বিডিআর পিলখানা হত্যার তদন্তে ‘কমিশন’ নয় ‘কমিটি’ : নতুন শুভঙ্করের ফাঁকি

Daily Inqilab ইনকিলাব

১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

বিডিআর-পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার ঘটনা তদন্তে ‘কমিশন’ নয়-‘কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছে সরকার। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পিলখানায় বিডিআর হত্যাকাÐের রহস্য উন্মোচনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তবে এই কমিটিতে সদস্য কতজন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এ কমিটির সদস্যসংখ্যা ৫ জন হতে পারে, ৭ অথবা ৯ জনও হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চান না। সবার থেকে নাম নেয়া হবে। নাম সংগ্রহ করতে সময় লাগবে। সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেয়া হবে।

কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও জানান তিনি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিডিআর হত্যাকাÐের ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিডিআর হত্যাকাÐের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে গতকাল আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক হাসনাত আবদুল্লাহ। এ প্রেক্ষাপটে গতকাল পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলো সরকার।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাÐে পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আমি নিজেও বিডিআর হত্যাকাÐের ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম। একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সদস্য হিসেবে বিডিআর হত্যাকাÐের ন্যায় বিচার দাবি করে আসছি। সবার সঙ্গে আলোচনা করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাÐের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে। আর পুনঃতদন্ত সেটি আদালতের বিষয়।

এর আগে গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকাÐের ঘটনায় আদালতে দুটি মামলা চলমান। তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এ জন্য বিডিআর হত্যাকাÐের কমিশন গঠন হচ্ছে না। তার দুই দিন পর গতকাল ‘তদন্ত কমিটি’ গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

রিট ছিলো কমিশন গঠনের : ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রæয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে হত্যাকাÐের প্রকৃত কারণ উদঘাটনে কমিশন গঠনের কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ হত্যাকাÐ নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চকে গত ১৫ ডিসেম্বর এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

পিলখানার ঘটনায় দায়ের হত্যা মামলায় (ডেথ রেফারেন্স) আপিল বিভাগে শুনানি চলমান। আরেকটি মামলা ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারাধীন। তাই রিট পিটিশনারের চাহিদা অনুসারে প্রস্তাবিত ‘কমিশন’ গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে সরকারের পক্ষ থেকে বলা হয়। এ প্রেক্ষিতে আদালত আগামী ৫ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। এ সময় রিট আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

বিডিআর হত্যাকাÐের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো: মফিজুল ইসলামের সই করা এ-সংক্রান্ত স্মারকে বলা হয়, বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালতে ওই মামলা দুটি বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

যদিও তৎকালীন বিডিআর সদর দফতরে ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত অক্টোবরে রিট করেছিলেন সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। পরবর্তী সময়ে প্রকৃত সত্য উদঘাটনে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন গঠন করতে এবং ‘শহীদ সেনা দিবস’ ঘোষণায় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র সচিব (জননিরাপত্তা বিভাগ) বরাবর আবেদন করেন রিটকারী। প্রাথমিক শুনানি শেষে গত ৫ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রুলসহ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। আবেদনটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছিলো। এ প্রেক্ষিতে ২ ডিসেম্বর রিটটি কার্যতালিকায় ওঠে। জাতীয় স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুরু করেছে বলে ওইদিন হাইকোর্টকে জানায় সরকারপক্ষীয় আইনজীবী। পাশাপাশি দুই সপ্তাহ সময়ের আর্জি জানায় সরকারপক্ষ। পরে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ২টি মামলা বিচারাধীন থাকায় বিডিআর পিলখানা হত্যার ঘটনা তদন্তে কমিশন গঠন সম্ভব নয়।

এর পরদিনই (১৬ ডিসেম্বর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিডিআর পিলখানা হত্যার সঠিক বিচার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সে অনুসারে গতকাল (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র-নাগরিকের ব্যানারে কর্মসূচি দেন তিনি। ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাÐের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাÐের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাক্সক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যা স্পষ্টতই প্রহসনের শামিল।

সংহতি প্রকাশ করে সারজিস আলম ফেসবুকে লেখেন, ‘বিডিআর হত্যাকাÐ নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আগামীকাল (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে, ইনশাআল্লাহ।’

এদিকে ‘কমিটি’ এবং ‘কমিশন’-কে অভিন্ন বিষয় বলে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন তার বক্তব্যে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর পিলখানা হত্যাকাÐের পূর্ণ তদন্ত করে ‘মাস্টারমাইন্ড’দের খুঁজে বের করতে কমিশন গঠনের প্রতিশ্রæতি দেয় বিভিন্ন সময়। রিটের বিষয়বস্তুও ছিলো ‘কমিশন গঠন’। এমনকি গতকাল তদন্ত কমিশন গঠনের পক্ষেই মতামত দেন পিলখানায় নিষ্ঠুর হত্যাকাÐের শিকার সেনা কর্মকর্তাদের পরিবার-সদস্যরা।
আ’লীগ সরকারের সময় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন। গতকাল তিনি ইনকিলাবকে বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিডিআর হত্যাকাÐ নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেখানে গভীরভাবে তদন্ত করা সম্ভব হয়নি। তদন্ত কমিটি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সাহায্য পায়নি। ফলে বিডিআর হত্যাকাÐ নিয়ে অধিকতর তদন্ত করা সম্ভব হয়নি। তাই এখন তদন্ত কমিটি না করে তদন্ত কমিশন গঠন করা উচিত। তদন্ত কমিশন হলে বিডিআর হত্যাকাÐের গভীরে যাওয়া সম্ভব। এতে করে নেপথ্যে জড়িতদের শনাক্ত করাসহ এ হত্যাকাÐের সাথে জড়িত মুলহোতাদের বের করা সম্ভব হবে।

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ইনকিলাবকে বলেন, বিডিআর হত্যাকাÐের সাথে জড়িতদের শনাক্ত করতে হলে শক্তিশালী তদন্ত কমিশন গঠন করে তদন্ত করতে হবে। এ ধরনের হত্যাকাÐের সাথে প্রত্যক্ষ ও নেপথ্যে জড়িতদের সম্পর্কে দেশের সাধারণ মানুষ জানতে চায়। তদন্ত কমিটি গঠন কোনো ভাল লক্ষণ নয়। উল্লেখ্য, বিডিআর পিলখানা হত্যাকাÐের শিকার হন নূর মোহাম্মদের জামাতা।

এদিকে শাহাদত বরণকারী তৎকালীন বিডিআরের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ ইনকিলাবকে বলেন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাসহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করবে হতে। স্বাধীন তদন্ত কমিটি করা হলে অনেকের নাম আসবে। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এদেশের সাধারণ মানুষ বিডিআর হত্যাকাÐের সাথে প্রত্যক্ষভাবে ও নেপথ্যে জড়িতদের বের করে বিচারের কাঠগড়ায় দেখছে চায়। বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক, সাহসী সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনেক কর্মকর্তার জেল হয়েছে, জীবন ধ্বংস হয়ে গেছে। এখন এই হত্যাকাÐের তদন্তে একটি কমিশন করা হোক। যেসব নির্দোষ সৈনিক জেলে আছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হোক।

রাকিন আহমেদ আরো বলেন, আমরা সব সময় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যাকাÐের বিচার চেয়েছি। তদন্ত কমিটি গঠন করে বিডিআর হত্যাকাÐের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে কি?

‘কমিশন’ নয়-‘কমিটি’ : শুভঙ্করের ফাঁকি : দাবি ছিলো ‘কমিশন’। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ‘কমিটি’ করার। দু’টিকে অভিন্ন বিষয় দাবি করলেও ‘কমিশন’ এবং ‘কমিটি’র আবিধানিক অর্থে রয়েছে ব্যাপক পার্থক্য। ‘কমিশন’ বলতে কোনো একটি সংগঠন বা প্রশাসনিক সংস্থাকে বোঝায়। যেমন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন। যে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা থাকে। যারা একত্রিত হয়ে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করে থাকে। সত্ত¡া হিসেবে এটি স্বাধীন। কমিশনে এক বা একাধিক জনবল থাকে। পদবিন্যাস বা অর্গানোগ্রাম থাকে। কমিশনে কমিশনারদের নিয়োগ প্রদান করেন প্রেসিডেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ‘কমিশন’ একটি বহুমুখি সংস্থা। যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। সেটি হতে পারে প্রশাসনিক,আইনি বা বিচারিক। যুক্তরাজ্যে ‘কমিশন’ বলতে তদন্ত কাজে ব্যবহৃত সংস্থাকে বোঝানো হয়। এটি একটি নিয়ন্ত্রক সংস্থাও হতে পারে।

পক্ষান্তরে, ‘কমিটি’ হচ্ছে এক বা একাধিক ব্যক্তির একটি সংস্থা। এটি অন্য সংস্থার অধীন হিসেবে কাজ করে। কমিটি নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে বিবেচিত হতে পারে না। একটি আইনসভার সদস্যকে একটি কমিটির কার্যভার অর্পণ করা যায়। যা তাদের একটি নির্দিষ্ট কমিটিতে কাজ করার অধিকার দেয়। তাই ‘কমিশন’র পরিবর্তে ‘কমিটি’ করাকে শুভঙ্করের ফাঁকি বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, কমিশন হচ্ছে স্বাধীন এবং ব্যাপকভিত্তিক কর্ম পরিচালনার লক্ষ্যে গঠিত। কিন্তু কমিটির সীমাবদ্ধতা রয়েছে। কমিশন গঠন করা না হলে বিডিআর পিলখানা নজিরবিহীন এ হত্যাকাÐের প্রকৃত মোটিভ উদঘাটন সম্ভব হবে না। প্রকারন্তে, কমিটি গঠনের মাঝে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার মতো শুভঙ্করের ফাঁকি থাকতে পারে।

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
আরও

আরও পড়ুন

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি

হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!

হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!

প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি

প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি

শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু

শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু

হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া