রাঙ্গুনিয়া ডিসি সড়কে তীব্র যানজট
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ এএম
রাঙ্গুনিয়া উপজেলার প্রায় দেড় থেকে দু’লাখ লোকজনের চলাচল যোগাযোগের মাধ্যম চৌমুহনীতে অবস্থিত মরিয়মনগর ডিসি সড়ক। এই চৌমুহনী মরিয়মনগর হতে ১নং রাজানগর রাণীরহাট ও ইসলামপুর গাবতল পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘতম ওই সড়কের মাধ্যমে দৈনিক ছোট-বড় ব্যাপক গাড়ি চলাচল করে থাকে। এক সময়ে এ সড়কের খুবই নাজুক অবস্থা ছিলো। গর্ত ও খানাখন্দে নিমোজ্জিত ছিলো। সড়কটি দীর্ঘ সময় ক্ষেপন মধ্যে সংস্কার করা হয়ে থাকে। কিন্তু সড়কটি সরু থেকে প্রসস্তের দাবি উঠলেও বাস্তবায়নের পরিবর্তে গতবারে সংস্কারের সময় সড়কটি আরো সংকুচিত করে বরাদ্দের ওই অংশের টাকাটা আত্মসাৎ করা হয়। তাহলে জনগণের দাবি গত ১৬ বছরেও পূরণ হয়নি।
সরেজমিনে জানা যায়, উপজেলার উত্তর অঞ্চলের যোগাযোগের মাধ্যম হচ্ছে ওই সড়কটি। এ সড়ক মাধ্যমে প্রতিদিন রাঙ্গুনিয়ার ছয়টি ইউনিয়ন স্বনির্ভর, দক্ষিণ রাজানগর, ১নং রাজানগর, ইসলামপুর, লালানগর ও হোছনাবাদের দু’লাখ মানুষের যোগাযোগের মাধ্যম। এ সড়ক দিয়ে যেসব যানবাহন যোগাযোগ চলমান আছে ট্রাক, অটোরিকশা, মাইক্রো, হাইস, রিকশা, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাস। এছাড়া এই সড়ক দিয়ে প্রায় শতাধিক ইটভাটায় যোগযোগ করে থাকে শত শত দ্রæতগামী ট্রাক-মিনি ট্রাক ও চাঁদের গাড়ি। চলাচলের জন্য ব্যস্থতম এই সড়কটি প্রসস্ত মাত্র ১২ ফুট।
এই সড়কে বিভিন্নস্থানে রয়েছে ব্যস্থতম কিছু বাজার। এসব বাজারগুলো হচ্ছেÑ মোগলেরহাট, শান্তি নিকেতন, আলমশাহপাড়া, ধামাইরহাট, গাবতলসহ বেশ কয়েকটি বাজার অবস্থিত। বন্যায় যখন সড়ক ভেঙে পড়ে তখন উভয় পাশে দোকানপাট ও নানা স্থাপনা সড়কের ওপরে এসে পড়লে তখন দোকান মালিকরা সড়কের দখলে নেয়। ১২ ফুটের এই সড়ক কোন কোন স্থানে ১০ ফুটে এসে দাড়ায়। অথচ সড়কটি প্রসস্তের দাবি দীর্ঘদিনের।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত ২০ বছরে ৭/৮ বার সংস্কার করা হয়েছে এ সড়ক। কিন্তু ব্যাপক ভারী যানবাহন চলাচলের কারণে দ্রæত ভেঙে পড়ে। এ সড়েকে বিভিন্ন স্থানে বসবাস নারীরা জানান, গত সর্বশেষ ২০২০ সালে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পিচঢালা, ড্রেনেজ, বিভিন্ন বাজার এলাকায় আরসিসি ঢালাই, একাধিক ব্রিজ-কালভার্ট করে সংস্কারের নামে অধিকাংশ টাকা লুটপাট করে থাকে বলে জানা যায়।
এলাকাবাসী আলতাফ হোসেন জানান, রাঙ্গুনিয়ার উত্তরের লোকজন মানুষ আশাই বুক বেঁধেছিল সড়ক ২ লাইন করার। কিন্তু সড়কটি আর প্রসস্ত করা হয়ে উঠেনি। তবে এলাকাবাসী দাবি অনুযায়ী দুই বছর আগে সড়ক প্রসস্ত করার জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে। স্থানীয় জব্বার, লিয়াকত ও রহমত জানিয়েছন, সড়কে যানবাহনের চাপের কারনে সরু হওয়ায় দুটি গাড়ি পাশাপাশি কাটাতে গিয়েও সমস্যা হয়। তবে সংস্কার সময়ে ফুটপাত অংশ ভরাট না করায় পাশ থেকে সড়ক ভেঙে ভেঙে পড়ছে। এছাড়া সড়ক পাশ ঘেঁষে বাজার, গাড়ির স্টেশন এমনকি বিভিন্ন বাজার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়।
এসবের কারণে দুর্ঘটনা লেগে থাকে। এ কারণে ভাড়া গুনতে হয় দ্বিগুণ। এসব গাড়ি মধ্যে হচ্ছে সিএনজি, অটোরিকশা ও রিকশা চালকেরা। তাই জনস্বার্থ সড়কটি জনস্বার্থে প্রসস্ত করা এখন সময়ের দাবি। সড়ক ও সওজ’র মো. ইউনুস নামের এক প্রকৌশলী জানান, এই ডিসি সড়ক জেলা সড়ক উন্নয়ন প্রকল্পে দেয়া আছে। এটি প্রক্রিয়াধীন। আশা করি দ্রæত বাস্তবায়ন করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে