অস্তিত্বহীন মাছের খামার থেকে তাপসের আয় ৩৫ কোটি টাকা!
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ এএম
শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র ও ঢাকা সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস অস্তিত্বহীন মাছের খামার থেকে ‘আয়’ দেখিয়েছেন ৩৫ কোটি টাকা। সেই টাকা তিনি বিনিয়োগ দেখিয়েছেন নিজের মধুমতি ব্যাংকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে আসে এ তথ্য। এ ছাড়া তার নামে রয়েছে ১শ’ কোটি টাকার সঞ্চয়পত্র। সংস্থার বিশেষ অনুসন্ধান-৩ এর সদস্য, উপ-পরিচালক মো: মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাপসের দুর্নীতির অনুসন্ধান করছে। অনুসন্ধানটি এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। কমিশনের অনুমোদন পেলে দায়ের হবে মামলা। তথ্য নির্ভরযোগ্য সূত্রের।
অনুসন্ধানে দেখা যায়, সাবেক মেয়র তাপসের গোপালগঞ্জে মাছের খামার রয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায় সেসবের কোনো অস্তিত্ব নেই। সেই অস্তিত্বহীন মাছের খামার দেখিয়ে আয়কর নথিতে মুনাফা হিসেবে ৩৫ কোটি টাকা উল্লেখ করেছেন তাপস। পরে তিনি এ টাকার মধ্য থেকে ৩২ কোটি টাকায় মধুমিতা ব্যাংকের শেয়ার কেনেন। তিনি এ ব্যাংকের পরিচালক। বাংলাদেশ ব্যাংক থেকে কেনেন ১শ’ কোটি টাকার শেয়ার।
অনুসন্ধানের তথ্য মতে, ঢাকার কামরাঙ্গীচর এলাকার অন্তত ৩শ’ বাড়ি কোথাও পূর্ণ, কোথাও আংশিক দখল করেন পালিয়ে যাওয়া এ মেয়র। এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন ডিএসসিসি ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান ও মো: জাহাঙ্গীর আলম। ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস শিউলি, পুত্র শেখ ফজলে নাশওয়ান, তাদের মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রয়েছে অস্বাভাবিক আর্থিক লেনদেন তথা অর্থ পাচারের রেকর্ড। এরই মধ্যে এসব রেকর্ড সংগ্রহ করেছে দুদক টিম। অবশ্য গত ৮ অক্টোবর তাদের ব্যক্তিগত ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আওয়ামী লীগ সরকার আমলে সাবেক একজন সচিব ও অ্যাডভোকেট মনজিল মোরসেদ বুড়িগঙ্গা নদী রক্ষার নির্দেশনা চেয়ে রিট করেন। বিষয়টি সামনে এনে তাপস ডিএসসিসির ওই দুই ম্যাজিস্ট্রেট ও দলীয় লোকজনের প্রভাবে কামরাঙ্গীচরের কাঁচা, আধাপাকা ও ছোট ছোট পাকা প্রায় ৩শ’ বাড়ি কোথাও আংশিকভাবে, কোথাও পূর্ণ বাড়ি দখল করে নেন।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী-জনতার আন্দোলনের সময় গত ৩ আগস্ট সকালে গোপনে পালিয়ে যান তাপস। বাইরে প্রচার করেন, তিনি চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে সিঙ্গাপুর গেছেন। তারপর তাকে আর বাংলাদেশে দেখা যায়নি। অনুসন্ধান প্রক্রিয়ায় গত ২৪ অক্টোবর ব্যারিস্টার তাপসকে তলব করা হয়। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা উল্লেখ করা হয় তলবি নোটিশে। বাড়ি-৭০, রোড-১৭, বøক-জে, বনানী, ঢাকা’র ঠিকানায় নোটিশ পাঠানো হলেও তিনি হাজির হননি। দুদকের তলবে সাড়া না দিলেও তার বিরুদ্ধে মামলা রুজুর মতো রেকর্ডপত্র এখন অনুসন্ধান টিমের হাতে। কমিশনের অনুমোদন পেলে যেকেনো সময় দায়ের হবে মামলা।
প্রসঙ্গত: ২০২৩ সালে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই বছর ১৩ মে একটি ইংরেজি দৈনিকের বাংলা ভার্সনে একটি রম্য রচনা এবং কার্টুনে তার মানহানি হয়েছে। এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পত্রিকার সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠান। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ১শ’ কোটি টাকা দামের মেয়র হিসেবে সম্বোধিত হচ্ছেন।
এ ছাড়া ব্যারিস্টার তাপসই এজলাস থেকে প্রধান বিচারপতিকে (এসকে সিনহা) নামিয়ে দেয়ার দম্ভোক্তি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলেও হাসিনা অনুগত তৎকালীন বিচার বিভাগ তাকে হাইকোর্টে হাজির করার মতো আদেশ দেয়ার সাহস করেনি। তাপস কোনো বড় মাপের প্রাক্টিসিং আইনজীবী না হলেও শুধু ‘শেখ পরিবারের সদস্য’ এই পরিচয়ের কারণে গ্রæপ অব কোম্পানি এবং বড় বড় দুর্নীতিবাজরা তার কাছে ভিড় জমাতেন। মোটা অংকের ফি নিয়ে তাদের জামিন ও খালাসের ব্যবস্থা করতেন। তিনি ছিলেন ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’র সদস্য সচিব। এ পরিচয়ে বিচারক ও বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, ডিএজি নিয়োগ, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিমকোর্ট বারে তিনি একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার