কিশোরগঞ্জে ডিসির প্রত্যাহারসহ শহীদ আবু সাঈদের কট‚ক্তিকারীকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের অনুষ্ঠানে শহীদ আবু সাঈদকে নিয়ে কট‚ক্তির ঘটনায় জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহার ও শহীদ আবু সাঈদের কট‚ক্তিকারীকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। ২০২৪ জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাঈদকে নিয়ে ডিসি এবং এসপির উপস্থিতিতে কট‚ক্তি ও বিতর্কিত সেøাগান এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১২টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, মাশরাফি মতুর্জা, আফসানা আক্তার মিম ও নাসরুল্লাহ, ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলামের বড় ভাই জুয়েল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় তারা অভিযোগ করেন মানববন্ধন করলে তাদের হত্যা করার হুমকি দেয়া হয়েছে। এছাড়া কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অ্যাডভোকেট এসএম শওকত কবীর খোকন বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক ইকরাম হোসেন তার বক্তব্যে বলেন, গত ১৫ জুলাই মানববন্ধন করে যে মুক্তিযোদ্ধা ছাত্রদেরকে রাজাকারের দোসর, সাবক, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিলো তাদেরকেই ১৬ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জেলা প্রশাসন যদি মনে করে স্বৈরাচারের দোসরদের নিয়ে কাজ করবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা যখন মানববন্ধন কর্মসূচি ঘোষণা করি তখন বিভিন্ন মহল থেকে আমাদের হুমকি দেয়া শুরু করে। আমাদের প্রকাশ্যে হুমকি দেয়া হয়েছে। ফোনে, ফেসবুক মেসেঞ্জারে হুমকি দেয়া হয়েছে মানববন্ধন না করার জন্য। ছাত্রদের প্রতিটি পাড়া মহল্লায় বাধা দেয়া হয়েছে তারা যেনো মানববন্ধনে না আসতে পারে। সার্কিট হাউজে, গুরুদয়াল কলেজে ছাত্ররা ছিলো তাদের বাধা দেয়া হয়েছে তারা মানববন্ধনে আসলেই তাদের ওপর আক্রমণ করা হবে। মানববন্ধন করলে আমাদের অস্তিত্ব রাখবে না। আমাদেরকে তারা হত্যা করবে। আমরা তাদের বলে দিতে চাই, আমরা অলরেডি শহীদ, আমরা বোনাস লাইফ লিড করছি। মৃত্যুর ভয় ছাত্রসমাজ করে না। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে বলা হয়েছিলো। আমরা তাদের বলতে চাই, আপনারা স্বৈরাচারের দোসরদের নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবেন আমরা সেখানে থাকতে পারবো না সেটা কিসের স্বাধীনতা।
সমন্বয়ক অভি চৌধুরী তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিলো, সেই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে একজন মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আমাদের ২৪ এর আন্দোলনের অন্যতম বীর মহানায়ক শহীদ আবু সাইদকে নিয়ে কট‚ক্তি করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে শহীদ আবু সাইদকে নিয়ে কট‚ক্তি করেছে আমরা মনে করি সে ২৪ এর আন্দোলনকে অস্বীকার করেছে। এই ইদ্রিস আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং এই জেলা প্রশাসককে প্রত্যাহার করতে হবে। এর দায় স্বীকার করে উনাকে প্রত্যাহার করতে হবে। আমরা এখান থেকে আল্টিমেটাম দিচ্ছি ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। ২৪ ঘণ্টা পরে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।
মোবাইল ফোনে এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ফৌজিয়া খান ইনকিলাবকে বলেন, আপনি অফিসে আসেন ৪টার সময়, আপনার সাথে কথা বলি সামনাসামনি। আমিতো এখন ভিজিটে। আমি একটু অফিসে যাই। তারপর কথা বলি। আমারতো কথা বলতে সমস্যা নাই।
এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই থেকে ৫ আগস্ট ২২ দিনের ছাত্র-জনতার যে গণআন্দোলন হয়েছে, বিশেষ করে ছাত্রদের অগ্রণী ভ‚মিকার কারণে স্বৈরশাসনের পতন হয়েছে। এ আন্দোলনে সহস্রাধিক ছাত্র শাহাদাতবরণ করেছে। এটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। এ আত্মহুতি, এ ত্যাগ নিয়ে যারা ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আমি প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবাইকে অনুরোধ করবো, এসব স্পর্শকাতর বিষয়ে অবশ্যই আরো সতর্ক থাকা উচিত যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য না দিতে পারে। যারা এ ধরনের বক্তব্য রেখেছে বা রাখবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।
অন্যদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু’র বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। সেখানে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কেএম মাহবুব আলম এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু ও মিজানুর রহমান খান বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কেএম মাহবুব আলম বলেন, ১৬ ডিসেম্বর ইদ্রিছ আলী যে বক্তব্য দিয়েছে, এ বক্তব্য কোনো মুক্তিযোদ্ধাই সমর্থন করে না। ইদ্রিছ আলীর বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত ছিলো। তার এ বক্তব্যের আমরা নিন্দা জানাই এবং অন্তর থেকে শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা ও স্যালুট জানাই।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ ওঠেছে, আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা অনুষ্ঠানটি সাজানো হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা মঞ্চে বক্তব্য রাখেন। তাদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভ‚ঁইয়াসহ বেশ কয়েকজন আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। ইদ্রিছ আলী ভ‚ঁইয়া তার বক্তব্যে বিজয় দিবসের পোস্টারে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহারের কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন করে বলেন, আবু সাঈদ শহীদ হয়েছে, কার সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে? কোন দেশের সাথে সাথে যুদ্ধ করেছে? ইদ্রিছ আলী ভ‚ঁইয়া বলেন, তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেশটাকে এক হাত থেকে আরেক হাতে নিয়েছে। আবু সাঈদের ছবি না দিয়ে যদি শহীদ মুক্তিযোদ্ধাদের ছবি দিতো, তাহলে আমাদের কোনো আপত্তি ছিলো না। এ ব্যাপারে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকের কাছে ব্যাখা দাবি করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিয়ে বক্তব্য শেষ করেন। বিষয়টি দৈনিক ইনকিলাব পত্রিকাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কিশোরগঞ্জ শহরে তুমুল তোলপাড় সৃষ্টি হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে