গুম-খুন-অপহরণের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন ডিজি : র্যাবে আয়নাঘর ছিল-আছে
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ এএম
র্যাবের আয়নাঘর ছিল এবং আছে। তবে নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ কথা বলেন। এ সময় তিনি র্যাবের গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেয়ার জন্য। সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র্যাব দায়মুক্ত হবে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, ‘র্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা মনে করি তদন্ত ও বিচারেই র্যাবের দায়মুক্তি সম্ভব। অন্য কোনো উপায়ে দায়মুক্তি সম্ভব নয়। আমরা বিচারের ভিত্তিতেই দায়মুক্তি চাই।
র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, ‘তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’
র্যাব ডিজি বলেন, সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত র্যাবের হাতে যারা নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছেন এবং সাত খুনসহ আরো যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের কাছে আমরা দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করি।
র্যাব সদস্যদের শাস্তির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে আমি কর্মকর্তাসহ সবাইকে নির্দেশনা দিয়েছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবক্ষেত্রে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুসরণ করব। ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠা থেকে এ র্যাব ফোর্সেসের ৫৮ জন কর্মকর্তাসহ চার হাজার ২৩৫ জন র্যাব সদস্যকে শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রমের জন্য লঘুদÐ ও গুরুদÐ শাস্তি দেওয়া হয়েছে।
৫ আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে।
তিনি বলেন, র্যাবের পোশাক পরিবর্তনের ব্যাপারে দাবি উঠেছে। এখানে পোশাকের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির মানসিকতা। এরপরও আমরা র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখেছি। আর র্যাবের নিজস্ব কোনো আইন নেই। পুলিশ আইনে র্যাব প্রতিষ্ঠিত হয়েছে। র্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তাভাবনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ ও পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আটঘরিয়ায় সরিষা খেতে মৌবাক্স
সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
আসছে বাংলাদেশি শরণার্থীদের গণহত্যামূলক সিরিজ 'ফেউ'
ভারত দলে ফিরলেন শামি
কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি : ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক