হজযাত্রী কোটা সর্বনিম্ন ১শ’ জন নির্ধারণের দাবি : বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ
১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ এএম
আগামী ২৬ ডিসেম্বর হজযাত্রী নিবন্ধনের চ‚ড়ান্ত সময়সীমা বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৭০ হাজার জন হজযাত্রী নিবন্ধিত হয়েছে। সউদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এজেন্সি প্রতি সর্বনিম্ন ১০০০ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে মর্মে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে জানা গেছে। জাতীয় হজ নীতি মোতাবেক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে এজেন্সি প্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর সংখ্যা বিগত বহু বছর যাবৎ নির্ধারিত আছে। বিগত বছরগুলোর ন্যায় এজেন্সি প্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর চলমান পদ্ধতি অব্যাহত রেখে হজ কার্যক্রম পরিচালনা করা হলে হজযাত্রীদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করা সহজ ও সম্ভব হবে। একই এজেন্সির মাধ্যমে অধিকসংখ্যক হজযাত্রী প্রেরণ করলে হজযাত্রীদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা আদৌ সম্ভব হবে না এবং হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দিবে।
হজযাত্রীদের কল্যাণে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে বিগত বছরগুলোর ন্যায় এ বছর এজেন্সি প্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর চলমান পদ্ধতি অব্যাহত রাখা হজ এজেন্সি মালিকদের প্রাণের দাবি। ২০২৪ সালে এজেন্সি প্রতি ২৫০ জন হজযাত্রীর বাধ্যবাধকতা থাকায় প্রায় সব এজেন্সি লীড সিস্টেমে কাজ করতে বাধ্য হয়েছিল। এতে হজযাত্রী এবং এজেন্সি মালিকদের নিজেদের মধ্যে মনোমালিন্য চরম পর্যায় পৌঁছেছিল। আর এ বছর এজেন্সি প্রতি ১০০০ জনের বাধ্যবাধকতা থাকলে পুরো হজ ব্যবস্থাপনাই ভঙ্গুর হওয়ার আশঙ্কা ও চরম অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের আহŸায়ক মো. আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলী গতকাল রাতে এ অভিমত ব্যক্ত করেছেন। নেতৃদ্বয় বলেন, আমরা জানতে পারলাম সব হজ এজেন্সির হাজীদের বাড়ি ভাড়া শুধুমাত্র ৫ জন প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করার জন্য শর্তারোপ করা হয়েছে। যা অবাস্তত ও অসম্ভব একটি পন্থা বৈ কিছুই নয়। শত শত এজেন্সির হাজীদের বাড়ি ভাড়া করা ৫ জনের মাধ্যমে কীভাবে সম্ভব?
স্পর্শকাতর বিষয়টি অধিকতর গুরুত্ব ও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার জরুরি হস্তক্ষেপের মাধ্যমে রাজকীয় সউদি কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক রোড টু মক্কা সার্ভিস প্রথা বাতিল করতে হবে। পূর্বের ন্যায় এজেন্সি প্রতি সর্বনিম্ন ১০০ জন ও সর্বোচ্চ ৩০০ জন নির্ধারণ এবং প্রত্যেক এজেন্সিকে নিজ নিজ হাজীদের জন্য বাড়ি ভাড়া করার সুযোগ করে দিয়ে হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু, পরিচ্ছন্ন ও সঙ্কটমুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা