আলম বলেন, ছাত্রলীগের ছেলেরা অনেক লুটপাট চুরিচামারি করে ওখানে গিয়েছে। তারা অনেক ধরনের কথাবার্তা ওখানে বসে বলছেন। তবে এটা কে কীভাবে নিচ্ছেন সেটা হলো বড় কথা। আমাদের কথা হলো। তারা গত ১৫ বছরের অপশাসনের প্রতীক ছিল। তাদের কারা মাইলেজ দিচ্ছে এটা তাদের ইস্যু। এ বিষয়ে আমরা কমেন্ট করতে চাই না।
বিগত সরকারের সুবিধাভোগী সরকারি আমলা ও কূটনৈতিকদের বিষয়ে সরানোর বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে উপ প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রশাসনের রদবদল চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক হাজার রদবদল হয়েছে। এটা চলমান রয়েছে। সরকার যেখানে প্রয়োজন মনে করছে সেখানে কাউকে পদোন্নতি, বদলি বা নতুন করে কাউকে পদায়ন করছে। এটা চলমান আছে। নানান কারণে হতে পারে, কারও বিরুদ্ধে যদি আগের সরকারে দোসর বা সুবিধাভোগী হওয়ার গুরুতর অভিযোগ থাকলে তা বিবেচনা করা হয়।
তিনি বলেন, বিভিন্ন মিশনে পরিবর্তনের সুপারিশ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে। সেসব সুপারিশ সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। ডিসেম্বর মাসে বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। আরও ২০টির মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। সে নিয়োগগুলো ইতোমধ্যে নেওয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছেন সালমানপুত্র শায়ান
লন্ডনে গেলে টিউলিপের বন্ধুর বাসায় বিনাভাড়ায় থাকতেন হাসিনা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত