কমিশন জাতির সামনে প্রকাশ করা না হলে আমরা রাজপথে নামব -মাহিন সরকার
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম
রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকান্ড নিয়ে ঘোষিত কমিশনে দেশপ্রেমিক সেনাসদস্য, ভুক্তভোগী পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাখাসহ ৫ দফা দাবি জানিয়েছেন বিডিআর হত্যাকান্ডে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার র রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারের পক্ষে দাবিগুলো তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। কমিশন গঠন নিয়ে গড়িমসির প্রতিবাদে সকাল ১১ টায় এই পরিবারের সদস্যদের নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের জন্য জড়ো হন তিনি। সমাবেশে মাহিন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের জন্য পাঁচ দিনের সময় দিয়েছেন, আমরা তাকে এই সময় দেওয়ার পক্ষে। তবে যদি এর মধ্যে কমিশন জাতির সামনে প্রকাশ করা না হয়, তাহলে ষষ্ঠ দিন আমরা রাজপথে নামব। তারা যেন তাদের গদি নিয়ে সতর্ক থাকে।
৫ দফা দাবি জানিয়ে তিনি বলেন, প্রথমত, কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাÐ সম্পর্কে পূর্বাপর সম্পর্কে অবগত আছেন, এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সে কমিশনকে দ্রæত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতোমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন। দ্বিতীয়ত, বিস্ফোরক মামলায় যারা জেলে রয়েছেন, তাদেরকে দ্রæততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানীর দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়। তৃতীয়ত, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে। চতুর্থত, সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে। সর্বশেষ, যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানদের লাশ শনাক্ত করা হয়নি, তাদের লাশ শনাক্ত করতে হবে। তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
সমাবেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লে. ইমরান কাদের বলেন, সেনাবাহিনী ও বিডিআরের মধ্যে যারা প্রতিবাদী ছিলেন, শেখ হাসিনা তাদের ইউনিফর্ম খুলতে বাধ্য করেছেন। এবারের ছাত্রদের মতো বিডিআরের গণকবর ছিল। অনেক লাশ শনাক্ত করা যায়নি। এই লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। বিডিআর বিদ্রোহ পরিত্যাগ করতে হবে। কোনো বিদ্রোহ হয়নি। এটা ছিল পরিকল্পিত হত্যাকাÐ।
বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা বলেন, শেখ হাসিনার সময় যারা নির্দোষ ছিল, তাদের ওপর জুলুম হয়েছে। নিহত পরিবারকে শহীদ মর্যাদা দেওয়া হয়নি। আমার স্বামীর লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমি যথাযথ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, পিলখানার হত্যাকাÐের বিচার কেউ থামাতে পারবে না। এটা শুধু ভুক্তভোগী পরিবার না, সবার আন্দোলন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু , রাফালের আগমনে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা