ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন
১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
বিএনপি কেন্দ্রিয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছিল তা গত ১৬ বছর ফ্যাসিবাদিরা কুক্ষিগত করে রেখেছিল। ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে এদেশের মানুষ স্বাধীনতা ও বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল। জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতনের মধ্যদিয়ে এই দেশে যে নবগিন্তের সূচনা হয়েছে এরি পথ ধরে এবারে দেশের আপামর জনগণ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস উদযাপন করছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিএনপির এ নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন ও দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণকে প্রেরণা যুগিয়েছিল। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সেদিন সমগ্র জাতি হানাদার শক্তির বিরুদ্ধে মরণপন সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। আজকে আমাদেরকে জাতীয়তাবাদী মুলমন্ত্রের প্রতি অবিচল আস্থা রেখে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এদেশ আমাদের সকলের। তাই দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুলবারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, আতাউর রহমান ছুটি, সাজ্জাদুল কবীর, রোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ছয়টায় টাউন হল মাঠ প্রাঙ্গনে ৩১ তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর সকাল সাড়ে ছটায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান। পরে মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুপুর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারির তথ্য প্রকাশ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন-নাকে খত দেওয়ার ভিডিও ভাইরাল
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি