ভূঁইফোড় উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় সংগঠনের ধৃষ্টতা!
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পিএম
প্যাডস্বর্বস্ব, ভুঁইফোড়, উগ্র হিন্দুত্ববাদী, তথাকথিত ও ভূয়া মানবাধিকার সংগঠন (ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস, ডিএইচআর) হাস্যকরভাবে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুনর্বিবেচনার জন্য। এমন ধৃষ্টতা, দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন দাবি উভয় দেশের কূটনীতিতি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের আপামর ছাত্র-জনতার কাছে ধিকৃত হয়ে পলায়নকারী পতিত স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, আন্তর্জাতিক বিশ্বে নন্দিত, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমানিত করার অসৎ উদ্দেশে ভারতীয় মিডিয়া ও কথিত মানবাধিকার সংগঠনের এমন ধৃষ্টতায় সচেতন মহল বিস্মিত।
একদিকে ভারত সরকারের পররাষ্ট্র সচিবের ইউ টার্ন বক্তব্য এবং অন্যদিকে ভারতীয় মিডিয়ার এমন একপেশে অবস্থান দুই দেশের মধ্যে সুসম্পর্ককে বিনষ্ট যেমন করছে, আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত হচ্ছে, অপপ্রচারে ভারতীয় মিডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন। পররাষ্ট্র সচিবের সফরের পরও তাদের অনুভূতিতে কোনো পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে না।
ভারত সরকার তার দেশে মানবাধিকার সংরক্ষণে যেখানে চরম ব্যর্থ, সেখানে বাংলাদেশ বিরোধী অপপ্রচার গ্রহণযোগ্য নয়। ভারতে মুসলিমরা নির্যাতিত। তাদেরকে কদিন পর পর হত্যা, গুম, তাদের বাড়িঘরে হামলা করে ধ্বংস করা, ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত মসজিদসহ শত শত মসজিদ শহীদ করে মুসলিম সম্প্রদায়ের অধিকার ভূলুন্ঠিত করা হচ্ছে। কাশ্মীরে এখনও মুসলিমদের বাড়িঘরে হামলা করে তাদেরকে হত্যা করা হয় নির্বিচারে। যেখানে ভারত সরকারের মানবাধিকারের অবস্থা তলানীতে, ব্রিটিশ আমলেও এমন ভয়াবহ অবস্থা হয়নি, সেখানে দেশটির সরকারের ‘দেখেও না দেখার ভান’ অবস্থানের সুযোগে ভূঁয়া ও তথাকথিত মানবাধিকার নামে(!)সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন তোলা অবান্তর ও হাস্যকর।
জানা গেছে, ভারত দারিদ্রতা ও মানবাধিকারের যে কোনো ইনডেক্সে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। সেদেশে ৭০ শতাংশেরও অধিক মানুষ রাস্তায় ও রেললাইনের পাশে পায়খানা করে। দেশটির অবস্থা যখন ভয়াবহ, সেখানে বাংলাদেশে হিন্দু ধর্মাম্বলম্বীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে ভারতের শিমলায় প্রতিবাদ-বিক্ষোভে নেমেছে উগ্র হিন্দু গোষ্ঠী। এ সময় ড. ইউনুসের নোবেল পুনর্বিবেচনার দাবি জানান তারা। মানবাধিকার রক্ষক বা ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস (ডিএইচআর)-এর ব্যানারে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ডিএইচআর-এর আহ্বায়ক অজয় শ্রীবাস্তব উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তি বাহিনী ও শেখ মুজিবুর রহমানকে সমর্থন করা হিন্দুরাই এখন দেশটিতে আক্রান্ত হচ্ছেন। শ্রীবাস্তব ইউনুসের বিরুদ্ধে হাস্যকরভাবে 'জেহাদি মানসিকতা' থাকার অভিযোগ তোলেন এবং হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার জন্য তাকে দায়ী করেন। খবর ডেকান হেরাল্ডের।
এর আগে, নভেম্বরের শেষ দিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পরামর্শদাতার (ড. মুহাম্মদ) শান্তিতে নোবেল কেড়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তমলুকের বিজেপির আইনপ্রণেতা সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি নোবেল কমিটিকে বলতে চাই, উনার পুরস্কার এখনই কেড়ে নেয়া হোক।' যদিও নোবেল কমিটির এমন কোনও নিয়ম আছে কিনা, সে বিষয় অবগত নয় বলেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে, ভারতের হিন্দুত্ববাদী এবং ক্ষমতাসীন বিজেপি নেতাদের ড. ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে এ ধরনের দাবিকে অবান্তর মনে করেন বাংলাদেশের অনেকেই। তারা মনে করেন, বিজেপি নেতাদের এই ধরনের আগ্রাসী মন্তব্য দুই দেশের সম্পর্ককে আরো বেশি তিক্ততার পর্যায়ে নিয়ে যাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাত্র জনতার উপর হামলা মামলায় ৮ আইনজীবী কারাগারে
আটঘরিয়ায় সরিষা খেতে মৌবাক্স
সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
আসছে বাংলাদেশি শরণার্থীদের গণহত্যামূলক সিরিজ 'ফেউ'
ভারত দলে ফিরলেন শামি
কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি : ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান