টঙ্গীতে বিশ্ব ইজতেমা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা
১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মাওলানা জুবায়েরপন্থীদের এবং ৭-৯ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীদের আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে টঙ্গীতে দুপক্ষের অবস্থান ও তৎপরতায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোনো সময় দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে বৃহস্পতিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশের সময় সা’দপন্থিদের বহনকারী একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়।
২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর মাওলানা জুবায়েরপন্থীদের জোড় ইজতেমার পর সা’দপন্থিরা ইজতেমা ময়দানে ২০ জানুয়ারি থেকে ৫ দিনের জোড় ইজতেমার ঘোষণা দিলে এ ঘটনা ঘটে। এ ছাড়া সা’দপন্থি এক নেতা আব্দুল্লাহ মনসুর সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ইজতেমায় মাওলানা সা'দ সাহেবকে আসতে না দিলে এদেশে কোনো বিশ্ব ইজতেমা করতে দেওয়া হবে না। এ বক্তব্য দেওয়ার পর জুবায়েরপন্থিরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে সা’দপন্থিদের মানহানি মামলা, ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ছাত্র ও তাবলীগের সাথীদের ওপর সা’দপন্থিদের সন্ত্রাসী হামলার বিচার এবং সা’দপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ দখলের অপতৎপরতার বিরুদ্ধে গতকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা।
এ সময় টঙ্গী-সিলেট ও টঙ্গী পূর্ব থানার মূল গেটে অবস্থান নেয় তারা। এদিকে, জুমা নামাজের পরপর টঙ্গীসহ পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টঙ্গী পূর্ব থানা গেটে অবস্থান নেন। পরে, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের ঊর্ধ্বতন মুরব্বিরা টঙ্গী পূর্ব থানায় উপপুলিশ কমিশনার এর কার্যালয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এখানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিশে মাহফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী। উপস্থিত ছিলেন মুফতি মাসুদুল করিম, হাজী জামির আলী, মোস্তফা কামাল মৃধা, তারেক মাহমুদ তারেক, আবু ওবায়দা প্রমুখ। পরে জুবায়েরপন্থি মাওলানাদের একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে জুবায়েরপন্থিরা বলেন, বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ের কার্যবিবরণীতে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর বিষয়ে ক্রমিক নম্বর ২ এ স্পষ্ট উল্লেখ রয়েছে যে, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার, ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন।
দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেলে ওই কমিটির কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে ওই কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন। সরকারের সিদ্ধান্ত অমান্য করে সাদপন্থিরা আগামী ২০ ডিসেম্বর ৫ দিনের জোড় করার উদ্দেশ্যে সারা বাংলাদেশের সব জেলায় তাদের উগ্রপন্থি সাথীদের টঙ্গী ময়দানে আসার জন্য চিঠি পাঠায় যা সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
সাদপন্থিরা চাচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে টঙ্গী ময়দানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলতে। আমরা আশা করব তাদের এই দুষ্ট চক্রান্তকে নস্যাৎ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...