১৫৮ দেশের সমর্থন : গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ এএম
ইসরাইলি হামলায় আরো ৩৫ ফিলিস্তিনি নিহত
অবশেষে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু
গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করলো জাতিসংঘের সাধারণ পরিষদ। ইউএনআরডাবিøউএ-র সমর্থনেও আলাদা প্রস্তাব পাস হয়েছে। ইসরাইল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভ‚খÐে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। স্থানীয় কর্মকর্তাদের মতে, এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় ৪৪ হাজার মানুষ মারা গেছেন।
প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৮টি দেশ। বিপক্ষে ভোট পড়ে নয়টি, ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে, নিঃশর্তে, স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বন্দিদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘের সংগঠন ইউএনআরডাবিøউএ নিয়ে এই প্রস্তাবের পক্ষে ১৫৯টি দেশ ভোট দেয়, ইসরাইল, যুক্তরাষ্ট্র-সহ সাতটি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত থাকে। এই প্রস্তাবে ইউএনআরডাবিøউএ নিয়ে ইসরাইলের আইনের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ইসরাইল যেন ইউএনআরডাবিøউএ-কে যথাযোগ্য মর্যাদা দেয় এবং তাদের কাজে যেন কোনো বাধা না দেয়। এই প্রস্তাব পাস করার আগে জাতিসংঘের সদস্য দেশগুলির অনেকেই তাদের ভাষণে ফিলিস্তিনকে সমর্থন জানায়। জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসৌর বলেন, ‘গাজা এখন মানব পরিবারের যন্ত্রণার ক্ষতচিহ্ন হয়ে আছে।’ ¯েøাভেনিয়ার দূত বলেছেন, ‘গাজা আর নেই। তা ধ্বংস করা হয়েছে।’ আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডার বলেছেন, ‘ফিলিস্তিনের দুরবস্থা নিয়ে চুপ করে থাকার জন্য বড় মূল্য দিতে হবে।’
তবে এ প্রস্তাবকে প্রতীকী মনোভাব বলে মনে করা হচ্ছে, কারণ, ইসরাইল ও যুক্তরাষ্ট্র তা খরিজ করে দিয়েছে। আর এই প্রস্তাব মানার কোনো আইনি বাধ্যবাধকতাও ইসরাইলের উপর নেই। তবে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এর একটা চাপ আছে। কারণ, এতগুলি দেশ যখন কোনো প্রস্তাবে সায় দেয়, তখন তাকে গেøাবাল ওপিনিয়নের প্রকাশ বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল, গাজায় পণবন্দিদের মুক্ত করার শর্তে য়ুদ্ধবিরতি হতে পারে। না হলে হামাস ওই বন্দিদের মুক্তি দেবে না। অ্যামেরিকার ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, ‘প্রস্তাবের ভাষা ভুল ও লজ্জাজনক।’
ইসরাইলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত : গাজা ভ‚খÐের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে ইসরাইলে বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ডবিøউএএফএ জানায়, গাজা সিটির আল-জালা সড়কের একটি আবাসিক ভবনে বিমান থেকে ফেলা বোমায় নারী ও শিশুসহ সাতজন নিহত হন। গাজা ভ‚খÐের মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নেয়া আরেকটি বাড়িতে বোমা হামলায় আরও ১৫ জন নিহত হন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ত্রাণ বিতরণকারী লোকজনের ওপর চালানো আরেকটি বোমা হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। চিকিৎসা কর্মীরা জানান, এর আগে রাফায় চালানো আরেকটি হামলায় অন্তত ৩০ জন আহত হন, এদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। তারা আরও জানান, রাফার নিকটবর্তী শহর খান ইউনিসে ত্রাণ সরবরাহের নিরাপত্তায় নিয়োজিত আরেকদল লোকের ওপর পৃথক ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন। রয়টার্স জানিয়েছে, এসব সংবাদের বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
অবশেষে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু : মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির শর্তে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে। গত মাসে মার্কিন এবং ফরাসি সরকারের মধ্যস্থতায় ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে ইসরাইলি সেনাদের ৬০ দিনের মধ্যে ইসরাইল-লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে। এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরাইল এবং হিজবুল্লাহ গুলি বিনিময় করেছে। তবে ইসরাইলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে।
বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, দক্ষিণ লেবাননের শহর আল খিয়ামে ইসরাইলি বাহিনী প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানিজ সেনা মোতায়েন হয়েছে। বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, শত্রæতা দীর্ঘস্থায়ী বন্ধের বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং এটি অব্যাহত অগ্রগতির ভিত্তি স্থাপন করবে।
ইসরাইলি সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম এবং মারজায়ুন এলাকায় নতুন করে লেবানিজ সেনা মোতায়েন যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। মিকাতি এক্স-এর এক পোস্টে বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লেবাননের সেনাবাহিনীর প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। পৃথকভাবে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে তাদের সপ্তম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের মিশন শেষ করেছে। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে, লেবাননের সশস্ত্র বাহিনীর সৈন্যদের এলাকায় মোতায়েন করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা, এএফপি, রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি : ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!